Ajker Patrika

স্বচ্ছতা নিরপেক্ষতা জবাবদিহি সম্পূর্ণ নিশ্চিত করা হচ্ছে: আনসার উপমহাপরিচালক

 কুমিল্লা প্রতিনিধি 
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ০৬
স্বচ্ছতা নিরপেক্ষতা জবাবদিহি সম্পূর্ণ নিশ্চিত করা হচ্ছে: আনসার উপমহাপরিচালক
সমাবেশ বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. ফয়সাল আহম্মদ ভূঁইয়া। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. ফয়সাল আহম্মদ ভূঁইয়া বলেছেন, ‘ইতিপূর্বে বিভিন্ন সময় যে ত্রুটি-বিচ্যুতি, ছোটখাটো বৈষম্যের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা রেশনের দিক দিয়ে হোক, ভাতার দিক দিয়ে হোক, নিয়োগের দিক দিয়ে হোক বা পোশাকের বা অন্য সুবিধাগুলোর দিকে হোক, মহাপরিচালক তা কার্যকরভাবে নিশ্চিত করার চেষ্টা করছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা রামমালা আনসার ক্যাম্পে বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপমহাপরিচালক বলেন, ‘সদর দপ্তরের পক্ষ থেকে বলতে পারি স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি সম্পূর্ণ নিশ্চিত করা হচ্ছে। তারপরও যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে আপনারা কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করবেন।’

কর্নেল মো. ফয়সাল আহম্মদ ভূঁইয়া বলেন, ‘দেশ সবার আগে, তারপর প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পাবে। এরপর ব্যক্তিগত স্বার্থ। যদি এই নীতি বজায় থাকে তাহলে দেশের জন্য মঙ্গল হবে, আপনার জন্য মঙ্গল হবে। শান্তিশৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা—এই মূলনীতি বজায় রেখেই সবাইকে কাজ করতে হবে।’

কুমিল্লা জেলার ১৭টি উপজেলার ভাতাভোগী ৪৫০ জন আনসার-ভিডিপির নারী ও পুরুষ সদস্য এই জেলা সমাবেশে অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থান অধিকারীদের ৭টি বাইসাইকেল, ৬টি সেলাই মেশিন এবং ৬০টি ছাতা উপহার দেওয়া হয়।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ১০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মুস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক, রামগঞ্জ ১৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক শিরিন সুলতানা, ৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক জানে আলম সুফিয়ান। সভাপতিত্ব করেন জেলা রেঞ্জ কমান্ডার মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন করেন জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত