নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আজ রাত পৌনে ৪টার দিকে লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট। তবে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকলেও হতাহতের আশঙ্কা কম বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।
অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই ঘটনাস্থল ও এর আশপাশের বিভিন্ন সড়কে উৎসুক জনতার ভিড় থাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনীর। তবে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে র্যাব, পুলিশের পর বিজিবিও মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, মোহাম্মদপুর জনবহুল আবাসিক এলাকা হওয়ায় এবং কৃষি মার্কেটের আশপাশে প্রচুর বসতি থাকায় প্রচুর লোক ভিড় জমিয়েছে। ভিড় বেশি হওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে।
সার্বিক বিষয়য়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, ‘আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে পানি দেওয়া যাচ্ছে না। আমরা ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা করছি।’
কেউ আহত বা নিহত হয়েছে কি না, জানতে চাইলে ডিসি বলেন, ‘কেউ আহত বা নিহত হওয়ার ঘটনার সম্ভাবনা কম। কারণ মধ্যরাতে আগুন লাগায় মার্কেটে মানুষ থাকার সম্ভাবনা খুবই কম। আর যদিও কেউ মার্কেটে থেকে থাকে, তারা নিরাপদে বের হতে পেরেছে বলেই আশা করি। তার পরও আমরা এ বিষয় বিস্তারিত পরে জানাতে পারব।’
উৎসুক জনতার ভিড়ের বিষয়ে আজিমুল হক বলেন, ‘আবাসিক এলাকা হওয়ায় প্রচুর মানুষের ভিড় হচ্ছে। আমরা ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। মার্কেটে দুই থেকে আড়াই হাজারের বেশি দোকান আছে। তাদেরও একটা ভিড় আছে। তারা যেন মালামাল সরিয়ে নিতে পারে আমরা সেদিকে খেয়াল রাখছি। ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে।’
আরও পড়ুুন—

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আজ রাত পৌনে ৪টার দিকে লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট। তবে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকলেও হতাহতের আশঙ্কা কম বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।
অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই ঘটনাস্থল ও এর আশপাশের বিভিন্ন সড়কে উৎসুক জনতার ভিড় থাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনীর। তবে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে র্যাব, পুলিশের পর বিজিবিও মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, মোহাম্মদপুর জনবহুল আবাসিক এলাকা হওয়ায় এবং কৃষি মার্কেটের আশপাশে প্রচুর বসতি থাকায় প্রচুর লোক ভিড় জমিয়েছে। ভিড় বেশি হওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে।
সার্বিক বিষয়য়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, ‘আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে পানি দেওয়া যাচ্ছে না। আমরা ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা করছি।’
কেউ আহত বা নিহত হয়েছে কি না, জানতে চাইলে ডিসি বলেন, ‘কেউ আহত বা নিহত হওয়ার ঘটনার সম্ভাবনা কম। কারণ মধ্যরাতে আগুন লাগায় মার্কেটে মানুষ থাকার সম্ভাবনা খুবই কম। আর যদিও কেউ মার্কেটে থেকে থাকে, তারা নিরাপদে বের হতে পেরেছে বলেই আশা করি। তার পরও আমরা এ বিষয় বিস্তারিত পরে জানাতে পারব।’
উৎসুক জনতার ভিড়ের বিষয়ে আজিমুল হক বলেন, ‘আবাসিক এলাকা হওয়ায় প্রচুর মানুষের ভিড় হচ্ছে। আমরা ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। মার্কেটে দুই থেকে আড়াই হাজারের বেশি দোকান আছে। তাদেরও একটা ভিড় আছে। তারা যেন মালামাল সরিয়ে নিতে পারে আমরা সেদিকে খেয়াল রাখছি। ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে।’
আরও পড়ুুন—

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৩২ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৪৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে