কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আবু নাইম নামের এক যুবকের বিরুদ্ধে তাঁর ১৬ মাস বয়সী শিশুসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে। মারা যাওয়া শিশুটির নাম আব্দুল্লাহ। এ ঘটনায় আবু নাইমকে পুলিশ আটক করেছে। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির মা শাহিদা আক্তারের অভিযোগ, আবু নাইম অসুস্থ শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছেন বলে বের হন। কয়েক ঘণ্টা পর তিনি তাঁর ছেলের নিথর দেহ এনে বাড়িতে ফেলে রেখে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় প্রতিবেশীরা তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত যুবক সদর উত্তরপাড়া এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে। আব্দুল্লাহ জন্মের পর শিশুটি নিজের সন্তান না–এমন দাবি করে আসছিলেন নাইম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। একবার তিনি শিশুটিকে গলা টিপে হত্যারও চেষ্টা করে ছিলেন। তাঁদের এই কলহ বেশ কয়েকবার সামাজিকভাবে মেটানোর চেষ্টা করা হয়।
শাহিদা আক্তার বলেন, ‘আমার স্বামীই আমার সন্তানকে হত্যা করেছেন। আমি তাঁর ফাঁসি চাই।’
শিশুটির মা শাহিদা বলেন, ‘গতকাল শুক্রবার থেকে আমাদের ছেলে আব্দুল্লাহর জ্বর অনুভব হচ্ছিল। আজ সকালে আমার স্বামীকে বলি, ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন তিনি বলেন, তুমি বাড়িতে থাক, আমি নিয়ে যাচ্ছি। এই বলে আব্দুল্লাহকে একা নিয়ে চলে যান। এরপর তিনি মোবাইল ফোন বন্ধ করে রাখেন। তাঁর সঙ্গে আর আমি যোগাযোগ করতে পারিনি। দুপুর সাড়ে ১২টার দিকে আমার ছেলের মরদেহ নিয়ে বাড়িতে আসেন এবং ফেলে রেখে চলে যাচ্ছিলেন। এ সময় আমি চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাঁকে আটক করে পুলিশে দেন।’
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সন্তান হত্যার অভিযোগে আবু নাইম নামের এক যুবককে আটক করা হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আবু নাইম নামের এক যুবকের বিরুদ্ধে তাঁর ১৬ মাস বয়সী শিশুসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে। মারা যাওয়া শিশুটির নাম আব্দুল্লাহ। এ ঘটনায় আবু নাইমকে পুলিশ আটক করেছে। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির মা শাহিদা আক্তারের অভিযোগ, আবু নাইম অসুস্থ শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছেন বলে বের হন। কয়েক ঘণ্টা পর তিনি তাঁর ছেলের নিথর দেহ এনে বাড়িতে ফেলে রেখে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় প্রতিবেশীরা তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত যুবক সদর উত্তরপাড়া এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে। আব্দুল্লাহ জন্মের পর শিশুটি নিজের সন্তান না–এমন দাবি করে আসছিলেন নাইম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। একবার তিনি শিশুটিকে গলা টিপে হত্যারও চেষ্টা করে ছিলেন। তাঁদের এই কলহ বেশ কয়েকবার সামাজিকভাবে মেটানোর চেষ্টা করা হয়।
শাহিদা আক্তার বলেন, ‘আমার স্বামীই আমার সন্তানকে হত্যা করেছেন। আমি তাঁর ফাঁসি চাই।’
শিশুটির মা শাহিদা বলেন, ‘গতকাল শুক্রবার থেকে আমাদের ছেলে আব্দুল্লাহর জ্বর অনুভব হচ্ছিল। আজ সকালে আমার স্বামীকে বলি, ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন তিনি বলেন, তুমি বাড়িতে থাক, আমি নিয়ে যাচ্ছি। এই বলে আব্দুল্লাহকে একা নিয়ে চলে যান। এরপর তিনি মোবাইল ফোন বন্ধ করে রাখেন। তাঁর সঙ্গে আর আমি যোগাযোগ করতে পারিনি। দুপুর সাড়ে ১২টার দিকে আমার ছেলের মরদেহ নিয়ে বাড়িতে আসেন এবং ফেলে রেখে চলে যাচ্ছিলেন। এ সময় আমি চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাঁকে আটক করে পুলিশে দেন।’
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সন্তান হত্যার অভিযোগে আবু নাইম নামের এক যুবককে আটক করা হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৭ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২০ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২১ মিনিট আগে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।
২৪ মিনিট আগে