নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবীব বলেছেন, ‘ভোটকেন্দ্রে কোনো ধরনের হাঙ্গামা বরদাশত করা হবে না। বুথে সংশ্লিষ্ট ভোটার ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই। কমিশন কুমিল্লায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে চায়। এ ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কেউ অনিয়মে জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আজ সোমবার কুসিক নির্বাচন উপলক্ষে নগরীর বাদুরতলায় নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ১০৫টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
চিঠি দিয়েও স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা থেকে সরানো যায়নি। এ প্রসঙ্গে ইসি আহসান হাবীব বলেছেন, কমিশনের আদেশের পরও এলাকা না ছাড়ায় কমিশনের সম্মান যায়নি। সম্মান গেল কার?
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, নির্বাচন কমিশন সচিবালয়ের ইভিএম প্রকল্পের প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
সংসদ সদস্য বাহারের ব্যাপারে জানতে চাইলে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশন আইনগত বাধ্যবাধকতায় কোনো জনপ্রতিনিধিকে বাড়ি থেকে জোর করে বের করতে পারেন না। তবে তিনি (সংসদ সদস্য বাহার) যে কমিশনের চিঠির আদেশ মানলেন না, এতে সম্মান গেল কার?’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবীব বলেছেন, ‘ভোটকেন্দ্রে কোনো ধরনের হাঙ্গামা বরদাশত করা হবে না। বুথে সংশ্লিষ্ট ভোটার ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই। কমিশন কুমিল্লায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে চায়। এ ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কেউ অনিয়মে জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আজ সোমবার কুসিক নির্বাচন উপলক্ষে নগরীর বাদুরতলায় নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ১০৫টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
চিঠি দিয়েও স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা থেকে সরানো যায়নি। এ প্রসঙ্গে ইসি আহসান হাবীব বলেছেন, কমিশনের আদেশের পরও এলাকা না ছাড়ায় কমিশনের সম্মান যায়নি। সম্মান গেল কার?
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, নির্বাচন কমিশন সচিবালয়ের ইভিএম প্রকল্পের প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
সংসদ সদস্য বাহারের ব্যাপারে জানতে চাইলে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশন আইনগত বাধ্যবাধকতায় কোনো জনপ্রতিনিধিকে বাড়ি থেকে জোর করে বের করতে পারেন না। তবে তিনি (সংসদ সদস্য বাহার) যে কমিশনের চিঠির আদেশ মানলেন না, এতে সম্মান গেল কার?’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে