Ajker Patrika

তিন হাজার ইয়াবাসহ লবণ ব্যবসায়ী গ্রেপ্তার  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মে ২০২৩, ১৮: ৪৩
তিন হাজার ইয়াবাসহ লবণ ব্যবসায়ী গ্রেপ্তার  

রাজধানীর মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাম মো. ফয়েজ আলম (৩৯)। তাঁর বাড়ি কক্সবাজার জেলায়। তিনি পেশায় লবণ ব্যবসায়ী। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। 

ওসি জানান, গ্রেপ্তার ফয়েজ যাত্রীর ছদ্মবেশে ছাউনি কিংবা গাড়িতে থাকে, এরপর কৌশলে ইয়াবা বিক্রি করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর টেকনিক্যাল মোড় যাত্রীছাউনির সামনে মাদকসহ ফয়েজকে গ্রেপ্তার করা হয়। তখন তাঁর দেহ তল্লাশি করে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে, সাভারে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে আরও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

ওসি মহসীন আরও বলেন, ফয়েজ মূলত লবণ ব্যবসায়ী। এলাকায় সবাই তাঁকে লবণ ব্যবসায়ী হিসেবেই চেনে। কিন্তু আড়ালে তিনি ইয়াবা বিক্রি করেন। কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। তিনি যাত্রীছাউনি কিংবা গণপরিবহনে অপেক্ষায় থাকেন, সেখানেই মাদকসেবী দেখলে তাঁদের ইয়াবা বিক্রির প্রস্তাব দেন। গতকাল রাতে গ্রেপ্তারের সময়ও যাত্রীছাউনিতে ক্রেতার অপেক্ষায় ছিলেন ফয়েজ। তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত