নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিত্যপণ্যের দাম কমানো এবং গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন জানিয়ে করা প্রচার মিছিল থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক দীপক শীলসহ চার ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাঁদের আটক করা হয়।
পুলিশের অভিযোগ, নেতা-কর্মীরা টায়ারে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করায় তাঁদের আটক করা হয়েছে। তবে বাম জোটের পক্ষ থেকে পুলিশের এই অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।
জোটের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে হরতালের আগেই নেতা-কর্মীদের আটক করা হচ্ছে।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের সমর্থনে রাতে বাম গণতান্ত্রিক জোটের বেশ কিছু নেতা-কর্মী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভের পর তাঁরা অগ্নিসংযোগ ও বেশ কিছু গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে।’
এ ব্যাপারে মামলা করা হবে কি না, জানতে চাইলে সালাউদ্দিন মিয়া বলেন, ‘আপাতত তাঁদের আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরে সিদ্ধান্ত নেবে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের আগের রাতে ছাত্রনেতাদের আটক করে পুলিশ ভীতি সৃষ্টির চেষ্টা করছে। এসব ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমানো যাবে না। পুলিশ গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা। মশাল মিছিল শেষে টায়ারে আগুন জ্বালানো হয়েছিল, এটা হরতালের আগের রাতে খুবই স্বাভাবিক।’
প্রিন্স আরও বলেন, ‘সন্ধ্যার পর থেকেই সিপিবি অফিসের নিচে পুলিশ ছিল। অনেককে ঢুকতে দেওয়া হয়নি। আমরা সকাল ৬টা থেকে শান্তিপূর্ণ হরতাল পালন করব।’
জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে (বৃহস্পতিবার) দেশব্যাপী আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠন। এ ছাড়া হরতালে সমর্থন জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। জরুরি সেবাদানকারী যানবাহন যেমন—অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান, খাবারের হোটেল হরতালের আওতার বাইরে থাকবে।

নিত্যপণ্যের দাম কমানো এবং গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন জানিয়ে করা প্রচার মিছিল থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক দীপক শীলসহ চার ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাঁদের আটক করা হয়।
পুলিশের অভিযোগ, নেতা-কর্মীরা টায়ারে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করায় তাঁদের আটক করা হয়েছে। তবে বাম জোটের পক্ষ থেকে পুলিশের এই অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।
জোটের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে হরতালের আগেই নেতা-কর্মীদের আটক করা হচ্ছে।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের সমর্থনে রাতে বাম গণতান্ত্রিক জোটের বেশ কিছু নেতা-কর্মী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভের পর তাঁরা অগ্নিসংযোগ ও বেশ কিছু গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে।’
এ ব্যাপারে মামলা করা হবে কি না, জানতে চাইলে সালাউদ্দিন মিয়া বলেন, ‘আপাতত তাঁদের আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরে সিদ্ধান্ত নেবে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালের আগের রাতে ছাত্রনেতাদের আটক করে পুলিশ ভীতি সৃষ্টির চেষ্টা করছে। এসব ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমানো যাবে না। পুলিশ গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা। মশাল মিছিল শেষে টায়ারে আগুন জ্বালানো হয়েছিল, এটা হরতালের আগের রাতে খুবই স্বাভাবিক।’
প্রিন্স আরও বলেন, ‘সন্ধ্যার পর থেকেই সিপিবি অফিসের নিচে পুলিশ ছিল। অনেককে ঢুকতে দেওয়া হয়নি। আমরা সকাল ৬টা থেকে শান্তিপূর্ণ হরতাল পালন করব।’
জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে (বৃহস্পতিবার) দেশব্যাপী আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠন। এ ছাড়া হরতালে সমর্থন জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। জরুরি সেবাদানকারী যানবাহন যেমন—অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান, খাবারের হোটেল হরতালের আওতার বাইরে থাকবে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৪ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৭ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে