লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা দুই মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং একই মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ নয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচার সৈয়দা আমেনা ফারহিন এই আদেশ দেন। এর আগে ওই দুই মামলায় আসামিরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া ও জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু অসুস্থ থাকায় তাদের আইনজীবী আদালতে সময় চেয়ে আবেদন করেন। এ সময় আদালত আবেদন না মঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আসামিদের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আহাম্মদ ফৌরদোস মানিক অভিযোগ করে বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আসামিরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। আজ আদালত তাদের জামিন আবেদন নাকচ করেছেন। আসামিরা ন্যায় বিচার পায়নি।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, ‘পুলিশের দায়ের করা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইন, সরকারি কাজে বাধা ও পুলিশকে মারধর করার দুই মামলায় আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলার অন্য তিন আসামি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবুল খায়ের ভূইয়া ও সাহাবুদ্দিন সাবু আদালত উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।’
এদিকে আদালত প্রাঙ্গণে নেতা কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুবদল নেতা আবদুল হালিম হুমায়ন প্রমুখ।
গত ১৮ জুলাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি শহরের গোডাউন রোডে পদযাত্রা বের করে বিএনপির নেতা কর্মীরা। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর স্টেশনের দিকে যাওয়ার সময় রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে গেলে পুলিশ বাধাঁ দেয়।
এতে নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতিসহ অন্তত ৫০ জন গুলিবিদ্ধ হন। আহত হন আরও দুই শতাধিক নেতা কর্মী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিনসহ ৫০ পুলিশ সদস্যও আহত হয়েছেন।

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা দুই মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং একই মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ নয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচার সৈয়দা আমেনা ফারহিন এই আদেশ দেন। এর আগে ওই দুই মামলায় আসামিরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া ও জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু অসুস্থ থাকায় তাদের আইনজীবী আদালতে সময় চেয়ে আবেদন করেন। এ সময় আদালত আবেদন না মঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আসামিদের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আহাম্মদ ফৌরদোস মানিক অভিযোগ করে বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আসামিরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। আজ আদালত তাদের জামিন আবেদন নাকচ করেছেন। আসামিরা ন্যায় বিচার পায়নি।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, ‘পুলিশের দায়ের করা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইন, সরকারি কাজে বাধা ও পুলিশকে মারধর করার দুই মামলায় আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলার অন্য তিন আসামি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবুল খায়ের ভূইয়া ও সাহাবুদ্দিন সাবু আদালত উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।’
এদিকে আদালত প্রাঙ্গণে নেতা কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুবদল নেতা আবদুল হালিম হুমায়ন প্রমুখ।
গত ১৮ জুলাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি শহরের গোডাউন রোডে পদযাত্রা বের করে বিএনপির নেতা কর্মীরা। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর স্টেশনের দিকে যাওয়ার সময় রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে গেলে পুলিশ বাধাঁ দেয়।
এতে নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতিসহ অন্তত ৫০ জন গুলিবিদ্ধ হন। আহত হন আরও দুই শতাধিক নেতা কর্মী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিনসহ ৫০ পুলিশ সদস্যও আহত হয়েছেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে