নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আজ রাত পৌনে ৪টার দিকে লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট। তবে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকলেও হতাহতের আশঙ্কা কম বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।
অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই ঘটনাস্থল ও এর আশপাশের বিভিন্ন সড়কে উৎসুক জনতার ভিড় থাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনীর। তবে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে র্যাব, পুলিশের পর বিজিবিও মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, মোহাম্মদপুর জনবহুল আবাসিক এলাকা হওয়ায় এবং কৃষি মার্কেটের আশপাশে প্রচুর বসতি থাকায় প্রচুর লোক ভিড় জমিয়েছে। ভিড় বেশি হওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে।
সার্বিক বিষয়য়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, ‘আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে পানি দেওয়া যাচ্ছে না। আমরা ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা করছি।’
কেউ আহত বা নিহত হয়েছে কি না, জানতে চাইলে ডিসি বলেন, ‘কেউ আহত বা নিহত হওয়ার ঘটনার সম্ভাবনা কম। কারণ মধ্যরাতে আগুন লাগায় মার্কেটে মানুষ থাকার সম্ভাবনা খুবই কম। আর যদিও কেউ মার্কেটে থেকে থাকে, তারা নিরাপদে বের হতে পেরেছে বলেই আশা করি। তার পরও আমরা এ বিষয় বিস্তারিত পরে জানাতে পারব।’
উৎসুক জনতার ভিড়ের বিষয়ে আজিমুল হক বলেন, ‘আবাসিক এলাকা হওয়ায় প্রচুর মানুষের ভিড় হচ্ছে। আমরা ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। মার্কেটে দুই থেকে আড়াই হাজারের বেশি দোকান আছে। তাদেরও একটা ভিড় আছে। তারা যেন মালামাল সরিয়ে নিতে পারে আমরা সেদিকে খেয়াল রাখছি। ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে।’
আরও পড়ুুন—

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আজ রাত পৌনে ৪টার দিকে লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট। তবে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকলেও হতাহতের আশঙ্কা কম বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।
অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই ঘটনাস্থল ও এর আশপাশের বিভিন্ন সড়কে উৎসুক জনতার ভিড় থাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনীর। তবে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে র্যাব, পুলিশের পর বিজিবিও মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, মোহাম্মদপুর জনবহুল আবাসিক এলাকা হওয়ায় এবং কৃষি মার্কেটের আশপাশে প্রচুর বসতি থাকায় প্রচুর লোক ভিড় জমিয়েছে। ভিড় বেশি হওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে।
সার্বিক বিষয়য়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, ‘আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে পানি দেওয়া যাচ্ছে না। আমরা ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা করছি।’
কেউ আহত বা নিহত হয়েছে কি না, জানতে চাইলে ডিসি বলেন, ‘কেউ আহত বা নিহত হওয়ার ঘটনার সম্ভাবনা কম। কারণ মধ্যরাতে আগুন লাগায় মার্কেটে মানুষ থাকার সম্ভাবনা খুবই কম। আর যদিও কেউ মার্কেটে থেকে থাকে, তারা নিরাপদে বের হতে পেরেছে বলেই আশা করি। তার পরও আমরা এ বিষয় বিস্তারিত পরে জানাতে পারব।’
উৎসুক জনতার ভিড়ের বিষয়ে আজিমুল হক বলেন, ‘আবাসিক এলাকা হওয়ায় প্রচুর মানুষের ভিড় হচ্ছে। আমরা ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। মার্কেটে দুই থেকে আড়াই হাজারের বেশি দোকান আছে। তাদেরও একটা ভিড় আছে। তারা যেন মালামাল সরিয়ে নিতে পারে আমরা সেদিকে খেয়াল রাখছি। ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে।’
আরও পড়ুুন—

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১২ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৫ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৩৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে