নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিত্যপণ্যের দাম কমানো এবং গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন জানিয়ে করা প্রচার মিছিল থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক দীপক শীলসহ চার ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাঁদের আটক করা হয়।
পুলিশের অভিযোগ, নেতা-কর্মীরা টায়ারে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করায় তাঁদের আটক করা হয়েছে। তবে বাম জোটের পক্ষ থেকে পুলিশের এই অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।
জোটের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে হরতালের আগেই নেতা-কর্মীদের আটক করা হচ্ছে।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের সমর্থনে রাতে বাম গণতান্ত্রিক জোটের বেশ কিছু নেতা-কর্মী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভের পর তাঁরা অগ্নিসংযোগ ও বেশ কিছু গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে।’
এ ব্যাপারে মামলা করা হবে কি না, জানতে চাইলে সালাউদ্দিন মিয়া বলেন, ‘আপাতত তাঁদের আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরে সিদ্ধান্ত নেবে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের আগের রাতে ছাত্রনেতাদের আটক করে পুলিশ ভীতি সৃষ্টির চেষ্টা করছে। এসব ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমানো যাবে না। পুলিশ গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা। মশাল মিছিল শেষে টায়ারে আগুন জ্বালানো হয়েছিল, এটা হরতালের আগের রাতে খুবই স্বাভাবিক।’
প্রিন্স আরও বলেন, ‘সন্ধ্যার পর থেকেই সিপিবি অফিসের নিচে পুলিশ ছিল। অনেককে ঢুকতে দেওয়া হয়নি। আমরা সকাল ৬টা থেকে শান্তিপূর্ণ হরতাল পালন করব।’
জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে (বৃহস্পতিবার) দেশব্যাপী আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠন। এ ছাড়া হরতালে সমর্থন জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। জরুরি সেবাদানকারী যানবাহন যেমন—অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান, খাবারের হোটেল হরতালের আওতার বাইরে থাকবে।

নিত্যপণ্যের দাম কমানো এবং গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন জানিয়ে করা প্রচার মিছিল থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক দীপক শীলসহ চার ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাঁদের আটক করা হয়।
পুলিশের অভিযোগ, নেতা-কর্মীরা টায়ারে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করায় তাঁদের আটক করা হয়েছে। তবে বাম জোটের পক্ষ থেকে পুলিশের এই অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।
জোটের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে হরতালের আগেই নেতা-কর্মীদের আটক করা হচ্ছে।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের সমর্থনে রাতে বাম গণতান্ত্রিক জোটের বেশ কিছু নেতা-কর্মী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভের পর তাঁরা অগ্নিসংযোগ ও বেশ কিছু গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে।’
এ ব্যাপারে মামলা করা হবে কি না, জানতে চাইলে সালাউদ্দিন মিয়া বলেন, ‘আপাতত তাঁদের আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরে সিদ্ধান্ত নেবে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের আগের রাতে ছাত্রনেতাদের আটক করে পুলিশ ভীতি সৃষ্টির চেষ্টা করছে। এসব ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমানো যাবে না। পুলিশ গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা। মশাল মিছিল শেষে টায়ারে আগুন জ্বালানো হয়েছিল, এটা হরতালের আগের রাতে খুবই স্বাভাবিক।’
প্রিন্স আরও বলেন, ‘সন্ধ্যার পর থেকেই সিপিবি অফিসের নিচে পুলিশ ছিল। অনেককে ঢুকতে দেওয়া হয়নি। আমরা সকাল ৬টা থেকে শান্তিপূর্ণ হরতাল পালন করব।’
জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে (বৃহস্পতিবার) দেশব্যাপী আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠন। এ ছাড়া হরতালে সমর্থন জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। জরুরি সেবাদানকারী যানবাহন যেমন—অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান, খাবারের হোটেল হরতালের আওতার বাইরে থাকবে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে