ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড থেকে জিংলাতলী পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় ৮টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ভোর ৫টা থেকে এসব দুর্ঘটনা ঘটে। এতে উপজেলার শহীদনগর থেকে চান্দিনা উপজেলার কুটুম্বপুর পর্যন্ত প্রায় দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে স্টার লাইন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন আহত হন। এর আধা কিলোমিটার দূরে একটি স্লিপার কোচ যানজটের কারণে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা পিকআপকে ধাক্কা দেয়। এতে কুমিল্লাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে ঢাকামুখী সড়কের জিংলাতলীর কাছে একটি মাইক্রোবাস ও প্রাইভেট কার এবং লেগুনাসহ চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে সাতজন আহত হন। অন্যদিকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা প্রাইভেট কারকে ধাক্কা দিলে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে দাউদকান্দির শহীদনগর থেকে চান্দিনা উপজেলার কুটুম্বপুর পর্যন্ত প্রায় দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার বলেন, ঘন কুয়াশার কারণে ৩ কিলোমিটারের মধ্যে ৮টি দুর্ঘটনা ঘটে এই যানজটের সৃষ্টি হয়। পরে ৩টি রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড থেকে জিংলাতলী পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় ৮টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ভোর ৫টা থেকে এসব দুর্ঘটনা ঘটে। এতে উপজেলার শহীদনগর থেকে চান্দিনা উপজেলার কুটুম্বপুর পর্যন্ত প্রায় দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে স্টার লাইন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন আহত হন। এর আধা কিলোমিটার দূরে একটি স্লিপার কোচ যানজটের কারণে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা পিকআপকে ধাক্কা দেয়। এতে কুমিল্লাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে ঢাকামুখী সড়কের জিংলাতলীর কাছে একটি মাইক্রোবাস ও প্রাইভেট কার এবং লেগুনাসহ চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে সাতজন আহত হন। অন্যদিকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা প্রাইভেট কারকে ধাক্কা দিলে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে দাউদকান্দির শহীদনগর থেকে চান্দিনা উপজেলার কুটুম্বপুর পর্যন্ত প্রায় দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার বলেন, ঘন কুয়াশার কারণে ৩ কিলোমিটারের মধ্যে ৮টি দুর্ঘটনা ঘটে এই যানজটের সৃষ্টি হয়। পরে ৩টি রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
২৯ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৩৩ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
৪২ মিনিট আগে