কুষ্টিয়া প্রতিনিধি

শ্রমিকদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে আজ রোববার তৃতীয় দিনের মতো কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে চলছে বাস ধর্মঘট। ঝিনাইদহের কালীগঞ্জে বাসের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে গত শুক্রবার থেকে এ ধর্মঘট শুরু হয়।
সমস্যা সমাধানে বাসের মালিক-শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক করার এক দিন পেরিয়ে গেলেও কোনো সমাধান হয়নি। আজকের মধ্যে দাবি না মানলে আগামীকাল সোমবার থেকে জেলা থেকে সব ধরনের যান চলাচল বন্ধের আলটিমেটাম দিয়েছে কুষ্টিয়া মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এদিকে তিন দিন ধরে চলমান এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে এই রুটে চলাচলকারী মানুষ। ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছে কর্মমুখী লোকেরা। এতে সময়ের সঙ্গে খরচ হচ্ছে অতিরিক্ত অর্থ। এমন অবস্থায় দ্রুত সমস্যার সমাধান চান তাঁরা।
এদিকে কুষ্টিয়ার পাঁচটি সংগঠনের নেতৃত্বে গঠিত মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলছেন, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার এক দিন পার হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। তাঁরা গাড়ি চালাতে চান, কিন্তু ঝিনাইদহের আগ্রাসনের কারণে পারছেন না। তাঁরা দাবি জানিয়েছেন, এগুলো না মানলে আগামীকাল থেকে এই জেলা থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘গাড়ি চালানো জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। চাই না মানুষ ভোগান্তিতে থাকুক। কিন্তু আমাদের ঝিনাইদহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা গাড়ি বন্ধ রাখতে বাধ্য করেছেন। গতকাল জেলা প্রশাসকের কাছে আমাদের দাবির কথা বলেছি। দাবি মানলেই গাড়ি চালাব।’
আফজাল হোসেন বলেন, ‘দাবি না মানলে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভা ডেকে আগামীকাল জেলা থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।’
জেলা প্রশাসক সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে যাতে মানুষের কোনো ভোগান্তি না হয়, সে জন্য দ্রুত সমস্যা সমাধানে ঝিনাইদহ ও কুষ্টিয়ার মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
বাসের অতিরিক্ত টিপ চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে কুষ্টিয়ার মালিক-শ্রমিক ইউনিয়নের বিরোধ তৈরি হয়। এর জেরে গত বৃহস্পতিবার কালীগঞ্জ বাসস্ট্যান্ডে কুষ্টিয়ার বাসশ্রমিকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়ার মালিক ও শ্রমিকদের পাঁচটি সংগঠন।

শ্রমিকদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে আজ রোববার তৃতীয় দিনের মতো কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে চলছে বাস ধর্মঘট। ঝিনাইদহের কালীগঞ্জে বাসের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে গত শুক্রবার থেকে এ ধর্মঘট শুরু হয়।
সমস্যা সমাধানে বাসের মালিক-শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক করার এক দিন পেরিয়ে গেলেও কোনো সমাধান হয়নি। আজকের মধ্যে দাবি না মানলে আগামীকাল সোমবার থেকে জেলা থেকে সব ধরনের যান চলাচল বন্ধের আলটিমেটাম দিয়েছে কুষ্টিয়া মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এদিকে তিন দিন ধরে চলমান এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে এই রুটে চলাচলকারী মানুষ। ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছে কর্মমুখী লোকেরা। এতে সময়ের সঙ্গে খরচ হচ্ছে অতিরিক্ত অর্থ। এমন অবস্থায় দ্রুত সমস্যার সমাধান চান তাঁরা।
এদিকে কুষ্টিয়ার পাঁচটি সংগঠনের নেতৃত্বে গঠিত মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলছেন, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার এক দিন পার হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। তাঁরা গাড়ি চালাতে চান, কিন্তু ঝিনাইদহের আগ্রাসনের কারণে পারছেন না। তাঁরা দাবি জানিয়েছেন, এগুলো না মানলে আগামীকাল থেকে এই জেলা থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘গাড়ি চালানো জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। চাই না মানুষ ভোগান্তিতে থাকুক। কিন্তু আমাদের ঝিনাইদহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা গাড়ি বন্ধ রাখতে বাধ্য করেছেন। গতকাল জেলা প্রশাসকের কাছে আমাদের দাবির কথা বলেছি। দাবি মানলেই গাড়ি চালাব।’
আফজাল হোসেন বলেন, ‘দাবি না মানলে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভা ডেকে আগামীকাল জেলা থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।’
জেলা প্রশাসক সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে যাতে মানুষের কোনো ভোগান্তি না হয়, সে জন্য দ্রুত সমস্যা সমাধানে ঝিনাইদহ ও কুষ্টিয়ার মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
বাসের অতিরিক্ত টিপ চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে কুষ্টিয়ার মালিক-শ্রমিক ইউনিয়নের বিরোধ তৈরি হয়। এর জেরে গত বৃহস্পতিবার কালীগঞ্জ বাসস্ট্যান্ডে কুষ্টিয়ার বাসশ্রমিকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়ার মালিক ও শ্রমিকদের পাঁচটি সংগঠন।

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোছাব্বির হত্যাকাণ্ড ব্যবসাকে কেন্দ্র করে হতে পারে বলে মনে করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক তদন্ত চালিয়ে তারা জানতে পেরেছে, মোছাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার ও কারওয়ান বাজারে ব্যবসা থাকা আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তবে রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁদের
১১ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগে
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ডেলটা জেনারেল হাসপাতালে নিপা ঘোষ (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত নিপার স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।
২১ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অনিক (২০) ও তাঁর মায়ের বিরুদ্ধে বাউফল থানায় মামলা হয়েছে। ধর্ষণে সহযোগিতার অভিযোগে অনিকের মা নুরজাহান বেগমকে আজ রোববার (১১ জানুয়ারি) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
২৩ মিনিট আগে