উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শিক্ষক উৎপল কুমার সরকারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুরের এলংজানীতে মাতম চলছে। তাঁকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।
উৎপল কুমার সরকার আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজি ইউনুস আলী স্কুল ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তিনি উল্লাপাড়ার এলংজানী গ্রামের বাসিন্দা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ১০ বছর ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন।
উৎপলের পরিবারের দাবি, উৎপল ওই প্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সময় উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের শাসন ও বিচার করতেন। এর জের ধরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
উৎপলের বাড়িতে গিয়ে দেখা গেছে, তাঁর মা গীতা রানীসহ স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন। কাঁদতে কাঁদতে একপর্যায়ে মূর্ছা যান মা। অকালে সন্তান হারানোর শোক কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। এ সময় উৎপল হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উৎপলের ছোট ভাইয়ের স্ত্রী মলি রানী সরকার বলেন, শিক্ষার্থীদের শাসন করায় যদি এভাবে এক একজন শিক্ষককে হত্যা করা হয়, তাহলে দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর শৃঙ্খলা থাকবে না। নষ্ট হবে শিক্ষার পরিবেশ। তিনি তাঁর ভাশুরের হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শনিবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের ফুটবল খেলা হচ্ছিল। উৎপল সরকার মাঠের এক পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির এক ছাত্র ক্রিকেটের স্টাম্প দিয়ে উৎপলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

শিক্ষক উৎপল কুমার সরকারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুরের এলংজানীতে মাতম চলছে। তাঁকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।
উৎপল কুমার সরকার আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজি ইউনুস আলী স্কুল ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তিনি উল্লাপাড়ার এলংজানী গ্রামের বাসিন্দা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ১০ বছর ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন।
উৎপলের পরিবারের দাবি, উৎপল ওই প্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সময় উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের শাসন ও বিচার করতেন। এর জের ধরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
উৎপলের বাড়িতে গিয়ে দেখা গেছে, তাঁর মা গীতা রানীসহ স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন। কাঁদতে কাঁদতে একপর্যায়ে মূর্ছা যান মা। অকালে সন্তান হারানোর শোক কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। এ সময় উৎপল হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উৎপলের ছোট ভাইয়ের স্ত্রী মলি রানী সরকার বলেন, শিক্ষার্থীদের শাসন করায় যদি এভাবে এক একজন শিক্ষককে হত্যা করা হয়, তাহলে দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর শৃঙ্খলা থাকবে না। নষ্ট হবে শিক্ষার পরিবেশ। তিনি তাঁর ভাশুরের হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শনিবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের ফুটবল খেলা হচ্ছিল। উৎপল সরকার মাঠের এক পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির এক ছাত্র ক্রিকেটের স্টাম্প দিয়ে উৎপলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে