নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণিজ আমিষের উৎপাদন, বিপণন এবং নিয়মিত দুধ, দুগ্ধজাত পণ্য ও মাংস খাওয়ার হার বাড়ানোর মাধ্যমে জনগণের পুষ্টি মান উন্নয়নে সম্মত হয়েছে সরকারের জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এসিডিআই/ভোকা।
ইউএসএআইডির অর্থায়নে এসিডিআই/ভোকা পরিচালিত ‘ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি’ প্রকল্পের আওতায় আজ সোমবার সকালে বিএনএনসি কার্যালয়ে এ সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারকে বিএনএনসির মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর ও এসিডিআইয়ের চিফ অব পার্টি অ্যান্ড কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মুহাম্মদ নূরুল আমিন সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেছেন।
সমঝোতা স্মারকে বলা হয়েছে, এই সমঝোতাটি নির্বাচিত জেলা ও উপজেলা পর্যায়ে বহু খাতভিত্তিক পুষ্টি পরিকল্পনা তৈরি, বাস্তবায়ন ও স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে পুষ্টি বার্তা প্রচার করতে সহায়ক ভূমিকা পালন করবে।
জাতীয় পুষ্টি পরিষদ জানিয়েছে, জাতীয় পুষ্টি নীতির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী ও বহু-খাতভিত্তিক পুষ্টি সমন্বয় ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ জন্য পুষ্টি সম্পর্কিত নীতিগুলোর বিশ্লেষণ, প্রণয়ন ও হালনাগাদ করার মাধ্যমে জাতীয় পুষ্টি উন্নয়নের লক্ষ্যে সমন্বয়কারীর ভূমিকা পালন করছে বিএনএনসি। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের জন্য পুষ্টি পরিকল্পনা প্রণয়নে সহায়তা এবং পুষ্টি গবেষণা কার্যক্রমের পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে এই পরিষদ।
অন্যদিকে ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি জানিয়েছে, এই কার্যক্রম বাংলাদেশের ২৩ জেলায় ১০ লাখ গবাদি প্রাণী উৎপাদনকারী পরিবারের উন্নত পুষ্টি এবং আয় বৃদ্ধি, বিপণনযোগ্যতা এবং পণ্যের ব্যবহার বাড়াবে।

প্রাণিজ আমিষের উৎপাদন, বিপণন এবং নিয়মিত দুধ, দুগ্ধজাত পণ্য ও মাংস খাওয়ার হার বাড়ানোর মাধ্যমে জনগণের পুষ্টি মান উন্নয়নে সম্মত হয়েছে সরকারের জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এসিডিআই/ভোকা।
ইউএসএআইডির অর্থায়নে এসিডিআই/ভোকা পরিচালিত ‘ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি’ প্রকল্পের আওতায় আজ সোমবার সকালে বিএনএনসি কার্যালয়ে এ সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারকে বিএনএনসির মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর ও এসিডিআইয়ের চিফ অব পার্টি অ্যান্ড কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মুহাম্মদ নূরুল আমিন সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেছেন।
সমঝোতা স্মারকে বলা হয়েছে, এই সমঝোতাটি নির্বাচিত জেলা ও উপজেলা পর্যায়ে বহু খাতভিত্তিক পুষ্টি পরিকল্পনা তৈরি, বাস্তবায়ন ও স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে পুষ্টি বার্তা প্রচার করতে সহায়ক ভূমিকা পালন করবে।
জাতীয় পুষ্টি পরিষদ জানিয়েছে, জাতীয় পুষ্টি নীতির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী ও বহু-খাতভিত্তিক পুষ্টি সমন্বয় ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ জন্য পুষ্টি সম্পর্কিত নীতিগুলোর বিশ্লেষণ, প্রণয়ন ও হালনাগাদ করার মাধ্যমে জাতীয় পুষ্টি উন্নয়নের লক্ষ্যে সমন্বয়কারীর ভূমিকা পালন করছে বিএনএনসি। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের জন্য পুষ্টি পরিকল্পনা প্রণয়নে সহায়তা এবং পুষ্টি গবেষণা কার্যক্রমের পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে এই পরিষদ।
অন্যদিকে ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি জানিয়েছে, এই কার্যক্রম বাংলাদেশের ২৩ জেলায় ১০ লাখ গবাদি প্রাণী উৎপাদনকারী পরিবারের উন্নত পুষ্টি এবং আয় বৃদ্ধি, বিপণনযোগ্যতা এবং পণ্যের ব্যবহার বাড়াবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে