
ফরিদপুরে মহাসড়কের ওপর স্থাপনা নির্মাণকাজ করেছেন এক বিএনপি নেতা। জেলা সদরের মাচ্চর ইউনিয়নের ধুলদি বাজারের পাশে ফরিদপুর-ঢাকা মহাসড়কের ওপর স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে। ওই নেতার দাবি তিনি ব্যক্তিগত স্থাপনা নয়, বিএনপির ক্লাবঘর নির্মাণ করছেন।
ওই নেতার নাম মো. চুন্নু মোল্যা। তিনি মাচ্চর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলের সমর্থক বলে পরিচয় দেন। এ ছাড়া তিনি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে নিশ্চিত করেন, ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেমায়েত সরদার।
মহাসড়কটিতে গিয়ে দেখা গেছে, ঢাকা-ফরিদপুর মহাসড়কের ওই অংশটির সেতু অকেজো হওয়ায় পাশেই সড়কের আরেকটি অংশ করা হয়। গত তিন বছর ধরে মূল সড়ক হিসেবে নতুন অংশটি ব্যবহার করা হচ্ছে। এরপর থেকে ওই অংশটি বন্ধ হয়ে গেলেও ছোট যানবাহন চলাচল অব্যাহত আছে। মহাসড়কের অব্যবহৃত ওই অংশের ওপরেই আধা পাকা স্থাপনাটি নির্মাণাধীন। সড়কের পিচ ঢালাইয়ের পুরো অংশের ওপরেই ইট-বালু দিয়ে পাকাকরণ করা হয়েছে। এরপর বাঁশ ও কাঠ দিয়ে কাঠামো গড়া হয়েছে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলতে চাইলে কেউ রাজি হননি। এ সময় সেখানে দলবল নিয়ে হাজির হন ওই নেতা। তিনি নিজেকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বলেন, ‘এলাকার মানুষের সহযোগিতায় এটা আমি করতেছি। এখানে আমাদের ক্লাবঘর করা হবে। কয়েক দিন আগে নির্মাণকাজ জাঁকজমকভাবে উদ্বোধন করা হয়েছে।’
তবে বিষয়টি জেলা বিএনপি অবগত নয় বলে জানান, জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেছ আলী ইছা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কের ওপর কেউ স্থাপনা নির্মাণ করলে সেটি সড়ক বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে এবং বিএনপির কেউ করে থাকলে ব্যবস্থাও নেওয়া হবে।’

চুন্নু মোল্যা নামের ওই ব্যক্তি বিএনপির কোনো পদধারী নেতা নয় বলে দাবি করে তিনি বলেন, এখন অনেকেই কার্যসিদ্ধি করার জন্য বিএনপি পরিচয় দিয়ে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার আজকে পত্রিকাকে বলেন, ‘আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। পিচ ঢালাই সড়কের ওপর স্থাপনা নির্মাণ অত্যন্ত ভয়ংকর বিষয়। আমরা এখনই স্থাপনা নির্মাণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সে যে দলেরই হোক।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে