ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

‘আমার কইলজার ধনরে আইন্না দেন আপনেরা। আমি আর কিছু চাই না। আমার কইলজা ছিঁড়া ধনে কেমনে ছাইড়া গেল গো?’ সন্তান হারিয়ে এই বুকফাটা আহাজারি করে এসব কথা বলছিলেন দুই মা। আজ মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডুবায় ডুবে মারা গেছে এই দুই মায়ের সন্তান জিহাদ হোসেন (৫) ও রায়হান হোসেন (৩)। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুদের মায়েদের কান্না থামছে না। নাজমা বেগম ছেলে জিহাদের নিথর দেহ জড়িয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন। কান্নায় ভেঙে পড়া রায়হানের মা রোকসানা আক্তার বলেন, ‘আম্মার কইলজা ছিঁড়া যাইতাছে, বাবা কথা কও, আব্বা আম্মার লগে কুদ্দুর কথা কও! আম্মায় তোমারে ছাড়া কী লইয়া থাহাম?’
জিহাদ হোসেন রামচন্দ্রপুর গ্রামের জলিল মিয়া ও নাজমা বেগমের একমাত্র ছেলে। অন্যদিকে রায়হান হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের রুবেল মিয়া ও রোকসানা আক্তারের সন্তান। স্বজনদের বরাতে জানা গেছে, এই দুই শিশু সম্পর্কে মামা-ভাগিনা। প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির উঠানে খেলছিল শিশুরা। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে আতঙ্কিত হয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পাশের একটি নতুন খনন করা ডোবায় তাদের নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। তাদের দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহমিদা ইসলাম বলেন, শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল। চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পুরো এলাকা শোকস্তব্ধ। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুদের লাশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

‘আমার কইলজার ধনরে আইন্না দেন আপনেরা। আমি আর কিছু চাই না। আমার কইলজা ছিঁড়া ধনে কেমনে ছাইড়া গেল গো?’ সন্তান হারিয়ে এই বুকফাটা আহাজারি করে এসব কথা বলছিলেন দুই মা। আজ মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডুবায় ডুবে মারা গেছে এই দুই মায়ের সন্তান জিহাদ হোসেন (৫) ও রায়হান হোসেন (৩)। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুদের মায়েদের কান্না থামছে না। নাজমা বেগম ছেলে জিহাদের নিথর দেহ জড়িয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন। কান্নায় ভেঙে পড়া রায়হানের মা রোকসানা আক্তার বলেন, ‘আম্মার কইলজা ছিঁড়া যাইতাছে, বাবা কথা কও, আব্বা আম্মার লগে কুদ্দুর কথা কও! আম্মায় তোমারে ছাড়া কী লইয়া থাহাম?’
জিহাদ হোসেন রামচন্দ্রপুর গ্রামের জলিল মিয়া ও নাজমা বেগমের একমাত্র ছেলে। অন্যদিকে রায়হান হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের রুবেল মিয়া ও রোকসানা আক্তারের সন্তান। স্বজনদের বরাতে জানা গেছে, এই দুই শিশু সম্পর্কে মামা-ভাগিনা। প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির উঠানে খেলছিল শিশুরা। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে আতঙ্কিত হয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পাশের একটি নতুন খনন করা ডোবায় তাদের নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। তাদের দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহমিদা ইসলাম বলেন, শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল। চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পুরো এলাকা শোকস্তব্ধ। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুদের লাশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৩৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
২ ঘণ্টা আগে
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
২ ঘণ্টা আগে