নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলার আসামি মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদারসহ ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আগামী ২৯ এপ্রিল আদেশ দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইন এই তারিখ ধার্য করেন।
আজ অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। ২০ আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে ১৯ আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়।
পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করে শুনানি করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক উদ্দিন বলেন, প্রত্যেক আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে অংশগ্রহণ এবং হত্যার পরিকল্পনার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সাক্ষীগণ তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হবেন। কাজেই প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবীরা বলেন, আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ নেই। কাজেই তাদেরকে অব্যাহতি দেওয়া হোক।
শুনানি শেষে আদালত অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন। একইসঙ্গে জামিন আবেদনের ওপরও ২৯ এপ্রিল শুনানির তারিখ ধার্য করেন।
আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইন এই তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত বছর ৫ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে।
চার্জশিটভুক্ত ২৪ জন বিভিন্ন সময়ে গ্রেপ্তার হন। পরে একজন আদালতে আত্মসমর্পণ করেন। তাদের মধ্য আসামি রাকিব ও মোরশেদুল জামিনে আছেন। অন্যরা কারাগারে আছেন।
২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সাতজন পলাতক রয়েছেন।

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলার আসামি মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদারসহ ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আগামী ২৯ এপ্রিল আদেশ দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইন এই তারিখ ধার্য করেন।
আজ অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। ২০ আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে ১৯ আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়।
পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করে শুনানি করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক উদ্দিন বলেন, প্রত্যেক আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে অংশগ্রহণ এবং হত্যার পরিকল্পনার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সাক্ষীগণ তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হবেন। কাজেই প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবীরা বলেন, আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ নেই। কাজেই তাদেরকে অব্যাহতি দেওয়া হোক।
শুনানি শেষে আদালত অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন। একইসঙ্গে জামিন আবেদনের ওপরও ২৯ এপ্রিল শুনানির তারিখ ধার্য করেন।
আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইন এই তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত বছর ৫ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে।
চার্জশিটভুক্ত ২৪ জন বিভিন্ন সময়ে গ্রেপ্তার হন। পরে একজন আদালতে আত্মসমর্পণ করেন। তাদের মধ্য আসামি রাকিব ও মোরশেদুল জামিনে আছেন। অন্যরা কারাগারে আছেন।
২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সাতজন পলাতক রয়েছেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে সড়কে অতিরিক্ত ওজনের বালু বহন, গাড়ি ফিটনেসবিহীন, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৬ মিনিট আগে
পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
২০ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৯ মিনিট আগে