Ajker Patrika

গাজীপুরে যুবলীগ নেতাকে গাড়ি থেকে নামিয়ে মারধর

গাজীপুরে যুবলীগ নেতাকে গাড়ি থেকে নামিয়ে মারধর

গাজীপুরের শ্রীপুরে আশরাফুল ইসলাম ওয়াসিম নামে এক যুবলীগ নেতাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর পৌর শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত আশরাফুল ইসলাম ওয়াসিম (৩৮) শ্রীপুর পৌর এলাকার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে। তিনি শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি প্রার্থী। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ওই নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পৌর শহরের পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

শ্রীপুরে যুবলীগ নেতাকে মারধর করে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে যুবলীগ নেতা প্রাইভেটকার নিয়ে শ্রীপুর বাজারে আসেন। এ সময় ১৫ / ২০ জন যুবক শ্রীপুর রেলগেটের পশ্চিম পাশে তার গাড়ির গতিরোধ করে। যুবকেরা তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।শ্রীপুরে যুবলীগ নেতাকে মারধর করে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা এ সময় হামলাকারীরা তার প্রাইভেট কারটিতে (ঢাকা মেট্রো-গ ৩৩-২৪৩৩) ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত