চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে আবদুল কাইয়ুম ফাহমিদ (৯) ও আবদুর রহমান ফাওয়াজ (৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। দুজনই আপন চাচাতো-জ্যাঠাতো ভাই।
আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃতরা হলো, ওই এলাকার জালাল উদ্দিন ছেলে আবদুল কাইয়ুম ফাহমিদ এবং বেলাল হোসেনের ছেলে ফাওয়াজ। তাঁরা স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সমবয়সী হওয়াতে তারা এক সঙ্গে চলাফেরা করত। বৃহস্পতিবার স্কুল ছুটির পরে সবার অগোচরে দুজনই বাড়ির পাশের মসজিদের পুকুরে গোসল করতে যায়। এদিকে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় শিশুদের বাবা-মা ও আত্মীয়স্বজন গ্রামের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। অবশেষে ওই পুকুরে স্থানীয়রা গোসল করতে নেমে দুজনের মরদেহের সন্ধান পান।
নিহত দুই শিশুর বড় চাচা মীর হোসেন বলেন, ‘বাড়ির পাশের মসজিদের পুকুরের ঘাটে দুজনের গেঞ্জি এবং প্যান্ট দেখতে পাই। এতে আমাদের সন্দেহ হলে পুকুরে নামি। সেখানে তাদেরকে পাই। স্থানীয়দের সহায়তায় তাদের তুলে দেখি দুজন একে অপরকে জড়িয়ে ধরে আছে। এরপর উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।’
ফাহমিদের বাবা জালাল উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আমার এক বন্ধুর মেয়ে মারা যায়। তাকে দেখতে গিয়ে ওইখানে দেরি হয়ে যায়। প্রতিদিন ফাহমিদ ও ফাওয়াজকে আমি নিজ হাতে গোসল করাই। আজ তারা নিজেরা গোসল করতে গিয়ে আমাদের দুই ভাইয়ের বুক খালি করে চলে গেল।’
ফাওয়াজের বাবা বেলাল হোসেন বলেন, ‘আমি চৌদ্দগ্রাম গিয়েছিলাম। আসতে দেরি হয়েছে। প্রতিদিন দুজনকে স্কুল থেকে নিয়ে আসতাম। দুজনকে একসঙ্গে খাওয়াতাম। আজ কেন যে, চৌদ্দগ্রাম গেলাম নিজেও বুঝতে পারছি না।’ এ কথা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়েন।
সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক হোসনেয়ারা বেগম বলেন, ‘ফাওয়াজ ও ফাহমিদ দুজনই আমার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার তারা স্কুলে এসেছিল। ছুটি শেষে বাড়িতে গিয়ে গোসল করতে নেমে দুজনই মারা যায়। বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ফাহমিদ ও ফাওয়াজ আপন চাচাতো-জ্যাঠাতো ভাই। তারা সাঁতার জানত না। বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে আবদুল কাইয়ুম ফাহমিদ (৯) ও আবদুর রহমান ফাওয়াজ (৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। দুজনই আপন চাচাতো-জ্যাঠাতো ভাই।
আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃতরা হলো, ওই এলাকার জালাল উদ্দিন ছেলে আবদুল কাইয়ুম ফাহমিদ এবং বেলাল হোসেনের ছেলে ফাওয়াজ। তাঁরা স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সমবয়সী হওয়াতে তারা এক সঙ্গে চলাফেরা করত। বৃহস্পতিবার স্কুল ছুটির পরে সবার অগোচরে দুজনই বাড়ির পাশের মসজিদের পুকুরে গোসল করতে যায়। এদিকে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় শিশুদের বাবা-মা ও আত্মীয়স্বজন গ্রামের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। অবশেষে ওই পুকুরে স্থানীয়রা গোসল করতে নেমে দুজনের মরদেহের সন্ধান পান।
নিহত দুই শিশুর বড় চাচা মীর হোসেন বলেন, ‘বাড়ির পাশের মসজিদের পুকুরের ঘাটে দুজনের গেঞ্জি এবং প্যান্ট দেখতে পাই। এতে আমাদের সন্দেহ হলে পুকুরে নামি। সেখানে তাদেরকে পাই। স্থানীয়দের সহায়তায় তাদের তুলে দেখি দুজন একে অপরকে জড়িয়ে ধরে আছে। এরপর উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।’
ফাহমিদের বাবা জালাল উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আমার এক বন্ধুর মেয়ে মারা যায়। তাকে দেখতে গিয়ে ওইখানে দেরি হয়ে যায়। প্রতিদিন ফাহমিদ ও ফাওয়াজকে আমি নিজ হাতে গোসল করাই। আজ তারা নিজেরা গোসল করতে গিয়ে আমাদের দুই ভাইয়ের বুক খালি করে চলে গেল।’
ফাওয়াজের বাবা বেলাল হোসেন বলেন, ‘আমি চৌদ্দগ্রাম গিয়েছিলাম। আসতে দেরি হয়েছে। প্রতিদিন দুজনকে স্কুল থেকে নিয়ে আসতাম। দুজনকে একসঙ্গে খাওয়াতাম। আজ কেন যে, চৌদ্দগ্রাম গেলাম নিজেও বুঝতে পারছি না।’ এ কথা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়েন।
সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক হোসনেয়ারা বেগম বলেন, ‘ফাওয়াজ ও ফাহমিদ দুজনই আমার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার তারা স্কুলে এসেছিল। ছুটি শেষে বাড়িতে গিয়ে গোসল করতে নেমে দুজনই মারা যায়। বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ফাহমিদ ও ফাওয়াজ আপন চাচাতো-জ্যাঠাতো ভাই। তারা সাঁতার জানত না। বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ মিনিট আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩৩ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৭ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৪০ মিনিট আগে