আজকের পত্রিকা ডেস্ক

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাসে কারা আগুন দিল, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশের দাবি, এজলাসে আগুন দেওয়ার বিষয়টি পরিকল্পিত হতে পারে।
প্রশ্ন উঠছে, আদালতের নিরাপত্তাব্যবস্থা কেন ব্যর্থ হলো এবং দুষ্কৃতকারীরা কীভাবে এজলাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাতে পারল?
বিশেষ আদালতের এজলাস পুড়ে যাওয়ার ঘটনায় বিচার প্রক্রিয়া স্থগিত হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (পিপি) বোরহান উদ্দিন আজ জানিয়েছেন, এই আদালত এখন সংস্কার না করলে বিচার কার্যক্রম সম্ভব নয়। আদালত বিকেলে মামলার পরবর্তী তারিখ ঘোষণা করবেন।

আজ সকাল সাড়ে ১০টার দিকে এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আগুনে পুড়ে যাওয়ায় শুনানি স্থগিত করা হয়েছে।
গতকাল বুধবার রাতে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের এজলাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, দিবাগত রাত ৩টা ১০ মিনিটে তারা আগুনের খবর পায়। ঘটনাস্থলে গেলে তাদের বাধা দেওয়া হয়। আজ সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস আবার গিয়ে দেখে এজলাস পুড়ে গেছে।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, আগুন লাগার কোনো তথ্য পুলিশের কাছে নেই।
আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাঁদের প্রতিষ্ঠানের মাঠে আদালত বসানোর প্রতিবাদ জানিয়ে আসছেন। গতকাল রাত ১টার দিকে তাঁরা সড়ক অবরোধ করেন। ১০ ঘণ্টা পর আজ বেলা ১১টার দিকে তাঁরা সড়ক থেকে সরে যান।
উল্লেখ্য, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক মামলা হয়। হত্যাকাণ্ডের মামলায় রায় হয়ে গেলেও বিস্ফোরক মামলার বিচার এখনো চলমান।
আরও পড়ুন—

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাসে কারা আগুন দিল, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশের দাবি, এজলাসে আগুন দেওয়ার বিষয়টি পরিকল্পিত হতে পারে।
প্রশ্ন উঠছে, আদালতের নিরাপত্তাব্যবস্থা কেন ব্যর্থ হলো এবং দুষ্কৃতকারীরা কীভাবে এজলাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাতে পারল?
বিশেষ আদালতের এজলাস পুড়ে যাওয়ার ঘটনায় বিচার প্রক্রিয়া স্থগিত হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (পিপি) বোরহান উদ্দিন আজ জানিয়েছেন, এই আদালত এখন সংস্কার না করলে বিচার কার্যক্রম সম্ভব নয়। আদালত বিকেলে মামলার পরবর্তী তারিখ ঘোষণা করবেন।

আজ সকাল সাড়ে ১০টার দিকে এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আগুনে পুড়ে যাওয়ায় শুনানি স্থগিত করা হয়েছে।
গতকাল বুধবার রাতে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের এজলাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, দিবাগত রাত ৩টা ১০ মিনিটে তারা আগুনের খবর পায়। ঘটনাস্থলে গেলে তাদের বাধা দেওয়া হয়। আজ সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস আবার গিয়ে দেখে এজলাস পুড়ে গেছে।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, আগুন লাগার কোনো তথ্য পুলিশের কাছে নেই।
আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাঁদের প্রতিষ্ঠানের মাঠে আদালত বসানোর প্রতিবাদ জানিয়ে আসছেন। গতকাল রাত ১টার দিকে তাঁরা সড়ক অবরোধ করেন। ১০ ঘণ্টা পর আজ বেলা ১১টার দিকে তাঁরা সড়ক থেকে সরে যান।
উল্লেখ্য, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক মামলা হয়। হত্যাকাণ্ডের মামলায় রায় হয়ে গেলেও বিস্ফোরক মামলার বিচার এখনো চলমান।
আরও পড়ুন—

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
১ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১৪ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
২৮ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
৩৪ মিনিট আগে