গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার পুকুর থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। মেস থেকে খেলতে বের হয়ে আর ফেরেনি সে। পরে ধারণার বসে মাদ্রাসার পুকুরে ডুবুরি দল নামানো হলে ওই কিশোরের মরদেহ উদ্ধার হয়।
আজ বুধবার সকালে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত ওই মাদ্রাসাছাত্রের নাম ঈশান (১৪)। সে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে আসছিল। ঈশান টঙ্গী বাজার আমজাদ আলী সরকার উচ্চবিদ্যালয় রোডের নাসিম উদ্দিন রনির ছেলে। সে উত্তর আউচপাড়া আবাবিল আবাসিক এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করত।
ঈশানের সহপাঠী ও মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, ঈশান মঙ্গলবার মাদ্রাসায় ক্লাস শেষে তার মেসে চলে যায়। পরে বিকেলে খেলার উদ্দেশ্যে মেস থেকে বের হয়। সন্ধ্যায় মেসের সবাই ফিরলেও ঈশান ফেরেনি। পরে মাদ্রাসার মাঠসহ আশপাশের এলাকায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবককে বিষয়টি জানানো হয়। একপর্যায়ে মাদ্রাসার পুকুরে পড়ে থাকতে পারে এমন আশঙ্কায় বুধবার সকালে টঙ্গী দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর চার সদস্যের ডুবুরি দল তল্লাশি চালিয়ে পুকুরের তলদেশ থেকে সকাল সাড়ে ১০টার দিকে ঈশানের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ওই ছাত্রের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২০ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে