চৌদ্দগ্রাম প্রতিনিধি

কয়েক মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না কুমিল্লা চৌদ্দগ্রামের ১৬৯ জনপ্রতিনিধি ও ৭৭ জন গ্রাম পুলিশ। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক ইচ্ছাকৃতভাবে এ বেতন-ভাতা বন্ধ রেখেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত উপজেলার তেরোটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যসহ ১৬৯জন জনপ্রতিনিধির বেতন বন্ধ রয়েছে। এ ছাড়া গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৭৭ জন গ্রামপুলিশের বেতন ভাতা বন্ধ রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এর মধ্যে অনেক ইউপি চেয়ারম্যান ও সদস্য এবারের নির্বাচনে বিজয়ী হতে পারেননি। তারাও এ সম্মানী ভাতা থেকে বঞ্চিত হয়েছেন।
গ্রামপুলিশের নারী সদস্য আনোয়ারা ও রুবিয়া বেগম বলেন, ‘গত তিন মাস আমরা বেতন ভাতা পাচ্ছি না। এতে করে সংসার চালাতে হিমশিম খাচ্ছি।’
১০ নম্বর বাতিসা ইউপির চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু বলেন, ‘ইউপি চেয়ারম্যানসহ অনেক সদস্য সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পারেননি। কিন্তু গত চার মাস ধরে আমাদের সম্মানী ভাতা বন্ধ রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি খুবই দুঃখজনক।’
চৌদ্দগ্রাম উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বলেন, ‘ জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ সফল করে বেতন ভাতা বন্ধ করা হয়েছে। এভাবে জন্ম নিবন্ধন কার্যক্রম শতভাগ সফল করার আইন আছে কিনা আমার জানা নেই। অনেক গ্রাম পুলিশ তাদের কষ্টের কথা আমার কাছে বলেছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক বলেন, শূন্য থেকে ৪৫ দিন বয়সী শিশুদের জন্মনিবন্ধন কার্যক্রম সফল করা জনপ্রতিনিধি ও গ্রামপুলিশদের দায়িত্ব। তাঁরা এ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে। তবে আগামী মাস থেকে যথারীতি বেতন ভাতা দেওয়া হবে।’

কয়েক মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না কুমিল্লা চৌদ্দগ্রামের ১৬৯ জনপ্রতিনিধি ও ৭৭ জন গ্রাম পুলিশ। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক ইচ্ছাকৃতভাবে এ বেতন-ভাতা বন্ধ রেখেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত উপজেলার তেরোটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যসহ ১৬৯জন জনপ্রতিনিধির বেতন বন্ধ রয়েছে। এ ছাড়া গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৭৭ জন গ্রামপুলিশের বেতন ভাতা বন্ধ রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এর মধ্যে অনেক ইউপি চেয়ারম্যান ও সদস্য এবারের নির্বাচনে বিজয়ী হতে পারেননি। তারাও এ সম্মানী ভাতা থেকে বঞ্চিত হয়েছেন।
গ্রামপুলিশের নারী সদস্য আনোয়ারা ও রুবিয়া বেগম বলেন, ‘গত তিন মাস আমরা বেতন ভাতা পাচ্ছি না। এতে করে সংসার চালাতে হিমশিম খাচ্ছি।’
১০ নম্বর বাতিসা ইউপির চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু বলেন, ‘ইউপি চেয়ারম্যানসহ অনেক সদস্য সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পারেননি। কিন্তু গত চার মাস ধরে আমাদের সম্মানী ভাতা বন্ধ রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি খুবই দুঃখজনক।’
চৌদ্দগ্রাম উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বলেন, ‘ জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ সফল করে বেতন ভাতা বন্ধ করা হয়েছে। এভাবে জন্ম নিবন্ধন কার্যক্রম শতভাগ সফল করার আইন আছে কিনা আমার জানা নেই। অনেক গ্রাম পুলিশ তাদের কষ্টের কথা আমার কাছে বলেছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক বলেন, শূন্য থেকে ৪৫ দিন বয়সী শিশুদের জন্মনিবন্ধন কার্যক্রম সফল করা জনপ্রতিনিধি ও গ্রামপুলিশদের দায়িত্ব। তাঁরা এ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে। তবে আগামী মাস থেকে যথারীতি বেতন ভাতা দেওয়া হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে