নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে

নিম্নবিত্ত ও বয়স্ক মানুষের জন্য গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোট প্রদানে একধরনের সমস্যা তৈরি করছে। ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, তা না জানার কারণে অনেকেই উল্টোপাল্টা ইভিএম বাটনে চাপ দিচ্ছেন। এতে নষ্ট হচ্ছে ইভিএম, সময়ক্ষেপণ হচ্ছে ভোট গ্রহণে। আজ বৃহস্পতিবার টঙ্গীর মরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে এমন অভিযোগ পাওয়া গেছে।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মসউদ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, তাঁর কেন্দ্রে ৮টি বুথ রয়েছে। আর ইভিএম রয়েছে ১২টি। সকালে ভোট গ্রহণ শুরুর পর একটি ইভিএম নষ্ট হয়েছিল। তবে সেটি ঠিক করা হয়েছে। সকাল ১০টার দিকে এই কেন্দ্র ঘুরে দেখার সময় আরেকটি ইভিএম নষ্ট পাওয়া যায়। সেটিও টেকনিক্যাল কর্মীরা ঠিক করেছিলেন।
প্রিসাইডিং অফিসার বলেন, ‘বয়স্ক মানুষেরা অনেকে না বুঝে ইভিএমে উল্টাপাল্টা চাপ দিচ্ছেন। যার ফলে সেটি নষ্ট হয়ে যাচ্ছে। এতে ভোটগ্রহণ সাময়িক বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে আমাদের যাঁরা টেকনিক্যাল কর্মী আছেন, সেটি তাঁরা আবার ঠিক করছেন।’
এই কর্মকর্তা জানান, ইভিএমে যাঁর ভোট তিনি সম্পূর্ণরূপে শেষ না করা পর্যন্ত পরবর্তী ভোট নেওয়া যাচ্ছে না। সে কারণে সমস্যা আরও বেশি হয়। সকালের ইভিএম যেটি নষ্ট হয়েছিল, সেটি একজন বয়স্ক নারী ভোটারের জন্য হয়েছিল। এখনো যেটি সমস্যা করছে, সেটি এমন একজন বয়স্ক ভোটারের জন্য।
কথোপকথনের একপর্যায়ে গিয়াসউদ্দিন নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি ভোট দিতে আসেন। গিয়াসউদ্দিনের কাছে ইভিএম ছিল একদমই নতুন। কেন্দ্রে সিসি ক্যামেরা ও নির্দেশনা থাকায় নির্বাচন সহকারী কর্মকর্তা পোলিং বুথে ঢুকতে পারবেন না। তাই গিয়াসউদ্দিনের ভোট দিতে কমপক্ষে ১০ মিনিট সময় লেগেছে। বাইরে থেকে ওই কর্মকর্তা বিভিন্ন নির্দেশনা দিলেও সেটি গিয়াসউদ্দিন ঠিকঠাকভাবে বুঝতে পারছিলেন না। একপর্যায়ে ভোটদান শেষ করতে পারেন তিনি।
ভোট দিয়ে বাইরে এসে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তিন বাটনে চাপ মারছি। হইলে হইব।’ তবে সেটি পছন্দের প্রার্থীর কিনা, তিনি এখনো সে বিষয়ে নিশ্চিত নন।
প্রিসাইডিং কর্মকর্তা জানান, তাঁর কেন্দ্রে ২ হাজার ৬৯০ জন ভোটার রয়েছে। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২০০।

নিম্নবিত্ত ও বয়স্ক মানুষের জন্য গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোট প্রদানে একধরনের সমস্যা তৈরি করছে। ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, তা না জানার কারণে অনেকেই উল্টোপাল্টা ইভিএম বাটনে চাপ দিচ্ছেন। এতে নষ্ট হচ্ছে ইভিএম, সময়ক্ষেপণ হচ্ছে ভোট গ্রহণে। আজ বৃহস্পতিবার টঙ্গীর মরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে এমন অভিযোগ পাওয়া গেছে।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মসউদ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, তাঁর কেন্দ্রে ৮টি বুথ রয়েছে। আর ইভিএম রয়েছে ১২টি। সকালে ভোট গ্রহণ শুরুর পর একটি ইভিএম নষ্ট হয়েছিল। তবে সেটি ঠিক করা হয়েছে। সকাল ১০টার দিকে এই কেন্দ্র ঘুরে দেখার সময় আরেকটি ইভিএম নষ্ট পাওয়া যায়। সেটিও টেকনিক্যাল কর্মীরা ঠিক করেছিলেন।
প্রিসাইডিং অফিসার বলেন, ‘বয়স্ক মানুষেরা অনেকে না বুঝে ইভিএমে উল্টাপাল্টা চাপ দিচ্ছেন। যার ফলে সেটি নষ্ট হয়ে যাচ্ছে। এতে ভোটগ্রহণ সাময়িক বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে আমাদের যাঁরা টেকনিক্যাল কর্মী আছেন, সেটি তাঁরা আবার ঠিক করছেন।’
এই কর্মকর্তা জানান, ইভিএমে যাঁর ভোট তিনি সম্পূর্ণরূপে শেষ না করা পর্যন্ত পরবর্তী ভোট নেওয়া যাচ্ছে না। সে কারণে সমস্যা আরও বেশি হয়। সকালের ইভিএম যেটি নষ্ট হয়েছিল, সেটি একজন বয়স্ক নারী ভোটারের জন্য হয়েছিল। এখনো যেটি সমস্যা করছে, সেটি এমন একজন বয়স্ক ভোটারের জন্য।
কথোপকথনের একপর্যায়ে গিয়াসউদ্দিন নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি ভোট দিতে আসেন। গিয়াসউদ্দিনের কাছে ইভিএম ছিল একদমই নতুন। কেন্দ্রে সিসি ক্যামেরা ও নির্দেশনা থাকায় নির্বাচন সহকারী কর্মকর্তা পোলিং বুথে ঢুকতে পারবেন না। তাই গিয়াসউদ্দিনের ভোট দিতে কমপক্ষে ১০ মিনিট সময় লেগেছে। বাইরে থেকে ওই কর্মকর্তা বিভিন্ন নির্দেশনা দিলেও সেটি গিয়াসউদ্দিন ঠিকঠাকভাবে বুঝতে পারছিলেন না। একপর্যায়ে ভোটদান শেষ করতে পারেন তিনি।
ভোট দিয়ে বাইরে এসে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তিন বাটনে চাপ মারছি। হইলে হইব।’ তবে সেটি পছন্দের প্রার্থীর কিনা, তিনি এখনো সে বিষয়ে নিশ্চিত নন।
প্রিসাইডিং কর্মকর্তা জানান, তাঁর কেন্দ্রে ২ হাজার ৬৯০ জন ভোটার রয়েছে। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২০০।

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২৭ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে