নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক দলের কাজ রাজনীতি করা। এ বিষয়ে পুলিশের মাথাব্যথা নেই। তারা তাদের কর্মসূচি পালন করবে।
আজ সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার ‘কমিশনারস মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
কমিশনার বলেন, ‘সকল রাজনৈতিক দলই রাজনীতি করছে। কাউকেই বাধা দেওয়া হচ্ছে না। তবে দেশে নিষিদ্ধ ৬টি রাজনৈতিক দল রয়েছে। তারা কোনও কর্মসূচি করতে পারবে না।’
কমিশনার বলেন, ‘রাজনৈতিক কর্মসূচিতে গাড়ি ভাঙচুর, আগুন ও গাছ কেটে ফেলাসহ নানাবিধ ফৌজদারি অপরাধ করে কোনো কোনো রাজনৈতিক দল। এগুলো ফৌজদারি অপরাধ। আর পুলিশ ফৌজদারি অপরাধ হলেই ব্যবস্থা নিয়ে থাকে।’
রাজনৈতিক কর্মসূচির নামে ফৌজদারি অপরাধ করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবে বলেও মন্তব্য করেন নতুন কমিশনার।
ডিএমপিতে কর্মরত বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রয়েছে। তবুও তাঁরা ভালো জায়গায় পোস্টিং পাচ্ছেন। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার আগে কী হয়েছে সেটা জানা নেই। তবে আমার সময়ে কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ট্রাফিক সমস্যা সমাধানের বিষয়ে নবনিযুক্ত কমিশনার বলেন, ‘আমি দীর্ঘদিন ডিএমপি ট্রাফিক বিভাগে কাজ করেছি। সেই সময়ে বেশ কিছু প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরেছি। কিন্তু অনেক কিছুই বাস্তবায়ন হয়নি। কমিশনার হিসেবে আমি আবারও সেই প্রস্তাবগুলো বাস্তবায়নে কাজ করব। দ্রুত সময়ে ট্রাফিক সমস্যা সমাধান করে ঢাকার নাগরিকদের ভোগান্তি থেকে মুক্তি দিতে কাজ করব।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক দলের কাজ রাজনীতি করা। এ বিষয়ে পুলিশের মাথাব্যথা নেই। তারা তাদের কর্মসূচি পালন করবে।
আজ সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার ‘কমিশনারস মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
কমিশনার বলেন, ‘সকল রাজনৈতিক দলই রাজনীতি করছে। কাউকেই বাধা দেওয়া হচ্ছে না। তবে দেশে নিষিদ্ধ ৬টি রাজনৈতিক দল রয়েছে। তারা কোনও কর্মসূচি করতে পারবে না।’
কমিশনার বলেন, ‘রাজনৈতিক কর্মসূচিতে গাড়ি ভাঙচুর, আগুন ও গাছ কেটে ফেলাসহ নানাবিধ ফৌজদারি অপরাধ করে কোনো কোনো রাজনৈতিক দল। এগুলো ফৌজদারি অপরাধ। আর পুলিশ ফৌজদারি অপরাধ হলেই ব্যবস্থা নিয়ে থাকে।’
রাজনৈতিক কর্মসূচির নামে ফৌজদারি অপরাধ করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবে বলেও মন্তব্য করেন নতুন কমিশনার।
ডিএমপিতে কর্মরত বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রয়েছে। তবুও তাঁরা ভালো জায়গায় পোস্টিং পাচ্ছেন। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার আগে কী হয়েছে সেটা জানা নেই। তবে আমার সময়ে কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ট্রাফিক সমস্যা সমাধানের বিষয়ে নবনিযুক্ত কমিশনার বলেন, ‘আমি দীর্ঘদিন ডিএমপি ট্রাফিক বিভাগে কাজ করেছি। সেই সময়ে বেশ কিছু প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরেছি। কিন্তু অনেক কিছুই বাস্তবায়ন হয়নি। কমিশনার হিসেবে আমি আবারও সেই প্রস্তাবগুলো বাস্তবায়নে কাজ করব। দ্রুত সময়ে ট্রাফিক সমস্যা সমাধান করে ঢাকার নাগরিকদের ভোগান্তি থেকে মুক্তি দিতে কাজ করব।’

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৩২ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে