রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় তালাক দেওয়ায় স্ত্রীসহ নিজ শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া খলিল মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আজ সোমবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা মেডিকেল থানা-পুলিশ নিহতের খবরটি তাঁকে জানান। লাশ মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল রোববার বেলা ১টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর লতা আক্তার (৩২) ও খলিলুর রহমান খলিলকে (৪০) উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই নারী জাতীয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি আছেন।
লতা ঢাকার গুলশান এলাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বর্তমানে নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক গ্রামের মফিজ উদ্দিন মেয়ে। তাঁর সাবেক স্বামী খলিল গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের আতর আলী ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লতা ও খলিল প্রেমের সম্পর্ক থেকে গোপনে বিয়ে করে সংসার শুরু করেন। একপর্যায়ে লতা জানতে পারেন খলিল পেশায় ড্রাইভার। তাঁর সঙ্গে প্রতারণার অভিযোগে দুই মাস আগে খলিলকে ডিভোর্স দেন লতা। এরপরও খলিল তাঁকে নিয়ে সংসার করতে চান। এ নিয়ে গত মাসে গ্রামে সালিসও হয়।
এদিকে গতকাল রোববার দুপুরে ওই নারীর বাবার বাড়ি মরজাল এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন খলিল। এরপর লতা ও নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁদের চিৎকারে স্থানীয়রা এসে লতাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠান। অপর দিকে খলিলকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে ঢামেকে নেওয়া হয়।
রায়পুরা থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাঁদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তারপরও ঘটনার গভীরে আরও কী রয়েছে তদন্ত চলছে।’
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘নরসিংদী থেকে দগ্ধ অবস্থায় ওই নারীকে জরুরি বিভাগে আনা হলে আমরা তাঁর চিকিৎসার ব্যবস্থা করি। তাঁর শরীরে ৮০ শতাংশ দগ্ধ রয়েছে। বর্তমানে তাঁকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।’

নরসিংদীর রায়পুরায় তালাক দেওয়ায় স্ত্রীসহ নিজ শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া খলিল মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আজ সোমবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা মেডিকেল থানা-পুলিশ নিহতের খবরটি তাঁকে জানান। লাশ মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল রোববার বেলা ১টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর লতা আক্তার (৩২) ও খলিলুর রহমান খলিলকে (৪০) উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই নারী জাতীয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি আছেন।
লতা ঢাকার গুলশান এলাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বর্তমানে নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক গ্রামের মফিজ উদ্দিন মেয়ে। তাঁর সাবেক স্বামী খলিল গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের আতর আলী ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লতা ও খলিল প্রেমের সম্পর্ক থেকে গোপনে বিয়ে করে সংসার শুরু করেন। একপর্যায়ে লতা জানতে পারেন খলিল পেশায় ড্রাইভার। তাঁর সঙ্গে প্রতারণার অভিযোগে দুই মাস আগে খলিলকে ডিভোর্স দেন লতা। এরপরও খলিল তাঁকে নিয়ে সংসার করতে চান। এ নিয়ে গত মাসে গ্রামে সালিসও হয়।
এদিকে গতকাল রোববার দুপুরে ওই নারীর বাবার বাড়ি মরজাল এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন খলিল। এরপর লতা ও নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁদের চিৎকারে স্থানীয়রা এসে লতাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠান। অপর দিকে খলিলকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে ঢামেকে নেওয়া হয়।
রায়পুরা থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাঁদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তারপরও ঘটনার গভীরে আরও কী রয়েছে তদন্ত চলছে।’
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘নরসিংদী থেকে দগ্ধ অবস্থায় ওই নারীকে জরুরি বিভাগে আনা হলে আমরা তাঁর চিকিৎসার ব্যবস্থা করি। তাঁর শরীরে ৮০ শতাংশ দগ্ধ রয়েছে। বর্তমানে তাঁকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে