নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০০৩ সালে ফেনীর সোনাগাজী উপজেলায় মাকে বেঁধে মেয়েকে গণধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওলিনবী ওরফে লাতু মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। লাতু মিয়া ১৮ বছর ধরে বিভিন্ন পেশার ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। গতকাল সোমবার (১৭ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, এলাকায় আধিপত্য বিস্তারে নানা অপকর্ম করতেন লাতু ও তাঁর সহযোগীরা। বাবা মারা যাওয়ায় ভুক্তভোগী ও তাঁর মাকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন লাতু। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাতু দলবল নিয়ে ২০০৩ সালের ১৩ মে ভিকটিমের বাড়িতে হামলা করেন। ঘরের দরজা ভেঙে মাকে অস্ত্রের মুখে বেঁধে ভিকিটিমকে গণধর্ষণ করেন তাঁরা।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ফেনী জেলার সোনাগাজীতে ২০০৩ সালে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ বছরের মেয়েকে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় ১৮ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লাতু মিয়াকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিগত ২০০৩ সালের ১৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলার বিচারকাজ শেষে ২০২২ সালের ১৪ জুলাই জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ও মো. লাতু মিয়াসহ অভিযুক্ত তিন আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং মো. ফারুকের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন আদালত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব-৩-এর অধিনায়ক জানান, ঘটনার সময়ে সোনাগাজীতে মো. ফারুকের নেতৃত্বে তিনি এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা অপকর্ম করতেন। এ ছাড়া বিভিন্ন সময়ে নারীদের উত্ত্যক্ত করতেন তাঁরা। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৩ সালের ১৩ মে গভীর রাতে চারজন মিলে ভিকটিমকে গণধর্ষণ করে। পরে ঘটনাটি সারা দেশে আলোচিত হলে লাতু আত্মগোপনে চলে যান।
আরও জানা যায়, ঘটনার পর পর লাতু ও তাঁর সহযোগীরা একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। জামিনে বের হওয়ার পর মামলা তুলে নেওয়ার জন্য তাঁরা ভিকটিম ও ভিকটিমের মাকে ভয়ভীতি প্রদর্শন করে।

২০০৩ সালে ফেনীর সোনাগাজী উপজেলায় মাকে বেঁধে মেয়েকে গণধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওলিনবী ওরফে লাতু মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। লাতু মিয়া ১৮ বছর ধরে বিভিন্ন পেশার ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। গতকাল সোমবার (১৭ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, এলাকায় আধিপত্য বিস্তারে নানা অপকর্ম করতেন লাতু ও তাঁর সহযোগীরা। বাবা মারা যাওয়ায় ভুক্তভোগী ও তাঁর মাকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন লাতু। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাতু দলবল নিয়ে ২০০৩ সালের ১৩ মে ভিকটিমের বাড়িতে হামলা করেন। ঘরের দরজা ভেঙে মাকে অস্ত্রের মুখে বেঁধে ভিকিটিমকে গণধর্ষণ করেন তাঁরা।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ফেনী জেলার সোনাগাজীতে ২০০৩ সালে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ বছরের মেয়েকে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় ১৮ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লাতু মিয়াকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিগত ২০০৩ সালের ১৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলার বিচারকাজ শেষে ২০২২ সালের ১৪ জুলাই জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ও মো. লাতু মিয়াসহ অভিযুক্ত তিন আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং মো. ফারুকের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন আদালত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব-৩-এর অধিনায়ক জানান, ঘটনার সময়ে সোনাগাজীতে মো. ফারুকের নেতৃত্বে তিনি এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা অপকর্ম করতেন। এ ছাড়া বিভিন্ন সময়ে নারীদের উত্ত্যক্ত করতেন তাঁরা। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৩ সালের ১৩ মে গভীর রাতে চারজন মিলে ভিকটিমকে গণধর্ষণ করে। পরে ঘটনাটি সারা দেশে আলোচিত হলে লাতু আত্মগোপনে চলে যান।
আরও জানা যায়, ঘটনার পর পর লাতু ও তাঁর সহযোগীরা একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। জামিনে বের হওয়ার পর মামলা তুলে নেওয়ার জন্য তাঁরা ভিকটিম ও ভিকটিমের মাকে ভয়ভীতি প্রদর্শন করে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে