নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ড্রোন খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ-কোরিয়া ড্রোন প্রযুক্তি সম্মেলন ও ড্রোন রোড শো-২০২২-য়ে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন। আজ বুধবার রাজধানীর হোটেল শেরাটনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্বে ড্রোন প্রযুক্তির বাজার খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ করার যথেষ্ট সুযোগ রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ড্রোন খাতে কোরিয়া-বাংলাদেশ একসঙ্গে কাজ করতে পারে।’
ঢাকার দক্ষিণ কোরীয় দূতাবাস আয়োজিত এ সম্মেলনে দেশটির ৬টি প্রতিষ্ঠান তাদের ড্রোন ও জিআইএস বিষয়ক পণ্য ও সেবা প্রদর্শন করে। কোরিয়া থেকে আসা ২৭ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন। আয়োজকেরা জানান, করোনা পরবর্তী সময়ে কোরীয় ড্রোন প্রযুক্তির এটাই সবচেয়ে বড় সম্মেলন।
এ বিষয়ে কোরীয় রাষ্ট্রদূত বলেন, এই সম্মেলনে ২৭ সদস্যের বিশাল প্রতিনিধি দলের অংশগ্রহণই বলে দিচ্ছে-বাংলাদেশের সঙ্গে এই খাতে কাজ করতে তারা কতটা আগ্রহী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পর থেকেই কোরিয়ার সঙ্গে একটি সুন্দর সম্পর্ক রয়েছে। গত ১৩ বছরে এ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তৈরি পোশাক খাতে ৪০ বছর আগে থেকেই কোরিয়ার সঙ্গে আমরা কাজ করছি। এই দুদেশের আরও বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।’
ড্রোন রোড শোতে কৃষিকাজসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা ড্রোনের ব্যবহার তুলে ধরা হয়। এ ছাড়া ড্রোন সকার প্রদর্শন করা হয়। সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালে হতে যাচ্ছে ওয়ার্ল্ডকাপ ড্রোন সকার চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের নিয়মগুলোও সম্মেলনে তুলে ধরা হয়।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) ব্যবস্থাপনা পরিচালক মালিক ফিদা এ খান, কে-বিডি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইয়ং ওহ রিউ।
আয়োজকেরা মনে করেন, কোরিয়া ও বাংলাদেশের মধ্যে উদ্ভাবনী প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার নতুন একটি সুযোগ তৈরি করবে এই সম্মেলন। এর মূল লক্ষ্য ড্রোন প্রযুক্তির গুরুত্ব ও বৈচিত্র্যময় ব্যবহারের প্রতি বাংলাদেশ সরকার ও ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করা এবং এই প্রযুক্তির প্রয়োজনীয়তা সবার কাছে তুলে ধরা।

ড্রোন খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ-কোরিয়া ড্রোন প্রযুক্তি সম্মেলন ও ড্রোন রোড শো-২০২২-য়ে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন। আজ বুধবার রাজধানীর হোটেল শেরাটনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্বে ড্রোন প্রযুক্তির বাজার খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ করার যথেষ্ট সুযোগ রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ড্রোন খাতে কোরিয়া-বাংলাদেশ একসঙ্গে কাজ করতে পারে।’
ঢাকার দক্ষিণ কোরীয় দূতাবাস আয়োজিত এ সম্মেলনে দেশটির ৬টি প্রতিষ্ঠান তাদের ড্রোন ও জিআইএস বিষয়ক পণ্য ও সেবা প্রদর্শন করে। কোরিয়া থেকে আসা ২৭ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন। আয়োজকেরা জানান, করোনা পরবর্তী সময়ে কোরীয় ড্রোন প্রযুক্তির এটাই সবচেয়ে বড় সম্মেলন।
এ বিষয়ে কোরীয় রাষ্ট্রদূত বলেন, এই সম্মেলনে ২৭ সদস্যের বিশাল প্রতিনিধি দলের অংশগ্রহণই বলে দিচ্ছে-বাংলাদেশের সঙ্গে এই খাতে কাজ করতে তারা কতটা আগ্রহী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পর থেকেই কোরিয়ার সঙ্গে একটি সুন্দর সম্পর্ক রয়েছে। গত ১৩ বছরে এ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তৈরি পোশাক খাতে ৪০ বছর আগে থেকেই কোরিয়ার সঙ্গে আমরা কাজ করছি। এই দুদেশের আরও বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।’
ড্রোন রোড শোতে কৃষিকাজসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা ড্রোনের ব্যবহার তুলে ধরা হয়। এ ছাড়া ড্রোন সকার প্রদর্শন করা হয়। সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালে হতে যাচ্ছে ওয়ার্ল্ডকাপ ড্রোন সকার চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের নিয়মগুলোও সম্মেলনে তুলে ধরা হয়।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) ব্যবস্থাপনা পরিচালক মালিক ফিদা এ খান, কে-বিডি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইয়ং ওহ রিউ।
আয়োজকেরা মনে করেন, কোরিয়া ও বাংলাদেশের মধ্যে উদ্ভাবনী প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার নতুন একটি সুযোগ তৈরি করবে এই সম্মেলন। এর মূল লক্ষ্য ড্রোন প্রযুক্তির গুরুত্ব ও বৈচিত্র্যময় ব্যবহারের প্রতি বাংলাদেশ সরকার ও ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করা এবং এই প্রযুক্তির প্রয়োজনীয়তা সবার কাছে তুলে ধরা।

নাটোর সদরের বড়ভিটা ভেদরার বিলসংলগ্ন পরিত্যক্ত ঘর থেকে এক নারীর (২১) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নারীর পরিচয় জানা যায়নি। নিহত নারীর শরীরে আঘাতের চিহ্নসহ গলায় ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
৭ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে চলন্ত আন্তনগর ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর পড়ে থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে রাখা ১৯২ ঘনফুট বালু জব্দ করা হয়। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে একটি জাহাজভাঙা কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার কুমিরা নৌঘাট এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন মো. খালেদ প্রামাণিক ও মো. সাইফুল্লাহ।
১ ঘণ্টা আগে