নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অনুষ্ঠান করায় সৌদি আরবের কারাগারে আটক আট বাংলাদেশি প্রবাসীর মুক্তির দাবি জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা চেয়েছেন।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে ‘ভুক্তভোগী পরিবারবর্গ’–এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী একজনের পরিবারের সদস্য মো. নুরুল কবির লিখিত বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়। বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরও অকুণ্ঠ সমর্থন ছিল। তারই ধারাবাহিকতায় সরকারের পতনের পর দেশ এবং দেশের বাইরে সব বাংলাদেশি বিজয় উল্লাসে মেতে ওঠেন। ঠিক তেমনিভাবে সৌদি আরবের মাহাইল, আবাহাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে গত ১৬ আগস্ট প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক আট বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় মাহাইল থানা–পুলিশ। ওই আটজন গত ২৩ দিন ধরে সৌদি আরবের কারাগারে বন্দী।
সৌদি পুলিশের হাতে আটক হওয়া প্রবাসী বাংলাদেশিরা হচ্ছেন—চট্টগ্রামের বাঁশখালী থানার মোহাম্মদ জয়নাল আবেদীন, হাফেজ রহমতুল্লাহ, মো. খলিলুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রামের সাতকানিয়া থানার সেলিম উল ইসলাম, মাওলানা ইউসুফ ও বান্দরবান থানার মো. আশরাফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃতদের অধিকাংশই সৌদি আরবের মাহাইল, আবাহাতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আটকদের মধ্যে জয়নাল আবেদীনের পাঁচটি চেইন শপ, সেলিম উল ইসলামের পেট্রলপাম্প, সুপার শপ এবং অন্যদের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি রয়েছে যেখানে প্রায় তিন শতাধিক বাংলাদেশি চাকরিরত রয়েছে।
আটককৃতদের দেশে ফেরত পাঠানো হলে আট পরিবারসহ তাঁদের ওপর নির্ভরশীল তিন শতাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে। সেই সঙ্গে দেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অনুষ্ঠান করায় সৌদি আরবের কারাগারে আটক আট বাংলাদেশি প্রবাসীর মুক্তির দাবি জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা চেয়েছেন।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে ‘ভুক্তভোগী পরিবারবর্গ’–এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী একজনের পরিবারের সদস্য মো. নুরুল কবির লিখিত বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়। বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরও অকুণ্ঠ সমর্থন ছিল। তারই ধারাবাহিকতায় সরকারের পতনের পর দেশ এবং দেশের বাইরে সব বাংলাদেশি বিজয় উল্লাসে মেতে ওঠেন। ঠিক তেমনিভাবে সৌদি আরবের মাহাইল, আবাহাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে গত ১৬ আগস্ট প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক আট বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় মাহাইল থানা–পুলিশ। ওই আটজন গত ২৩ দিন ধরে সৌদি আরবের কারাগারে বন্দী।
সৌদি পুলিশের হাতে আটক হওয়া প্রবাসী বাংলাদেশিরা হচ্ছেন—চট্টগ্রামের বাঁশখালী থানার মোহাম্মদ জয়নাল আবেদীন, হাফেজ রহমতুল্লাহ, মো. খলিলুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রামের সাতকানিয়া থানার সেলিম উল ইসলাম, মাওলানা ইউসুফ ও বান্দরবান থানার মো. আশরাফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃতদের অধিকাংশই সৌদি আরবের মাহাইল, আবাহাতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আটকদের মধ্যে জয়নাল আবেদীনের পাঁচটি চেইন শপ, সেলিম উল ইসলামের পেট্রলপাম্প, সুপার শপ এবং অন্যদের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি রয়েছে যেখানে প্রায় তিন শতাধিক বাংলাদেশি চাকরিরত রয়েছে।
আটককৃতদের দেশে ফেরত পাঠানো হলে আট পরিবারসহ তাঁদের ওপর নির্ভরশীল তিন শতাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে। সেই সঙ্গে দেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৬ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে