নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অনুষ্ঠান করায় সৌদি আরবের কারাগারে আটক আট বাংলাদেশি প্রবাসীর মুক্তির দাবি জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা চেয়েছেন।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে ‘ভুক্তভোগী পরিবারবর্গ’–এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী একজনের পরিবারের সদস্য মো. নুরুল কবির লিখিত বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়। বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরও অকুণ্ঠ সমর্থন ছিল। তারই ধারাবাহিকতায় সরকারের পতনের পর দেশ এবং দেশের বাইরে সব বাংলাদেশি বিজয় উল্লাসে মেতে ওঠেন। ঠিক তেমনিভাবে সৌদি আরবের মাহাইল, আবাহাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে গত ১৬ আগস্ট প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক আট বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় মাহাইল থানা–পুলিশ। ওই আটজন গত ২৩ দিন ধরে সৌদি আরবের কারাগারে বন্দী।
সৌদি পুলিশের হাতে আটক হওয়া প্রবাসী বাংলাদেশিরা হচ্ছেন—চট্টগ্রামের বাঁশখালী থানার মোহাম্মদ জয়নাল আবেদীন, হাফেজ রহমতুল্লাহ, মো. খলিলুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রামের সাতকানিয়া থানার সেলিম উল ইসলাম, মাওলানা ইউসুফ ও বান্দরবান থানার মো. আশরাফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃতদের অধিকাংশই সৌদি আরবের মাহাইল, আবাহাতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আটকদের মধ্যে জয়নাল আবেদীনের পাঁচটি চেইন শপ, সেলিম উল ইসলামের পেট্রলপাম্প, সুপার শপ এবং অন্যদের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি রয়েছে যেখানে প্রায় তিন শতাধিক বাংলাদেশি চাকরিরত রয়েছে।
আটককৃতদের দেশে ফেরত পাঠানো হলে আট পরিবারসহ তাঁদের ওপর নির্ভরশীল তিন শতাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে। সেই সঙ্গে দেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অনুষ্ঠান করায় সৌদি আরবের কারাগারে আটক আট বাংলাদেশি প্রবাসীর মুক্তির দাবি জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা চেয়েছেন।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে ‘ভুক্তভোগী পরিবারবর্গ’–এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী একজনের পরিবারের সদস্য মো. নুরুল কবির লিখিত বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়। বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরও অকুণ্ঠ সমর্থন ছিল। তারই ধারাবাহিকতায় সরকারের পতনের পর দেশ এবং দেশের বাইরে সব বাংলাদেশি বিজয় উল্লাসে মেতে ওঠেন। ঠিক তেমনিভাবে সৌদি আরবের মাহাইল, আবাহাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে গত ১৬ আগস্ট প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক আট বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় মাহাইল থানা–পুলিশ। ওই আটজন গত ২৩ দিন ধরে সৌদি আরবের কারাগারে বন্দী।
সৌদি পুলিশের হাতে আটক হওয়া প্রবাসী বাংলাদেশিরা হচ্ছেন—চট্টগ্রামের বাঁশখালী থানার মোহাম্মদ জয়নাল আবেদীন, হাফেজ রহমতুল্লাহ, মো. খলিলুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রামের সাতকানিয়া থানার সেলিম উল ইসলাম, মাওলানা ইউসুফ ও বান্দরবান থানার মো. আশরাফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃতদের অধিকাংশই সৌদি আরবের মাহাইল, আবাহাতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আটকদের মধ্যে জয়নাল আবেদীনের পাঁচটি চেইন শপ, সেলিম উল ইসলামের পেট্রলপাম্প, সুপার শপ এবং অন্যদের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি রয়েছে যেখানে প্রায় তিন শতাধিক বাংলাদেশি চাকরিরত রয়েছে।
আটককৃতদের দেশে ফেরত পাঠানো হলে আট পরিবারসহ তাঁদের ওপর নির্ভরশীল তিন শতাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে। সেই সঙ্গে দেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
২৯ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে