আজকের পত্রিকা ডেস্ক

ইউপিডিএফ নেতা-কর্মীদের মুক্তিসহ ৭ দফা দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) আয়োজিত হাইকোর্টের জামিন পদদলিত করে জেলগেটে দুই বার পুনঃআটক, পাহাড়ে সেনা-গোয়েন্দা সংস্থার খবরদারি ও দীর্ঘ ৫ বছর ৮ মাসের কারাজীবনের বিবরণ তুলে ধরতে ছাত্রনেতা কুনেন্টু চাকমার সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, অবিলম্বে খাগড়াছড়ি ও রাঙামাটি কারাগারে আটক ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মুক্তি, আদালত থেকে জামিন লাভের পর জেল গেট থেকে পুনরায় গ্রেপ্তার বন্ধ এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা ও হুলিয়া প্রত্যাহার করতে হবে।
সংবাদ সম্মেলনে কুনেন্টু চাকমা ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মুক্তি ছাড়াও সংগঠনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে ৭ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, খাগড়াছড়ির পানছড়িতে তিনজন ইউপিডিএফ কর্মীকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। পার্বত্য চট্টগ্রামে জারিকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দমনমূলক ১১ দফা নির্দেশনা বাতিল করতে হবে।
এ ছাড়াও তিনি গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৪ জন পাহাড়িকে হত্যার সঙ্গে জড়িত সেনা-সেটেলারদের গ্রেপ্তার ও বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান; ফ্যাসিস্ট সরকারের আমলে সৃষ্ট বিভিন্ন বাহিনীর যারা খুন, গুম, অপহরণ ও সন্ত্রাসে জড়িতদের গ্রেপ্তার; খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সোহেল রানা গণপিটুনিতে মারা যাওয়ার ঘটনায় শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য ‘অপারেশন উত্তরণ’ বাতিলপূর্বক সেনাশাসন প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কুনেন্টু চাকমা সংবাদ সম্মেলনে বলেন, পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা প্রতিষ্ঠালগ্ন থেকে আজ-অবধি শাসকগোষ্ঠী ও রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক দমন-পীড়ন, অমানুষিক নির্যাতন, হত্যার মতো ঘটনার শিকার হয়ে অধিকার আদায়ের লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে। দীর্ঘ সংগ্রামের পথে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বহু নেতা-কর্মীকে কারাবন্দী হতে হয়েছে।
২০১৯ সালের ২ ফেব্রুয়ারি পিসিপির রাঙামাটি জেলা শাখার সভাপতির দায়িত্বে থাকাকালীন রাঙামাটির কুতুকছড়ি এলাকা থেকে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে জানিয়ে তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর আমাকে রাঙামাটি সেনা ব্রিগেডে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমার ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনে সময় সেনাবাহিনী সদস্যরা আমাকে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয়। নির্যাতনের পর আমাকে হত্যার হুমকি দিয়ে পিসিপি ও পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ’র বিরুদ্ধে জোর পূর্বকভাবে সেনাবাহিনীর নির্দেশিত স্বীকারোক্তিমূলক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য দিতে বাধ্য করে।’
প্রায় ৩২ মাস পরে নিম্ন আদালত থেকে জামিন দেওয়া হলেও পরদিন আবারও তাঁকে গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন, ‘জামিনপত্র পাওয়ার পর বিকেল আনুমানিক ৫টায় কারাগারের কার্যালয়ে আমাকে ডেকে নেওয়া হয়। রাত ৮টা ৩৫ মিনিটে কারাগারে সেনা-গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত হলে কারা কর্তৃপক্ষ আমাকে বের করে দেয়। কারাগার থেকে বের হয়ে দেখি কারাগারের ফটকের ভেতরে সিভিল ড্রেসে ৫-৬ জন গোয়েন্দা সংস্থার লোক। তারপর তাঁরা আমাকে কারাফটক থেকে রাস্তায় নিয়ে যায়।’
তিনি জানান, সেনাবাহিনীর তিনটি গাড়িতে করে তাঁকে জেল থেকে আবারও রাঙামাটি নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘আমাকে সারা রাত চোখ বাঁধা অবস্থায় একটি ছোট রুমে আটকে রেখে পরের দিন ২৩ সেপ্টেম্বর ২০২১ সালে বিকেলে আবারও অস্ত্রগুজে দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পুলিশ আমাকে আদালতে নিয়ে গেলে আদালত আমাকে দ্বিতীয়বারের মতো কারাগারে প্রেরণ করে।’

ইউপিডিএফ নেতা-কর্মীদের মুক্তিসহ ৭ দফা দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) আয়োজিত হাইকোর্টের জামিন পদদলিত করে জেলগেটে দুই বার পুনঃআটক, পাহাড়ে সেনা-গোয়েন্দা সংস্থার খবরদারি ও দীর্ঘ ৫ বছর ৮ মাসের কারাজীবনের বিবরণ তুলে ধরতে ছাত্রনেতা কুনেন্টু চাকমার সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, অবিলম্বে খাগড়াছড়ি ও রাঙামাটি কারাগারে আটক ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মুক্তি, আদালত থেকে জামিন লাভের পর জেল গেট থেকে পুনরায় গ্রেপ্তার বন্ধ এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা ও হুলিয়া প্রত্যাহার করতে হবে।
সংবাদ সম্মেলনে কুনেন্টু চাকমা ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মুক্তি ছাড়াও সংগঠনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে ৭ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, খাগড়াছড়ির পানছড়িতে তিনজন ইউপিডিএফ কর্মীকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। পার্বত্য চট্টগ্রামে জারিকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দমনমূলক ১১ দফা নির্দেশনা বাতিল করতে হবে।
এ ছাড়াও তিনি গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৪ জন পাহাড়িকে হত্যার সঙ্গে জড়িত সেনা-সেটেলারদের গ্রেপ্তার ও বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান; ফ্যাসিস্ট সরকারের আমলে সৃষ্ট বিভিন্ন বাহিনীর যারা খুন, গুম, অপহরণ ও সন্ত্রাসে জড়িতদের গ্রেপ্তার; খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সোহেল রানা গণপিটুনিতে মারা যাওয়ার ঘটনায় শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য ‘অপারেশন উত্তরণ’ বাতিলপূর্বক সেনাশাসন প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কুনেন্টু চাকমা সংবাদ সম্মেলনে বলেন, পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা প্রতিষ্ঠালগ্ন থেকে আজ-অবধি শাসকগোষ্ঠী ও রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক দমন-পীড়ন, অমানুষিক নির্যাতন, হত্যার মতো ঘটনার শিকার হয়ে অধিকার আদায়ের লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে। দীর্ঘ সংগ্রামের পথে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বহু নেতা-কর্মীকে কারাবন্দী হতে হয়েছে।
২০১৯ সালের ২ ফেব্রুয়ারি পিসিপির রাঙামাটি জেলা শাখার সভাপতির দায়িত্বে থাকাকালীন রাঙামাটির কুতুকছড়ি এলাকা থেকে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে জানিয়ে তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর আমাকে রাঙামাটি সেনা ব্রিগেডে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমার ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনে সময় সেনাবাহিনী সদস্যরা আমাকে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয়। নির্যাতনের পর আমাকে হত্যার হুমকি দিয়ে পিসিপি ও পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ’র বিরুদ্ধে জোর পূর্বকভাবে সেনাবাহিনীর নির্দেশিত স্বীকারোক্তিমূলক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য দিতে বাধ্য করে।’
প্রায় ৩২ মাস পরে নিম্ন আদালত থেকে জামিন দেওয়া হলেও পরদিন আবারও তাঁকে গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন, ‘জামিনপত্র পাওয়ার পর বিকেল আনুমানিক ৫টায় কারাগারের কার্যালয়ে আমাকে ডেকে নেওয়া হয়। রাত ৮টা ৩৫ মিনিটে কারাগারে সেনা-গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত হলে কারা কর্তৃপক্ষ আমাকে বের করে দেয়। কারাগার থেকে বের হয়ে দেখি কারাগারের ফটকের ভেতরে সিভিল ড্রেসে ৫-৬ জন গোয়েন্দা সংস্থার লোক। তারপর তাঁরা আমাকে কারাফটক থেকে রাস্তায় নিয়ে যায়।’
তিনি জানান, সেনাবাহিনীর তিনটি গাড়িতে করে তাঁকে জেল থেকে আবারও রাঙামাটি নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘আমাকে সারা রাত চোখ বাঁধা অবস্থায় একটি ছোট রুমে আটকে রেখে পরের দিন ২৩ সেপ্টেম্বর ২০২১ সালে বিকেলে আবারও অস্ত্রগুজে দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পুলিশ আমাকে আদালতে নিয়ে গেলে আদালত আমাকে দ্বিতীয়বারের মতো কারাগারে প্রেরণ করে।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে