Ajker Patrika

ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বিক্ষোভ হয়। ছবি: আজকের পত্রিকা
ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বিক্ষোভ হয়। ছবি: আজকের পত্রিকা

ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

এ সময় বিক্ষোভকারীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ’, ‘ইরানে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘শিয়া-সুন্নি ভাই ভাই, ঐক্য ছাড়া মুক্তি নাই’ স্লোগান দিতে দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কলাভবন, উপাচার্য চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী ১৩ জুন রাতের অন্ধকারে বিশ্ব মানবতাকে উপেক্ষা করে, জাতিসংঘের সব আইনকে অমান্য করে হামলা চালিয়ে ইরানের সেনাপ্রধান, ছয় পরমাণু বিজ্ঞানীসহ মোট ২৬ জনকে নির্মমভাবে হত্যা করে।

ইরানে হত্যাযজ্ঞ চালানো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘খ্যাপা কুকুর’ অভিহিত করে বক্তারা বলেন, ‘এই খ্যাপা কুকুরকে প্রশ্ন করার মতো কেউ পৃথিবীতে আজ নেই। এই কুকুর ফিলিস্তিনের গাজায় সাধারণ জনগণকে হত্যা করছে। ফিলিস্তিনি নারী-শিশুদের ওপর হামলা চলমান রেখে সে তার রক্তাক্ত হাত বাড়িয়ে দিয়েছে ইরানের দিকে। পরদিনই এর সমুচিত জবাব দিয়েছে ইরান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মার্কিন যুদ্ধজাহাজে বন্দী মাদুরোর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প

ভারত থেকে ম্যাচ সরানো ও আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ আসিফ নজরুলের

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলায় আগ্রাসনে ১৫০টির বেশি মার্কিন যুদ্ধবিমান অংশ নেয়

অস্বাভাবিক দাম বৃদ্ধি: এলপিজির দামে নৈরাজ্য, অজুহাত আমদানি সংকট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত