নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নারী পোশাকশ্রমিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। আজ সোমবার সকালের এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার (৩৫)। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিনারা বনানীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। সকালে কাজের উদ্দেশ্যে কারখানায় যাওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন শ্রমিকেরা। তাঁদের বুঝিয়ে ময়নাতদন্ত করানোর চেষ্টা করে পুলিশ। তবে তাঁরা লাশের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, সড়ক দুর্ঘটনা হয়েছে। একজন গার্মেন্টস কর্মী মারা গেছেন। অন্য আরেকজন আহত হয়েছেন। আমরা দুজনের বিষয়ে জানতে পেরেছি।
তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
খবর পেয়ে শ্রমিকরা জড়ো হয়ে বনানী চেয়ারম্যান বাড়ি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্প বন্ধ করে দেয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শ্রমিকদের অভিযোগি, দ্রুতগামী বাসগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবরোধের ফলে বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষেরা বিপাকে পড়েছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।
গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়ক দুর্ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন, এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে রেখেছেন।
ট্রাফিক গুলশান বিভাগ গাড়ি চালকদের বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান–২, গুলশান–১ হয়ে আমতলী দিয়ে যাওয়া ও আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নারী পোশাকশ্রমিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। আজ সোমবার সকালের এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার (৩৫)। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিনারা বনানীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। সকালে কাজের উদ্দেশ্যে কারখানায় যাওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন শ্রমিকেরা। তাঁদের বুঝিয়ে ময়নাতদন্ত করানোর চেষ্টা করে পুলিশ। তবে তাঁরা লাশের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, সড়ক দুর্ঘটনা হয়েছে। একজন গার্মেন্টস কর্মী মারা গেছেন। অন্য আরেকজন আহত হয়েছেন। আমরা দুজনের বিষয়ে জানতে পেরেছি।
তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
খবর পেয়ে শ্রমিকরা জড়ো হয়ে বনানী চেয়ারম্যান বাড়ি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্প বন্ধ করে দেয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শ্রমিকদের অভিযোগি, দ্রুতগামী বাসগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবরোধের ফলে বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষেরা বিপাকে পড়েছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।
গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়ক দুর্ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন, এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে রেখেছেন।
ট্রাফিক গুলশান বিভাগ গাড়ি চালকদের বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান–২, গুলশান–১ হয়ে আমতলী দিয়ে যাওয়া ও আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
৩ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
৯ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে