সাভার (ঢাকা) প্রতিনিধি

‘কথা না শোনায়’ ঢাকার সাভারে পানিতে চুবিয়ে ৭ বছরের এক পথশিশুকে ১৩ বছর বয়সী আরেক কিশোর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শিশুটির মরদেহ উদ্ধার ও ওই কিশোরকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা-পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে অভিযুক্ত কিশোর।
আজ শনিবার সন্ধ্যার দিকে সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত ওই শিশুর নাম নীরব। তবে ছিন্নমূল হওয়ায় তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, স্মৃতিসৌধের ৪-৫ জন পথশিশু আছে, যারা ফুল বিক্রি করে বা ভিক্ষা করে। ১৩ বছর বয়সী ওই কিশোর তাঁদের দলনেতা। বাকিদের কাছ থেকে টাকা নিত সে। তার কথা না মানায় নীরবকে পানিতে চুবিয়ে হত্যা করে। ঘটনার পর তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে।
জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্মৃতিসৌধের পেছন দিকের লেকের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পাই। ওইদিকে তেমন একটা দর্শনার্থী যায় না। পরে শিশুটিকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির সঙ্গে গোসল করতে নামা এক কিশোরের বক্তব্য রহস্যজনক হওয়ায় তাঁকে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছিল। সে প্রথমে নিহত শিশুটিকে তার ছোট ভাই পরিচয় দেয়। তাঁর মা-বাবা কেউ নেই, থাকার জায়গা নাই এসব বিভ্রান্তিকর কথা বলে। পরে তার বাবা আসলে আমরা সত্যটা জানতে পারি।’
মিজানুর রহমান আজকের পত্রিকাকে আরও বলেন, শিশুটির মৃত্যুর পর লাশ কোলে নিয়ে জঙ্গলে ফেলে দেয় কিশোরটি। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি স্মৃতিসৌধে কর্তব্যরত আনসার সদস্যদের জানায়। আনসার সদস্যরা গিয়ে তাকে আটক করে। এর আগে লেকে ওই শিশুকে মারার সময় অন্য পথশিশুরা প্রতিবাদ করলে তাদের মারধরের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় ওই কিশোর।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় আজকের পত্রিকাকে বলেন, ‘স্মৃতিসৌধ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। জড়িত এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি ওই কিশোরের কথা না শোনায় সে এই কাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

‘কথা না শোনায়’ ঢাকার সাভারে পানিতে চুবিয়ে ৭ বছরের এক পথশিশুকে ১৩ বছর বয়সী আরেক কিশোর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শিশুটির মরদেহ উদ্ধার ও ওই কিশোরকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা-পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে অভিযুক্ত কিশোর।
আজ শনিবার সন্ধ্যার দিকে সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত ওই শিশুর নাম নীরব। তবে ছিন্নমূল হওয়ায় তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, স্মৃতিসৌধের ৪-৫ জন পথশিশু আছে, যারা ফুল বিক্রি করে বা ভিক্ষা করে। ১৩ বছর বয়সী ওই কিশোর তাঁদের দলনেতা। বাকিদের কাছ থেকে টাকা নিত সে। তার কথা না মানায় নীরবকে পানিতে চুবিয়ে হত্যা করে। ঘটনার পর তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে।
জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্মৃতিসৌধের পেছন দিকের লেকের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পাই। ওইদিকে তেমন একটা দর্শনার্থী যায় না। পরে শিশুটিকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির সঙ্গে গোসল করতে নামা এক কিশোরের বক্তব্য রহস্যজনক হওয়ায় তাঁকে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছিল। সে প্রথমে নিহত শিশুটিকে তার ছোট ভাই পরিচয় দেয়। তাঁর মা-বাবা কেউ নেই, থাকার জায়গা নাই এসব বিভ্রান্তিকর কথা বলে। পরে তার বাবা আসলে আমরা সত্যটা জানতে পারি।’
মিজানুর রহমান আজকের পত্রিকাকে আরও বলেন, শিশুটির মৃত্যুর পর লাশ কোলে নিয়ে জঙ্গলে ফেলে দেয় কিশোরটি। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি স্মৃতিসৌধে কর্তব্যরত আনসার সদস্যদের জানায়। আনসার সদস্যরা গিয়ে তাকে আটক করে। এর আগে লেকে ওই শিশুকে মারার সময় অন্য পথশিশুরা প্রতিবাদ করলে তাদের মারধরের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় ওই কিশোর।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় আজকের পত্রিকাকে বলেন, ‘স্মৃতিসৌধ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। জড়িত এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি ওই কিশোরের কথা না শোনায় সে এই কাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৫ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে