রাজধানীর গাবতলী সংলগ্ন দীপনগর বেড়িবাঁধ এলাকায় দখল হওয়া ২০ বিঘা সরকারি জমি উদ্ধারের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ সোমবার দুপুরে গাবতলী সংলগ্ন দীপনগর বেড়িবাঁধ এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা শেষে মেয়র এ তথ্য জানান।
ডিএনসিসির মেয়র বলেন, `দখল হওয়া জায়গা ঘিরে ডিএনসিসির সীমানা দেয়াল করার মাধ্যমে প্রায় ২০ বিঘা জায়গা দখলমুক্ত হয়েছে। এখানে সরকারের ১৭৩ একর জমি রয়েছে। তার মধ্যে ১৭০ একর দখল হয়ে গেছে। এর মধ্যে ৫২ একর জমি ঢাকা ওয়াসা অধিগ্রহণ করে তিন গুন টাকা দিয়েছে। আবার পুরোটা দখল হয়ে গেছে। আমরা খুব শিগগিরই পুরো জায়গা দখলমুক্ত করব।'
উদ্ধার হওয়া জায়গায় হাতিরঝিলের মতো আরেকটি দৃষ্টিনন্দন লেক করার পরিকল্পনার কথা জানিয়ে আতিকুল ইসলাম বলেন, `দখল হওয়া জায়গার মধ্যে ক খ ঘ ঙ ও চ পাঁচটি খাল আমরা উদ্ধার করে নান্দনিক লেক করব। এই জলাধারের চারপাশে হাঁটার পথ থাকবে, নগরবাসীর জন্য বিনোদনের ব্যবস্থা থাকবে।'
জায়গা দখলমুক্ত করতে অবৈধ দখলদারদের কোনো বৈধ মেসেজ দেওয়া হবে না জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, `যারা অবৈধভাবে জায়গা দখল করেছে, তাদের কোনো বৈধ নোটিশ দেওয়া হবে না। আমরা সীমানা প্রাচীর তুলে তাদের চলাচলের পথ বন্ধ করে দেব। প্রয়াত মেয়র আনিসুল হক এই জায়গা উদ্ধারের জন্য টিনের বেড়া দিয়েছিলেন। দখলদারেরা তা ভেঙে ফেলেছেন।'
মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, 'সরকারি জায়গায় ক্ষমতার দাপট দেখিয়ে বিজিবি মার্কেট নাম দিয়ে ব্যবসা করবেন, ইট বালুর ব্যবসা করবেন, আমরা রাজস্ব পাব না, এটা হবে না। আমরা আগামী তিন চার মাসের ভেতরে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসব।'

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৩ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৬ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৯ মিনিট আগে