নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোহরাওয়ার্দী উদ্যানে আজকের জনসমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করতে পারবে না বিএনপি। এই শর্তসহ মোট ২৬টি শর্তে আজ দলটিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গণমাধ্যম শাখা।
এর আগে ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। আজ সোমবার ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে এমন মৌখিক একটি বার্তা আমার কাছে এসেছে। তবে লিখিত কাগজ এখনো হাতে পাইনি।’
আগে ২৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছিল ডিএমপি। এবার নতুন তিনটি শর্ত হলো সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না; আদালতের দিকে মাইক ঘুরিয়ে দেওয়া যাবে না; আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে গত শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ সারা দেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। প্রথমে সমাবেশটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার কথা ছিল। তবে পরবর্তী সময় ভেন্যু পরিবর্তন করে দলটি।
গত শুক্রবার নয়াপল্টনে সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রেকর্ডেড ভাষণ প্রচার করেছিল বিএনপি। তারেক রহমান আদালতের রায়ে দণ্ডিত আসামি। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।

সোহরাওয়ার্দী উদ্যানে আজকের জনসমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করতে পারবে না বিএনপি। এই শর্তসহ মোট ২৬টি শর্তে আজ দলটিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গণমাধ্যম শাখা।
এর আগে ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। আজ সোমবার ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে এমন মৌখিক একটি বার্তা আমার কাছে এসেছে। তবে লিখিত কাগজ এখনো হাতে পাইনি।’
আগে ২৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছিল ডিএমপি। এবার নতুন তিনটি শর্ত হলো সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না; আদালতের দিকে মাইক ঘুরিয়ে দেওয়া যাবে না; আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে গত শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ সারা দেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। প্রথমে সমাবেশটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার কথা ছিল। তবে পরবর্তী সময় ভেন্যু পরিবর্তন করে দলটি।
গত শুক্রবার নয়াপল্টনে সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রেকর্ডেড ভাষণ প্রচার করেছিল বিএনপি। তারেক রহমান আদালতের রায়ে দণ্ডিত আসামি। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।

নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক মৃত্যু ১৬ মাস বয়সী শিশু হোসাইনের। সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাঝেরচর গ্রামের সুমন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে বাসে করে কুমিল্লার দেবিদ্বারে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুটি। কিন্তু পথেই থেমে গেল তার ছোট্ট জীবনের গল্প।
২২ মিনিট আগে
জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
১ ঘণ্টা আগে