চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ভোট বর্জন, মহাসড়ক অবরোধ এবং বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ রোববার ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, গণফোরামের প্রার্থী আবদুর রহমান জাহাঙ্গীর ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী খোরশেদ আলম।
নির্বাচন বাতিলের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের অনুসারীরা দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করে। এদিকে অনিয়মের কারণে ৭টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
আজ বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ১২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১০টা থেকে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে জাল ভোট প্রদান ও বিভিন্ন প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্রগুলো নৌকার সমর্থকেরা নিয়ন্ত্রণে নিয়ে যায়। এমন অভিযোগে বেলা সাড়ে ১১টায় ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান (ফুলকপি), গণফোরামের প্রার্থী আবদুর রহমান জাহাঙ্গীর (উদীয়মান সূর্য) ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী খোরশেদ আলম (মিনার)।
স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বলেন, ‘সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমার ফুলকপি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকাতে সিল মারে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। প্রশাসন নৌকার পক্ষপাতমূলক আচরণ করছে। আমি এ নির্বাচন বর্জন ঘোষণা করলাম। পাশাপাশি এ আসনের নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের মাধ্যমে নির্বাচনের দাবি জানাচ্ছি।’
অপরদিকে নির্বাচন বাতিলের দাবিতে মিজানুর রহমানের অনুসারীরা বেলা ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা কমপ্লেক্স এলাকায় অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ সময় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি টিম এসে অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।
চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম বলেন, ‘মহাসড়কে অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ সময় অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করলে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।’
সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান রোববার বিকেলে বলেন, ‘জাল ভোট দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভিন্ন ইউনিয়নের ৭টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচনের অনিয়ম তুলে তিন প্রার্থী বর্জন করেছে। এক স্বতন্ত্র প্রার্থীর অনুসারীরা মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়।’

কুমিল্লার চৌদ্দগ্রামে ভোট বর্জন, মহাসড়ক অবরোধ এবং বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ রোববার ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, গণফোরামের প্রার্থী আবদুর রহমান জাহাঙ্গীর ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী খোরশেদ আলম।
নির্বাচন বাতিলের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের অনুসারীরা দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করে। এদিকে অনিয়মের কারণে ৭টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
আজ বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ১২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১০টা থেকে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে জাল ভোট প্রদান ও বিভিন্ন প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্রগুলো নৌকার সমর্থকেরা নিয়ন্ত্রণে নিয়ে যায়। এমন অভিযোগে বেলা সাড়ে ১১টায় ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান (ফুলকপি), গণফোরামের প্রার্থী আবদুর রহমান জাহাঙ্গীর (উদীয়মান সূর্য) ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী খোরশেদ আলম (মিনার)।
স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বলেন, ‘সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমার ফুলকপি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকাতে সিল মারে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। প্রশাসন নৌকার পক্ষপাতমূলক আচরণ করছে। আমি এ নির্বাচন বর্জন ঘোষণা করলাম। পাশাপাশি এ আসনের নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের মাধ্যমে নির্বাচনের দাবি জানাচ্ছি।’
অপরদিকে নির্বাচন বাতিলের দাবিতে মিজানুর রহমানের অনুসারীরা বেলা ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা কমপ্লেক্স এলাকায় অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ সময় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি টিম এসে অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।
চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম বলেন, ‘মহাসড়কে অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ সময় অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করলে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।’
সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান রোববার বিকেলে বলেন, ‘জাল ভোট দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভিন্ন ইউনিয়নের ৭টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচনের অনিয়ম তুলে তিন প্রার্থী বর্জন করেছে। এক স্বতন্ত্র প্রার্থীর অনুসারীরা মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে