টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে একতা এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের রাইস মিলের হুপার ভেঙে পড়ে তিন শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হোসেনকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিতে অন্য সদস্যরা হলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারোফ হোসেন, গণপূর্ত বিভাগের প্রতিনিধি, কলকারখানা পরিদর্শন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি।
তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ড. আতাউল গনি।
জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, ‘ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন উদ্ধারকারী দল ও উপজেলা প্রশাসন কাজ শুরু করে। সেই সঙ্গে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া নিহত প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছে।’
এদিকে হুপার তৈরিতে ত্রুটি থাকায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
গোপালপুর ফায়ার সার্ভিস অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘মিলে আগে হুপার ছিল না। সম্প্রতি ওই মিলে হুপার বানানো হয়। মিল কর্তৃপক্ষ যে হুপার তৈরি করেছে তা পুরোনো এবং নতুন অ্যাঙ্গেলের সংমিশ্রণ ছিল। কর্তৃপক্ষ হুপার ঝালাই যথাযথভাবে করেনি। তাদের ঝালাইয়ে ত্রুটি ছিল। হুপার বসানোর সময় চারদিকে চারটি পাইপ ব্যবহার করেনি। সাধারণত ওই হুপারের ধারণক্ষমতা ছিল প্রায় ১ হাজার মণ। কিন্তু শ্রমিকেরা প্রায় ১ হাজার ২০০ মণ লোড নিয়ে কাজ করছিলেন, যার কারণে হুপারটি ধসে পড়ে।’
এদিকে সোমবার দুপুরে নিহত তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. লুৎফর রহমান। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তানভির ময়নাতদন্ত সম্পন্ন করেন।

টাঙ্গাইলের গোপালপুরে একতা এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের রাইস মিলের হুপার ভেঙে পড়ে তিন শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হোসেনকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিতে অন্য সদস্যরা হলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারোফ হোসেন, গণপূর্ত বিভাগের প্রতিনিধি, কলকারখানা পরিদর্শন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি।
তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ড. আতাউল গনি।
জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, ‘ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন উদ্ধারকারী দল ও উপজেলা প্রশাসন কাজ শুরু করে। সেই সঙ্গে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া নিহত প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছে।’
এদিকে হুপার তৈরিতে ত্রুটি থাকায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
গোপালপুর ফায়ার সার্ভিস অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘মিলে আগে হুপার ছিল না। সম্প্রতি ওই মিলে হুপার বানানো হয়। মিল কর্তৃপক্ষ যে হুপার তৈরি করেছে তা পুরোনো এবং নতুন অ্যাঙ্গেলের সংমিশ্রণ ছিল। কর্তৃপক্ষ হুপার ঝালাই যথাযথভাবে করেনি। তাদের ঝালাইয়ে ত্রুটি ছিল। হুপার বসানোর সময় চারদিকে চারটি পাইপ ব্যবহার করেনি। সাধারণত ওই হুপারের ধারণক্ষমতা ছিল প্রায় ১ হাজার মণ। কিন্তু শ্রমিকেরা প্রায় ১ হাজার ২০০ মণ লোড নিয়ে কাজ করছিলেন, যার কারণে হুপারটি ধসে পড়ে।’
এদিকে সোমবার দুপুরে নিহত তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. লুৎফর রহমান। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তানভির ময়নাতদন্ত সম্পন্ন করেন।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
৩ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
৬ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩০ মিনিট আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে