নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছাড়াতে জনতার ওপর এলোপাতাড়ি গুলি চালান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের ভাতিজা। এ সময় গুলিবিদ্ধ ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ব্যবসায়ী মামুন ভুঁইয়া মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (ইনটেলিজেন্স) সালাহউদ্দিন কাদের।
এর আগে মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় গুলির ওই ঘটনা ঘটে। ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে ছাড়িয়ে আনতে গুলি চালানোর অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা জাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে। বাবু জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক।
স্থানীয়রা জানান, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ ছিলেন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা। ৫ আগস্টের পরেও ছাত্রলীগের এ নেতা ঝটিকা মিছিল করেছেন। গতকাল সকালে মাঝিপাড়া এলাকায় খোকাকে দেখতে পেয়ে এলাকাবাসী আটক করে পুলিশকে খবর দেয়।
খোকাকে আটকে রাখার খবর পেয়ে দলবল নিয়ে হাজির হন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা জাহিদুল ইসলাম বাবু। তিনি খোকাকে ছাড়িয়ে নিতে স্থানীয় জনতার দিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় গুলিবিদ্ধ হন ব্যবসায়ী মামুন ভুঁইয়া।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ধাওয়া দিলে বাবু দৌড়ে পালিয়ে যান। পরে ছাত্রলীগ নেতা খোকাকে গণপিটুনি দেওয়া হয়। খোকা বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন।
তবে গুলির ঘটনায় ‘ভাতিজার যুক্ত থাকার বিষয়টি সত্য নয়’ দাবি করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনা শোনার পরপরই আমি খোঁজ নিয়েছি। এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমি বাবুকে জিজ্ঞেস করেছি। সে বলেছে, আমি এখানে জড়িত নই, মুড়াপাড়া ইউনিয়নের কিছু লোক এসে ঝামেলা করেছে। আমি ঘটনাস্থলেও যাইনি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি এই কাজ করেছি বা ঘটনাস্থলে গিয়েছি, তাহলে আপনি যেই শাস্তি দিবেন তা মাথা পেতে নেব।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গণপিটুনির শিকার খোকাও আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত বাবু পলাতক। এ ঘটনায় মামুনের পরিবার রাতেই থানায় জাহিদুল ইসলাম বাবুসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছাড়াতে জনতার ওপর এলোপাতাড়ি গুলি চালান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের ভাতিজা। এ সময় গুলিবিদ্ধ ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ব্যবসায়ী মামুন ভুঁইয়া মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (ইনটেলিজেন্স) সালাহউদ্দিন কাদের।
এর আগে মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় গুলির ওই ঘটনা ঘটে। ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে ছাড়িয়ে আনতে গুলি চালানোর অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা জাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে। বাবু জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক।
স্থানীয়রা জানান, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ ছিলেন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা। ৫ আগস্টের পরেও ছাত্রলীগের এ নেতা ঝটিকা মিছিল করেছেন। গতকাল সকালে মাঝিপাড়া এলাকায় খোকাকে দেখতে পেয়ে এলাকাবাসী আটক করে পুলিশকে খবর দেয়।
খোকাকে আটকে রাখার খবর পেয়ে দলবল নিয়ে হাজির হন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা জাহিদুল ইসলাম বাবু। তিনি খোকাকে ছাড়িয়ে নিতে স্থানীয় জনতার দিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় গুলিবিদ্ধ হন ব্যবসায়ী মামুন ভুঁইয়া।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ধাওয়া দিলে বাবু দৌড়ে পালিয়ে যান। পরে ছাত্রলীগ নেতা খোকাকে গণপিটুনি দেওয়া হয়। খোকা বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন।
তবে গুলির ঘটনায় ‘ভাতিজার যুক্ত থাকার বিষয়টি সত্য নয়’ দাবি করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনা শোনার পরপরই আমি খোঁজ নিয়েছি। এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমি বাবুকে জিজ্ঞেস করেছি। সে বলেছে, আমি এখানে জড়িত নই, মুড়াপাড়া ইউনিয়নের কিছু লোক এসে ঝামেলা করেছে। আমি ঘটনাস্থলেও যাইনি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি এই কাজ করেছি বা ঘটনাস্থলে গিয়েছি, তাহলে আপনি যেই শাস্তি দিবেন তা মাথা পেতে নেব।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গণপিটুনির শিকার খোকাও আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত বাবু পলাতক। এ ঘটনায় মামুনের পরিবার রাতেই থানায় জাহিদুল ইসলাম বাবুসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে।
গাজীপুরের কাপাসিয়ায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের জামিরারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর যাত্রীবাহী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের বাসটি দ্রুত চলে যায় এবং অটোরিকশার
০১ জানুয়ারি ১৯৭০নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এ সময় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
১০ মিনিট আগেচট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা থেকে লুট করা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি কাভার্ড ভ্যানের এক চালকের কাছ থেকে জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে নগরীর ইয়াকুবনগর লইট্টাঘাটা এলাকা থেকে এসব পিস্তল ও গুলি জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কাভার্ড ভ্যানের
১৯ মিনিট আগেঘুষ নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে যশোরের চৌগাছায় আশরাফ হোসেন নামের পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার প্রথমে তাঁকে যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়, পরে পুলিশ সুপার রওনক জাহান তাঁকে সাময়িক বরখাস্ত করেন।
৪০ মিনিট আগে