শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ ও দুই দিন সরকারি সাপ্তাহিক ছুটির কারণে দক্ষিণাঞ্চলের পরিবহনগুলোতে যাত্রীদের চাপ বেড়েছে অস্বাভাবিক হারে। শুধু দক্ষিণাঞ্চল নয়, পূর্বাঞ্চলের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী এলাকার চট্টগ্রাম রোডের গাড়িগুলোতেও দেখা গেছে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ঈদের ছুটির মতো মানুষ দলে দলে পরিবার পরিজন নিয়ে ছুটছেন গ্রামের বাড়িতে। অনেকের মুখে আনন্দের হাসি দেখা গেলেও কারও কারও মুখে ছিল উৎকণ্ঠার ছাপ। সব মিলিয়ে ব্যস্ত ছিল টিকিট কাউন্টার।
যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে দেখা যায়, ঢাকা-মাওয়া রোডের যাত্রাবাড়ী চৌরাস্তার মিনি টার্মিনালে অসংখ্য বাস ও যাত্রীদের ভিড়। এখানে দক্ষিণাঞ্চলের বরিশাল, নড়াইল, খুলনা, ফরিদপুর মোংলাসহ বিভিন্ন এলাকার কয়েকশ যাত্রী ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে এসব যাত্রীদের ভিড়। এদিকে পূর্বাঞ্চলের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন অঞ্চলের পরিবহনেও ছিল যাত্রীদের চাপ। ফলে যাত্রাবাড়ী চৌরাস্তায় দেখা দেয় তীব্র যানজট।
যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে খুলনাগামী যাত্রী সুমনা বলেন, ‘বিএনপি-জামায়াতের আন্দোলনের কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকায় বাচ্চা-কাচ্চা নিয়ে গ্রামে যাচ্ছি।’
বরিশালগামী যাত্রী জয়নাল বলেন, ‘দেশে আন্দোলন শুরু হয়েছে। কখন কি হয় বলা যায় না। তাই পরিবার-পরিজন নিয়ে দেশে যাচ্ছি।’
সপরিবারে ফরিদপুর যাচ্ছিলেন রবিউল। তিনি বলেন, ‘আমি ফার্নিচারের ব্যবসা করি, কিন্তু হরতাল-অবরোধের কারণে ব্যবসা একেবারেই মন্দা। তাই সপরিবারে দেশে বেড়াতে যাচ্ছি।’
সায়েদাবাদ টার্মিনালের সিলেটগামী যাত্রী লিপি বলেন, ‘একসঙ্গে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় পড়েছি চরম দুর্ভোগে।’
এদিকে মোংলার আশা পরিবহনের হেলপার জনি বলেন, ‘ঈদের মতো যাত্রীদের ভিড়। তাই যাত্রীতে গাড়ি পরিপূর্ণ করে যাচ্ছি।’
শরীয়তপুর পরিবহনের টিকিট কাউন্টারের কর্মী জুবায়ের বলেন, ‘আজ সকাল থেকেই যাত্রীদের চাপ বেড়েছে। পরিবহনগুলোতে যাত্রীর জন্য অপেক্ষা করতে হচ্ছে না। গাড়িরও সংকট নেই। তবে তিন দিন বিএনপি জামাতের অবরোধ ও দুই দিন সাপ্তাহিক সরকারি ছুটির কারণে ঘরমুখী মানুষের চাপ খুবই বেড়েছে, এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকেই।’
এদিকে সায়েদাবাদ থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা পরিবহনের চালক মকবুল বলেন, ‘আগামীকাল থেকে অবরোধের কারণে ভয়ে ঢাকা ছাড়ছেন অনেক মানুষ।’
এ ব্যাপারে ট্রাফিক পুলিশের ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহবুব শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘অবরোধ ও সরকারি ছুটির কারণে যাত্রী ও পরিবহনের চাপ বেড়েছে। এর ফলে কিছুটা যানজটের সৃষ্টি হলেও আমরা তা নিরসনে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এ বিষয়ে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালের মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, আজকে ঢাকা থেকে অসংখ্য মানুষ গ্রামে যাচ্ছে ও কিছু মানুষ ঢাকায় আসছে। তবে আসার চেয়ে ঘরমুখী মানুষের চাপ বেশি। গাড়ির সংকট নেই।

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ ও দুই দিন সরকারি সাপ্তাহিক ছুটির কারণে দক্ষিণাঞ্চলের পরিবহনগুলোতে যাত্রীদের চাপ বেড়েছে অস্বাভাবিক হারে। শুধু দক্ষিণাঞ্চল নয়, পূর্বাঞ্চলের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী এলাকার চট্টগ্রাম রোডের গাড়িগুলোতেও দেখা গেছে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ঈদের ছুটির মতো মানুষ দলে দলে পরিবার পরিজন নিয়ে ছুটছেন গ্রামের বাড়িতে। অনেকের মুখে আনন্দের হাসি দেখা গেলেও কারও কারও মুখে ছিল উৎকণ্ঠার ছাপ। সব মিলিয়ে ব্যস্ত ছিল টিকিট কাউন্টার।
যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে দেখা যায়, ঢাকা-মাওয়া রোডের যাত্রাবাড়ী চৌরাস্তার মিনি টার্মিনালে অসংখ্য বাস ও যাত্রীদের ভিড়। এখানে দক্ষিণাঞ্চলের বরিশাল, নড়াইল, খুলনা, ফরিদপুর মোংলাসহ বিভিন্ন এলাকার কয়েকশ যাত্রী ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে এসব যাত্রীদের ভিড়। এদিকে পূর্বাঞ্চলের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন অঞ্চলের পরিবহনেও ছিল যাত্রীদের চাপ। ফলে যাত্রাবাড়ী চৌরাস্তায় দেখা দেয় তীব্র যানজট।
যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে খুলনাগামী যাত্রী সুমনা বলেন, ‘বিএনপি-জামায়াতের আন্দোলনের কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকায় বাচ্চা-কাচ্চা নিয়ে গ্রামে যাচ্ছি।’
বরিশালগামী যাত্রী জয়নাল বলেন, ‘দেশে আন্দোলন শুরু হয়েছে। কখন কি হয় বলা যায় না। তাই পরিবার-পরিজন নিয়ে দেশে যাচ্ছি।’
সপরিবারে ফরিদপুর যাচ্ছিলেন রবিউল। তিনি বলেন, ‘আমি ফার্নিচারের ব্যবসা করি, কিন্তু হরতাল-অবরোধের কারণে ব্যবসা একেবারেই মন্দা। তাই সপরিবারে দেশে বেড়াতে যাচ্ছি।’
সায়েদাবাদ টার্মিনালের সিলেটগামী যাত্রী লিপি বলেন, ‘একসঙ্গে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় পড়েছি চরম দুর্ভোগে।’
এদিকে মোংলার আশা পরিবহনের হেলপার জনি বলেন, ‘ঈদের মতো যাত্রীদের ভিড়। তাই যাত্রীতে গাড়ি পরিপূর্ণ করে যাচ্ছি।’
শরীয়তপুর পরিবহনের টিকিট কাউন্টারের কর্মী জুবায়ের বলেন, ‘আজ সকাল থেকেই যাত্রীদের চাপ বেড়েছে। পরিবহনগুলোতে যাত্রীর জন্য অপেক্ষা করতে হচ্ছে না। গাড়িরও সংকট নেই। তবে তিন দিন বিএনপি জামাতের অবরোধ ও দুই দিন সাপ্তাহিক সরকারি ছুটির কারণে ঘরমুখী মানুষের চাপ খুবই বেড়েছে, এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকেই।’
এদিকে সায়েদাবাদ থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা পরিবহনের চালক মকবুল বলেন, ‘আগামীকাল থেকে অবরোধের কারণে ভয়ে ঢাকা ছাড়ছেন অনেক মানুষ।’
এ ব্যাপারে ট্রাফিক পুলিশের ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহবুব শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘অবরোধ ও সরকারি ছুটির কারণে যাত্রী ও পরিবহনের চাপ বেড়েছে। এর ফলে কিছুটা যানজটের সৃষ্টি হলেও আমরা তা নিরসনে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এ বিষয়ে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালের মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, আজকে ঢাকা থেকে অসংখ্য মানুষ গ্রামে যাচ্ছে ও কিছু মানুষ ঢাকায় আসছে। তবে আসার চেয়ে ঘরমুখী মানুষের চাপ বেশি। গাড়ির সংকট নেই।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে