বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

টানা ৪ দিনের উদ্ধার অভিযানে খোঁজ মেলেনি নিখোঁজ থাকা ৯ জন ট্রলার যাত্রীর। পদ্মা, মেঘনা কিংবা খরস্রোতা কর্ণফুলী নদীর কোনো ঘটনা নয় এটি। রাজধানী ঢাকার অদূরে ধলেশ্বরী নদীতে তলিয়ে যাওয়া ট্রলার দুর্ঘটনার পর উদ্ধার অভিযানের চিত্র ঠিক এ রকম। টানা চার দিন পরও কোনো নিখোঁজ যাত্রী উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন এবং ধর্মগঞ্জ-বক্তাবলী এলাকার বাসিন্দারা।
উদ্ধার অভিযানের তৎপরতায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ধলেশ্বরী নদীর দুই তীরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। তবে শনিবার সকাল থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানে খালি হাতেই ফিরতে হয় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত উদ্ধারকারী দলের সদস্যদের।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা দুর্ঘটনার চার দিনেও স্বজনদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ কারণে স্বজনেরা নদীর পাড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। সংবাদ পেয়ে পুলিশ ধলেশ্বরী নদীর পাড়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবে ৯ জন নিখোঁজ হন। তাঁদের সন্ধানে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসসহ আরও চারটি সংস্থা। শনিবার বিকেল পর্যন্ত নিখোঁজ যাত্রীদের সন্ধান মেলেনি বলে জানান উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা।
নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা বলেন, চার দিন হলো লঞ্চের ধাক্কায় যাত্রীসহ ট্রলারডুবির ঘটনা। এর মধ্যে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ-পুলিশসহ উদ্ধারকারী কোনো সংস্থাই তেমন তৎপরতা দেখায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা স্পিডবোটে নদীতে ঘুরে আর বসে বসে সময় কাটান। এভাবে পানির নিচ থেকে কিছুই উদ্ধার করা যাবে না। তাঁদের এ অবহেলা সরকারের সংস্থাগুলোর দুর্নাম হচ্ছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘আমাদের ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি কোস্টগার্ড, নৌ-পুলিশও চেষ্টা চালাচ্ছে।’ যতক্ষণ ট্রলার ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া না যাবে ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস বলেন, ‘নদীতে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে আমাদের জোর প্রচেষ্টা চলছে। এখনো ডুবে যাওয়া ট্রলার বা নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়নি। তবে ট্রলারটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছি।’

টানা ৪ দিনের উদ্ধার অভিযানে খোঁজ মেলেনি নিখোঁজ থাকা ৯ জন ট্রলার যাত্রীর। পদ্মা, মেঘনা কিংবা খরস্রোতা কর্ণফুলী নদীর কোনো ঘটনা নয় এটি। রাজধানী ঢাকার অদূরে ধলেশ্বরী নদীতে তলিয়ে যাওয়া ট্রলার দুর্ঘটনার পর উদ্ধার অভিযানের চিত্র ঠিক এ রকম। টানা চার দিন পরও কোনো নিখোঁজ যাত্রী উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন এবং ধর্মগঞ্জ-বক্তাবলী এলাকার বাসিন্দারা।
উদ্ধার অভিযানের তৎপরতায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ধলেশ্বরী নদীর দুই তীরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। তবে শনিবার সকাল থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানে খালি হাতেই ফিরতে হয় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত উদ্ধারকারী দলের সদস্যদের।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা দুর্ঘটনার চার দিনেও স্বজনদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ কারণে স্বজনেরা নদীর পাড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। সংবাদ পেয়ে পুলিশ ধলেশ্বরী নদীর পাড়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবে ৯ জন নিখোঁজ হন। তাঁদের সন্ধানে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসসহ আরও চারটি সংস্থা। শনিবার বিকেল পর্যন্ত নিখোঁজ যাত্রীদের সন্ধান মেলেনি বলে জানান উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা।
নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা বলেন, চার দিন হলো লঞ্চের ধাক্কায় যাত্রীসহ ট্রলারডুবির ঘটনা। এর মধ্যে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ-পুলিশসহ উদ্ধারকারী কোনো সংস্থাই তেমন তৎপরতা দেখায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা স্পিডবোটে নদীতে ঘুরে আর বসে বসে সময় কাটান। এভাবে পানির নিচ থেকে কিছুই উদ্ধার করা যাবে না। তাঁদের এ অবহেলা সরকারের সংস্থাগুলোর দুর্নাম হচ্ছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘আমাদের ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি কোস্টগার্ড, নৌ-পুলিশও চেষ্টা চালাচ্ছে।’ যতক্ষণ ট্রলার ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া না যাবে ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস বলেন, ‘নদীতে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে আমাদের জোর প্রচেষ্টা চলছে। এখনো ডুবে যাওয়া ট্রলার বা নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়নি। তবে ট্রলারটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছি।’

নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে