মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট-কালীবাড়ী ফিডার সড়কের গোয়ালবাথান এলাকার ৩০০ মিটার পাকা রাস্তা কুমার নদে বিলীন হয়ে গেছে। ফলে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের হাজার হাজার মানুষের জেলা ও উপজেলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে সড়কটি বিলীন হয়ে যায়।
জানা যায়, কুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় এ বছরের ৫ সেপ্টেম্বর (রোববার) রাতে পাকা রাস্তাটির অর্ধেক ভেঙে যায়। তবে এর পরেও ছোট ছোট যানবাহন বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান ঝুঁকি নিয়ে কোনো রকমে আসা-যাওয়া করতে পারত। পরে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সেখানে জিও ব্যাগ ফেলে রাস্তাটি রক্ষার চেষ্টা করা হয়েছিল। তবে কুমার নদের পানি কমতে শুরু করায় জিও ব্যাগগুলো ভেসে যায়। ফলে আবার ভাঙন শুরু হয়।
গতকাল সোমবার সকালে রাস্তাটির বাকি অংশ নদে বিলীন হওয়া শুরু হয় এবং সন্ধ্যার মধ্যে পুরোটাই ভেঙে যায়। ফলে এই সড়ক দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের মানুষকে কবিরাজপুর ও হোসেনপুর ঘুরে যাওয়া-আসা করতে হবে।
এলাকাবাসীর মধ্যে নারায়ণ হালদার, ফেরদাউস, মিরুল, শহর আলীসহ অনেকেই জানান, কুমার নদ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখনই এটা রোধ না করা হলে বিদ্যানন্দী মাঠের সব ফসলি জমি নদের পানিতে ডুবে যাবে। এতে অনেক ক্ষতি হয়ে যাবে। ভাঙনের শুরু থেকে যদি আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে অন্তত রাস্তাটি রক্ষা করা যেত। কিন্তু এখন লাখ লাখ টাকা গেলেও রাস্তা রক্ষা হলো না।
এ ব্যাপারে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম জানান, ‘উপরস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার আগেই কুমার নদ সব গ্রাস করে নিল। এখন আমাদের এলাকার মানুষের বেশি অর্থ ব্যয় করে অনেকটা পথ ঘুরে জেলা ও উপজেলার সঙ্গে যোগাযোগ করতে হবে।
এ ব্যাপারে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, ‘সেপ্টেম্বর মাসে নদের ভাঙনে রাস্তাটির অর্ধেক বিলীন হয়ে গিয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করেছিলাম। এ ছাড়া মাদারীপুরে নদ-নদীর ভাঙন রোধে বড় প্রকল্প পাঠানো হয়েছে। অনুমোদন হলে স্থায়ীভাবে নদীশাসনের কাজ করে রাস্তা নির্মাণ করতে হবে।’

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট-কালীবাড়ী ফিডার সড়কের গোয়ালবাথান এলাকার ৩০০ মিটার পাকা রাস্তা কুমার নদে বিলীন হয়ে গেছে। ফলে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের হাজার হাজার মানুষের জেলা ও উপজেলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে সড়কটি বিলীন হয়ে যায়।
জানা যায়, কুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় এ বছরের ৫ সেপ্টেম্বর (রোববার) রাতে পাকা রাস্তাটির অর্ধেক ভেঙে যায়। তবে এর পরেও ছোট ছোট যানবাহন বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান ঝুঁকি নিয়ে কোনো রকমে আসা-যাওয়া করতে পারত। পরে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সেখানে জিও ব্যাগ ফেলে রাস্তাটি রক্ষার চেষ্টা করা হয়েছিল। তবে কুমার নদের পানি কমতে শুরু করায় জিও ব্যাগগুলো ভেসে যায়। ফলে আবার ভাঙন শুরু হয়।
গতকাল সোমবার সকালে রাস্তাটির বাকি অংশ নদে বিলীন হওয়া শুরু হয় এবং সন্ধ্যার মধ্যে পুরোটাই ভেঙে যায়। ফলে এই সড়ক দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের মানুষকে কবিরাজপুর ও হোসেনপুর ঘুরে যাওয়া-আসা করতে হবে।
এলাকাবাসীর মধ্যে নারায়ণ হালদার, ফেরদাউস, মিরুল, শহর আলীসহ অনেকেই জানান, কুমার নদ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখনই এটা রোধ না করা হলে বিদ্যানন্দী মাঠের সব ফসলি জমি নদের পানিতে ডুবে যাবে। এতে অনেক ক্ষতি হয়ে যাবে। ভাঙনের শুরু থেকে যদি আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে অন্তত রাস্তাটি রক্ষা করা যেত। কিন্তু এখন লাখ লাখ টাকা গেলেও রাস্তা রক্ষা হলো না।
এ ব্যাপারে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম জানান, ‘উপরস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার আগেই কুমার নদ সব গ্রাস করে নিল। এখন আমাদের এলাকার মানুষের বেশি অর্থ ব্যয় করে অনেকটা পথ ঘুরে জেলা ও উপজেলার সঙ্গে যোগাযোগ করতে হবে।
এ ব্যাপারে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, ‘সেপ্টেম্বর মাসে নদের ভাঙনে রাস্তাটির অর্ধেক বিলীন হয়ে গিয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করেছিলাম। এ ছাড়া মাদারীপুরে নদ-নদীর ভাঙন রোধে বড় প্রকল্প পাঠানো হয়েছে। অনুমোদন হলে স্থায়ীভাবে নদীশাসনের কাজ করে রাস্তা নির্মাণ করতে হবে।’

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৮ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২৮ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩৫ মিনিট আগে