নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রিকশাশ্রমিকদের অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত এবং পৃথক সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করার দাবি জানিয়েছেন জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলোর রিকশাশ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। আজ শুক্রবার সকালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহযোগী জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলোর রিকশাশ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত র্যালি-পূর্ববর্তী সমাবেশে বক্তারা এ দাবি জানান।
র্যালিটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু করে মৎস্য ভবন হয়ে কদম ফোয়ারায় গিয়ে শেষ হয়।
রিকশাশ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই জানিয়ে সমাবেশে বক্তারা জানান, তাঁরা অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক হিসেবে পরিচিত। প্রতিনিয়ত তাঁরা অসম্মানজনক আচরণের শিকার হন। রিকশাশ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি না থাকায় তাঁরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত।
এ সময় বক্তারা ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে সরকারের নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার এবং নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের লাইসেন্স প্রদানের আহ্বান জানান।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ রিকশাশ্রমিকদের চালক লাইসেন্স প্রদান করা, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত রিকশা শ্রমিকদের তালিকা তৈরি করে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা, চলমান টিকা কার্যক্রমে অগ্রাধিকার ভিত্তিতে রিকশা শ্রমিকদের অন্তর্ভুক্ত করা, টোকেন প্রথা বাতিল করে রিকশা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি জানান।
জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসানের নেতৃত্বে র্যালিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল, বিলস্ পরিচালক কোহিনূর মাহমুদসহ প্রমুখ।

রিকশাশ্রমিকদের অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত এবং পৃথক সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করার দাবি জানিয়েছেন জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলোর রিকশাশ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। আজ শুক্রবার সকালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহযোগী জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলোর রিকশাশ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত র্যালি-পূর্ববর্তী সমাবেশে বক্তারা এ দাবি জানান।
র্যালিটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু করে মৎস্য ভবন হয়ে কদম ফোয়ারায় গিয়ে শেষ হয়।
রিকশাশ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই জানিয়ে সমাবেশে বক্তারা জানান, তাঁরা অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক হিসেবে পরিচিত। প্রতিনিয়ত তাঁরা অসম্মানজনক আচরণের শিকার হন। রিকশাশ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি না থাকায় তাঁরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত।
এ সময় বক্তারা ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে সরকারের নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার এবং নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের লাইসেন্স প্রদানের আহ্বান জানান।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ রিকশাশ্রমিকদের চালক লাইসেন্স প্রদান করা, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত রিকশা শ্রমিকদের তালিকা তৈরি করে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা, চলমান টিকা কার্যক্রমে অগ্রাধিকার ভিত্তিতে রিকশা শ্রমিকদের অন্তর্ভুক্ত করা, টোকেন প্রথা বাতিল করে রিকশা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি জানান।
জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসানের নেতৃত্বে র্যালিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল, বিলস্ পরিচালক কোহিনূর মাহমুদসহ প্রমুখ।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে