টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার পুকুর থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। মেস থেকে খেলতে বের হয়ে আর ফেরেনি সে। পরে ধারণার বসে মাদ্রাসার পুকুরে ডুবুরি দল নামানো হলে ওই কিশোরের মরদেহ উদ্ধার হয়।
আজ বুধবার সকালে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত ওই মাদ্রাসাছাত্রের নাম ঈশান (১৪)। সে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে আসছিল। ঈশান টঙ্গী বাজার আমজাদ আলী সরকার উচ্চবিদ্যালয় রোডের নাসিম উদ্দিন রনির ছেলে। সে উত্তর আউচপাড়া আবাবিল আবাসিক এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করত।
ঈশানের সহপাঠী ও মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, ঈশান মঙ্গলবার মাদ্রাসায় ক্লাস শেষে তার মেসে চলে যায়। পরে বিকেলে খেলার উদ্দেশ্যে মেস থেকে বের হয়। সন্ধ্যায় মেসের সবাই ফিরলেও ঈশান ফেরেনি। পরে মাদ্রাসার মাঠসহ আশপাশের এলাকায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবককে বিষয়টি জানানো হয়। একপর্যায়ে মাদ্রাসার পুকুরে পড়ে থাকতে পারে এমন আশঙ্কায় বুধবার সকালে টঙ্গী দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর চার সদস্যের ডুবুরি দল তল্লাশি চালিয়ে পুকুরের তলদেশ থেকে সকাল সাড়ে ১০টার দিকে ঈশানের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ওই ছাত্রের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার পুকুর থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। মেস থেকে খেলতে বের হয়ে আর ফেরেনি সে। পরে ধারণার বসে মাদ্রাসার পুকুরে ডুবুরি দল নামানো হলে ওই কিশোরের মরদেহ উদ্ধার হয়।
আজ বুধবার সকালে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত ওই মাদ্রাসাছাত্রের নাম ঈশান (১৪)। সে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে আসছিল। ঈশান টঙ্গী বাজার আমজাদ আলী সরকার উচ্চবিদ্যালয় রোডের নাসিম উদ্দিন রনির ছেলে। সে উত্তর আউচপাড়া আবাবিল আবাসিক এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করত।
ঈশানের সহপাঠী ও মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, ঈশান মঙ্গলবার মাদ্রাসায় ক্লাস শেষে তার মেসে চলে যায়। পরে বিকেলে খেলার উদ্দেশ্যে মেস থেকে বের হয়। সন্ধ্যায় মেসের সবাই ফিরলেও ঈশান ফেরেনি। পরে মাদ্রাসার মাঠসহ আশপাশের এলাকায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবককে বিষয়টি জানানো হয়। একপর্যায়ে মাদ্রাসার পুকুরে পড়ে থাকতে পারে এমন আশঙ্কায় বুধবার সকালে টঙ্গী দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর চার সদস্যের ডুবুরি দল তল্লাশি চালিয়ে পুকুরের তলদেশ থেকে সকাল সাড়ে ১০টার দিকে ঈশানের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ওই ছাত্রের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং স্বতন্ত্র হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী এই ঘোষণা দেন।
২৩ মিনিট আগে
দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৩৭ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
২ ঘণ্টা আগে