কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি নেতা এস এম ইমদাদুল হককে (৬০) পিটিয়ে হত্যার ঘটনায় তিন দিন পর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন।
নিহত এস এম ইমদাদুল হক আকলু মুক্তারপুরের রামচন্দ্রপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
ওসি বলেন, ‘গত শুক্রবার মুক্তারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি এস এম ইমদাদুল হককে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। যেহেতু লিখিত অভিযোগ পেয়েছি; এখন আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
নিহতের স্ত্রী বলেন, ‘আমার স্বামী কোনো অন্যায় কাজে জড়িত ছিল না। বাড়ি থেকে ভালো মানুষ বের হয়ে গেছে, কিন্তু ফিরল লাশ হয়ে। তিনি হৃদ্রোগের জটিলতায় ভুগছিলেন। তাঁর হৃদ্যন্ত্রে রিং পরানো ছিল। এমন অসুস্থ মানুষকে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ পিটিয়ে হত্যা করতে পারে না। আমি এর দৃশ্যমান বিচার চাই।’
উল্লেখ্য, গত শুক্রবার সকালে ইমদাদুল হক সকালে চা খাওয়ার উদ্দেশে নাসু মার্কেট এলাকায় যান। তিনি পৌঁছার সঙ্গে সঙ্গেই কয়েকজন দলবল নিয়ে এসে অতর্কিত হামলা করে। ওই হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন বলেন, ‘হত্যাকারী যত শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা সকল অন্যায়–অবিচারের বিপক্ষে আগে যেমন ছিলাম এখনো তেমনি আছি। এ হত্যার যথোপযুক্ত বিচার চাই।’

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি নেতা এস এম ইমদাদুল হককে (৬০) পিটিয়ে হত্যার ঘটনায় তিন দিন পর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন।
নিহত এস এম ইমদাদুল হক আকলু মুক্তারপুরের রামচন্দ্রপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
ওসি বলেন, ‘গত শুক্রবার মুক্তারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি এস এম ইমদাদুল হককে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। যেহেতু লিখিত অভিযোগ পেয়েছি; এখন আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
নিহতের স্ত্রী বলেন, ‘আমার স্বামী কোনো অন্যায় কাজে জড়িত ছিল না। বাড়ি থেকে ভালো মানুষ বের হয়ে গেছে, কিন্তু ফিরল লাশ হয়ে। তিনি হৃদ্রোগের জটিলতায় ভুগছিলেন। তাঁর হৃদ্যন্ত্রে রিং পরানো ছিল। এমন অসুস্থ মানুষকে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ পিটিয়ে হত্যা করতে পারে না। আমি এর দৃশ্যমান বিচার চাই।’
উল্লেখ্য, গত শুক্রবার সকালে ইমদাদুল হক সকালে চা খাওয়ার উদ্দেশে নাসু মার্কেট এলাকায় যান। তিনি পৌঁছার সঙ্গে সঙ্গেই কয়েকজন দলবল নিয়ে এসে অতর্কিত হামলা করে। ওই হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন বলেন, ‘হত্যাকারী যত শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা সকল অন্যায়–অবিচারের বিপক্ষে আগে যেমন ছিলাম এখনো তেমনি আছি। এ হত্যার যথোপযুক্ত বিচার চাই।’

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
২১ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২৪ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩২ মিনিট আগে