নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিত্যপণ্যের দাম কমানো এবং গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন জানিয়ে করা প্রচার মিছিল থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক দীপক শীলসহ চার ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাঁদের আটক করা হয়।
পুলিশের অভিযোগ, নেতা-কর্মীরা টায়ারে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করায় তাঁদের আটক করা হয়েছে। তবে বাম জোটের পক্ষ থেকে পুলিশের এই অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।
জোটের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে হরতালের আগেই নেতা-কর্মীদের আটক করা হচ্ছে।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের সমর্থনে রাতে বাম গণতান্ত্রিক জোটের বেশ কিছু নেতা-কর্মী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভের পর তাঁরা অগ্নিসংযোগ ও বেশ কিছু গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে।’
এ ব্যাপারে মামলা করা হবে কি না, জানতে চাইলে সালাউদ্দিন মিয়া বলেন, ‘আপাতত তাঁদের আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরে সিদ্ধান্ত নেবে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের আগের রাতে ছাত্রনেতাদের আটক করে পুলিশ ভীতি সৃষ্টির চেষ্টা করছে। এসব ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমানো যাবে না। পুলিশ গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা। মশাল মিছিল শেষে টায়ারে আগুন জ্বালানো হয়েছিল, এটা হরতালের আগের রাতে খুবই স্বাভাবিক।’
প্রিন্স আরও বলেন, ‘সন্ধ্যার পর থেকেই সিপিবি অফিসের নিচে পুলিশ ছিল। অনেককে ঢুকতে দেওয়া হয়নি। আমরা সকাল ৬টা থেকে শান্তিপূর্ণ হরতাল পালন করব।’
জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে (বৃহস্পতিবার) দেশব্যাপী আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠন। এ ছাড়া হরতালে সমর্থন জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। জরুরি সেবাদানকারী যানবাহন যেমন—অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান, খাবারের হোটেল হরতালের আওতার বাইরে থাকবে।

নিত্যপণ্যের দাম কমানো এবং গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন জানিয়ে করা প্রচার মিছিল থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক দীপক শীলসহ চার ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাঁদের আটক করা হয়।
পুলিশের অভিযোগ, নেতা-কর্মীরা টায়ারে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করায় তাঁদের আটক করা হয়েছে। তবে বাম জোটের পক্ষ থেকে পুলিশের এই অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।
জোটের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে হরতালের আগেই নেতা-কর্মীদের আটক করা হচ্ছে।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের সমর্থনে রাতে বাম গণতান্ত্রিক জোটের বেশ কিছু নেতা-কর্মী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভের পর তাঁরা অগ্নিসংযোগ ও বেশ কিছু গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে।’
এ ব্যাপারে মামলা করা হবে কি না, জানতে চাইলে সালাউদ্দিন মিয়া বলেন, ‘আপাতত তাঁদের আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরে সিদ্ধান্ত নেবে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের আগের রাতে ছাত্রনেতাদের আটক করে পুলিশ ভীতি সৃষ্টির চেষ্টা করছে। এসব ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমানো যাবে না। পুলিশ গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা। মশাল মিছিল শেষে টায়ারে আগুন জ্বালানো হয়েছিল, এটা হরতালের আগের রাতে খুবই স্বাভাবিক।’
প্রিন্স আরও বলেন, ‘সন্ধ্যার পর থেকেই সিপিবি অফিসের নিচে পুলিশ ছিল। অনেককে ঢুকতে দেওয়া হয়নি। আমরা সকাল ৬টা থেকে শান্তিপূর্ণ হরতাল পালন করব।’
জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে (বৃহস্পতিবার) দেশব্যাপী আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠন। এ ছাড়া হরতালে সমর্থন জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। জরুরি সেবাদানকারী যানবাহন যেমন—অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান, খাবারের হোটেল হরতালের আওতার বাইরে থাকবে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে