উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে হাত-পায়ের রগ কেটে বাসা ভাড়ার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা মিজু আহম্মেদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৪ মার্চ) মধ্যরাতে দক্ষিণখানের ফায়দাবাদের চুয়ারির টেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মিজু আহম্মেদ রাজধানীর দক্ষিণখানের বিল্লাল হোসেনের ছেলে।
আজ মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে এ তথ্য জানিয়েছে র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, গত ২৬ জানুয়ারি বাসা ভাড়ার ১২ হাজার টাকা নিয়ে বের হন ফয়সাল। পরে পূর্বশত্রুতার জের ধরে কোটবাড়ি এলাকায় রানা ওরফে থাবালা রানা লাঠি দিয়ে মেরে দাঁত ফেলে দেন। মিজু আহম্মেদ তাঁর সঙ্গে থাকা চাপাতি দিয়ে ফয়সালের ডান হাতের রগ কেটে দেন। কোরবান আলী ভুক্তভোগীর দুই পায়ের হাঁটুর নিচের রগ কেটে দেন। পরে ভুক্তভোগী মাটিতে লুটিয়ে পড়লে লাঠিপেটা করে তাঁর সঙ্গে থাকা ১২ হাজার টাকা নিয়ে যান। পরবর্তীতে ফয়সালের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে আসামিরা পালিয়ে যান।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, তখন আশপাশের লোকজন ফয়সালকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা জয়নব বিবি বাদী হয়ে গত ৩০ জানুয়ারি বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা করেন।
সিনিয়র এএসপি মাহফুজুর রহমান বলেন, পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ঘটনার অন্যতম হোতা মিজু আহম্মেদকে দক্ষিণখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

রাজধানীর দক্ষিণখানে হাত-পায়ের রগ কেটে বাসা ভাড়ার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা মিজু আহম্মেদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৪ মার্চ) মধ্যরাতে দক্ষিণখানের ফায়দাবাদের চুয়ারির টেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মিজু আহম্মেদ রাজধানীর দক্ষিণখানের বিল্লাল হোসেনের ছেলে।
আজ মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে এ তথ্য জানিয়েছে র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, গত ২৬ জানুয়ারি বাসা ভাড়ার ১২ হাজার টাকা নিয়ে বের হন ফয়সাল। পরে পূর্বশত্রুতার জের ধরে কোটবাড়ি এলাকায় রানা ওরফে থাবালা রানা লাঠি দিয়ে মেরে দাঁত ফেলে দেন। মিজু আহম্মেদ তাঁর সঙ্গে থাকা চাপাতি দিয়ে ফয়সালের ডান হাতের রগ কেটে দেন। কোরবান আলী ভুক্তভোগীর দুই পায়ের হাঁটুর নিচের রগ কেটে দেন। পরে ভুক্তভোগী মাটিতে লুটিয়ে পড়লে লাঠিপেটা করে তাঁর সঙ্গে থাকা ১২ হাজার টাকা নিয়ে যান। পরবর্তীতে ফয়সালের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে আসামিরা পালিয়ে যান।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, তখন আশপাশের লোকজন ফয়সালকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা জয়নব বিবি বাদী হয়ে গত ৩০ জানুয়ারি বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা করেন।
সিনিয়র এএসপি মাহফুজুর রহমান বলেন, পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ঘটনার অন্যতম হোতা মিজু আহম্মেদকে দক্ষিণখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
৩৪ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
১ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
১ ঘণ্টা আগে