Ajker Patrika

শ্রীপুরে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৫: ০৪
শ্রীপুরে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সংযোগ সড়কের টেংরা রাস্তার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল জলিল হোসেন (৪৩) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানি গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম হোসেন বলেন, ‘হঠাৎ করে বিকট শব্দে বাড়ি থেকে দৌড়াদৌড়ি করে ছুটে এসে একজনকে রাস্তায় পড়ে থাকতে দেখি। তাঁর শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। এরপর আমরা কাছে এসে দেখি তিনি মারা গেছেন। পাশেই একটি ট্রাক এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে। আমার আগেই আরও কয়েকজন এসে দ্রুতগতির ট্রাকটি আটক করেন। দ্রুতগতির ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক ফেলে চালক পালিয়ে যান।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজমুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে। মৃত ব্যক্তির মুখ থেঁতলে গেছে, এখন পর্যন্ত কেউ তাঁকে চিনতে পারছে না। মরদেহের পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। স্থানীয় লোকেরা দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করে রেখেছে। সেটি জব্দ করে থানায় নেওয়ার কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত