দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ১২টার দিকে উপজেলার পদ্মকোট ইউনিয়নের দক্ষিণ পাড়া গণি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু সম্পর্কে চাচাতো ও জ্যাঠাতো বোন। তারা ওই বাড়ির মৃত কামরুল ইসলামের মেয়ে তানহা আক্তার (১০) ও আনোয়ারুল ইসলাম মাইনুদ্দিনের মেয়ে মাহি আক্তার (৮)। এদের মধ্যে তানহা আক্তার পদ্মকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণি ও মারিয়া আক্তার প্রথম শ্রেণিতে পড়ালেখা করত। মারিয়ার বাবা মো. কামরুল ইসলাম পদ্মকোট বাজারে পল্লি চিকিৎসক।
নিহতের প্রতিবেশী চাচা মো. পারভেজ জানায়, আজ দুপুরে তানহা ও মারিয়া বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। তখন তাদের সঙ্গে কেউ ছিল না। পুকুরে নামার ১০ / ১৫ মিনিটি পর তাদের খোঁজাখুঁজি করেন মারিয়ার বাবা আনোয়ারুল ইসলাম মাইনুদ্দিন। খোঁজতে এসে পুকুর পাড়ে তাদের দুজনের পায়ের জুতা দেখে সন্দেহ হয় আনোয়ারুলের। পরে তিনি পুকুরে নেমে তাদের দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই বোনকে মৃত ঘোষণা করেন।
গুনাইঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. হুমায়ূন কবীর বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। এর আগেও এ পুকুরে ডুবে কয়েকজন মারা গেছে। আমি ঢাকায় অবস্থান করছি। ঘটনাস্থলে আমার লোকজন ও পুলিশ রয়েছে। বাদ আসরের পর তানহা ও মাহির জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহে দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।’

কুমিল্লার দেবিদ্বারে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ১২টার দিকে উপজেলার পদ্মকোট ইউনিয়নের দক্ষিণ পাড়া গণি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু সম্পর্কে চাচাতো ও জ্যাঠাতো বোন। তারা ওই বাড়ির মৃত কামরুল ইসলামের মেয়ে তানহা আক্তার (১০) ও আনোয়ারুল ইসলাম মাইনুদ্দিনের মেয়ে মাহি আক্তার (৮)। এদের মধ্যে তানহা আক্তার পদ্মকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণি ও মারিয়া আক্তার প্রথম শ্রেণিতে পড়ালেখা করত। মারিয়ার বাবা মো. কামরুল ইসলাম পদ্মকোট বাজারে পল্লি চিকিৎসক।
নিহতের প্রতিবেশী চাচা মো. পারভেজ জানায়, আজ দুপুরে তানহা ও মারিয়া বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। তখন তাদের সঙ্গে কেউ ছিল না। পুকুরে নামার ১০ / ১৫ মিনিটি পর তাদের খোঁজাখুঁজি করেন মারিয়ার বাবা আনোয়ারুল ইসলাম মাইনুদ্দিন। খোঁজতে এসে পুকুর পাড়ে তাদের দুজনের পায়ের জুতা দেখে সন্দেহ হয় আনোয়ারুলের। পরে তিনি পুকুরে নেমে তাদের দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই বোনকে মৃত ঘোষণা করেন।
গুনাইঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. হুমায়ূন কবীর বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। এর আগেও এ পুকুরে ডুবে কয়েকজন মারা গেছে। আমি ঢাকায় অবস্থান করছি। ঘটনাস্থলে আমার লোকজন ও পুলিশ রয়েছে। বাদ আসরের পর তানহা ও মাহির জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহে দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।’

বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
৫ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
২৯ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে