
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) বাড়ি শিবচরের দত্তপাড়ায় গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সফর শেষে ঢাকায় ফেরার পথে শিবচরের দত্তপাড়ায় যান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে নূর-ই-আলম চৌধুরী ও সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীনতা পদকপ্রাপ্ত মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। পরে নিক্সন চৌধুরীর বাড়িতে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের অভ্যর্থনা জানানো হয়। পরে রাত ১০টার দিক ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ ও দৃষ্টিনন্দন মসজিদ পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে রাত সাড়ে ১০টার দিক সড়কপথে পদ্মা সেতু হয়ে ঢাকায় রওনা দেন তিনি।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে সাজানো হয় এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। নির্মাণ করা হয় তোরণ। শুধু তাই নয়, শিবচরের আশপাশের এলাকা, এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী গভীর রাত পর্যন্ত অবস্থান নেন। নেতা-কর্মীদের হাতে ছিল প্লাকার্ড ও ফেস্টুন।
এ বিষয়ে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, রাষ্ট্রপতির আগমনকে ঘিরে গত কয়েক দিন ধরেই এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছিল। গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে রওনা দেন। সার্বক্ষণিক পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন করা হয়েছিল।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে