কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পৃথক হত্যা মামলার রায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন রায় দুটি দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (পিপি) নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালতের রায়ে কুমিল্লার বরুড়ার বড় লক্ষ্মীপুর গ্রামের আক্তারুজ্জামান হত্যা মামলায় হাফেজা আক্তার তাসমিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাঁর স্বামী শাহীন ভূঁইয়াকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে হাফেজা আক্তার তাসমিয়ার দেবর মিজানুর রহমানকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক রোজিনা খান।
মামলার বিবরণে জানা গেছে, বরুড়ার বড় লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী শাহীন ভূঁইয়ার স্ত্রী তাসমিয়া গ্রামের আক্তারুজ্জামানকে দিয়ে বাজার করাতেন। এ সময় তাসমিয়ার ওপর আক্তারুজ্জামানের কুনজর পড়ে। শাহীন দেশে ফেরার পরও তাসমিয়াকে উত্ত্যক্ত করতেন আক্তারুজ্জামান। ক্ষুব্ধ হয়ে তাসমিয়া ২০১৬ সালের ৯ অক্টোবর ঘরে ডেকে এনে কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করে আক্তারুজ্জামানের লাশ খাটের নিচে লুকিয়ে রাখেন। রাতে স্বামী-স্ত্রী মিলে লাশ ডোবায় ফেলে দেন। এ নিয়ে নিহতের ভাই আবুল কাসেম হত্যা মামলা করেন।
অন্যদিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ির আনোয়ারা বেগম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেন বিচারক জাহাঙ্গীর হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৩ মার্চ রাতে পারিবারিক বিরোধের জেরে দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ির আনোয়ার বেগমকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। পরদিন ৪ মার্চ নিহতের মেয়ে উম্মে সালমা অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে দেবীদ্বার থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। মামলা চলাকালীন আসামি চারজনের মধ্যে দুজন মারা যান। রায়ের সময় আদালতে উপস্থিত আসামি আল আমিনকে মৃত্যুদণ্ড ও মোস্তাফিজকে বেকসুর খালাস দেওয়া হয়।

কুমিল্লায় পৃথক হত্যা মামলার রায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন রায় দুটি দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (পিপি) নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালতের রায়ে কুমিল্লার বরুড়ার বড় লক্ষ্মীপুর গ্রামের আক্তারুজ্জামান হত্যা মামলায় হাফেজা আক্তার তাসমিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাঁর স্বামী শাহীন ভূঁইয়াকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে হাফেজা আক্তার তাসমিয়ার দেবর মিজানুর রহমানকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক রোজিনা খান।
মামলার বিবরণে জানা গেছে, বরুড়ার বড় লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী শাহীন ভূঁইয়ার স্ত্রী তাসমিয়া গ্রামের আক্তারুজ্জামানকে দিয়ে বাজার করাতেন। এ সময় তাসমিয়ার ওপর আক্তারুজ্জামানের কুনজর পড়ে। শাহীন দেশে ফেরার পরও তাসমিয়াকে উত্ত্যক্ত করতেন আক্তারুজ্জামান। ক্ষুব্ধ হয়ে তাসমিয়া ২০১৬ সালের ৯ অক্টোবর ঘরে ডেকে এনে কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করে আক্তারুজ্জামানের লাশ খাটের নিচে লুকিয়ে রাখেন। রাতে স্বামী-স্ত্রী মিলে লাশ ডোবায় ফেলে দেন। এ নিয়ে নিহতের ভাই আবুল কাসেম হত্যা মামলা করেন।
অন্যদিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ির আনোয়ারা বেগম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেন বিচারক জাহাঙ্গীর হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৩ মার্চ রাতে পারিবারিক বিরোধের জেরে দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ির আনোয়ার বেগমকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। পরদিন ৪ মার্চ নিহতের মেয়ে উম্মে সালমা অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে দেবীদ্বার থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। মামলা চলাকালীন আসামি চারজনের মধ্যে দুজন মারা যান। রায়ের সময় আদালতে উপস্থিত আসামি আল আমিনকে মৃত্যুদণ্ড ও মোস্তাফিজকে বেকসুর খালাস দেওয়া হয়।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৭ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
২০ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে