তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর তিতাসের ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে তিতাস উপজেলা আওয়ামী লীগ।
জানা যায়, দুই গ্রুপের মধ্যে একটি গ্রুপ স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর, আরেকটি গ্রুপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেনের। দুই গ্রুপ থেকে উপজেলার ৯টি ইউনিয়নের ৫৪ জনের তালিকা পাঠিয়েছে কেন্দ্রে। দুই গ্রুপের তালিকায় একাধিক প্রার্থীর নাম রয়েছে বলেও জানা গেছে। উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটিতে দুই গ্রুপে তিনজন করে মনোনয়নপ্রত্যাশীর নাম রাখা হয়েছে। ১ নম্বর সাতানী ইউনিয়ন, ২ নম্বর জগৎপুর, ৩ নম্বর বলরামপুর, ৪ নম্বর কড়িকান্দি, ৫ নম্বর কলাকান্দি, ৬ নম্বর কলাকান্দি, ৭ নম্বর নারান্দিয়া, ৮ নম্বর জিয়াকান্দি ও ৯ নম্বর মজিদপুর ইউনিয়নে ৬ জন করে প্রর্থী রয়েছেন।
এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের সুনির্দিষ্ট গঠনতান্ত্রিক বিধি মোতাবেক তৃণমূলের রেজুলেশনের প্রয়োজনীয়তা রয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৮ (৩) (ঙ) অনুযায়ী আগ্রহী প্রার্থীদের প্যানেল তৈরির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করবে এবং আলাপ-আলোচনার মাধ্যমে প্রার্থীদের একটি প্যানেল সুপারিশের জন্য কেন্দ্রে পাঠাবে।
উক্ত প্যানেল সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (মোট ৬ জন) যুক্ত স্বাক্ষরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর নির্দেশনা থাকলেও তিতাসে তৃণমূল পর্যায়ে কোনো বর্ধিত সভা না করে উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন গ্রুপের উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া তাঁদের পছন্দমতো প্রার্থীদের তালিকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে তৃণমূল থেকে।
অন্যদিকে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর অনুসারীরা গত রোববার ঢাকার নিটল নিলয় গ্রুপের মিলনায়তনে তিতাস আওয়ামী লীগের একাংশ জরুরি সভা করে। ওই সভায় উপজেলা আওয়ামী লীগের দুই-তৃতীয়াংশ সদস্য উপস্থিত হয়ে রেজুলেশন করে ৯টি ইউনিয়ন থেকে মনোনয়নপ্রত্যাশী ২৭ জনের তালিকা করেন।
এ বিষয়ে জানতে ফোন করলে দুই গ্রুপের কোনো নেতাই ফোন রিসিভ করেননি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর তিতাসের ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে তিতাস উপজেলা আওয়ামী লীগ।
জানা যায়, দুই গ্রুপের মধ্যে একটি গ্রুপ স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর, আরেকটি গ্রুপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেনের। দুই গ্রুপ থেকে উপজেলার ৯টি ইউনিয়নের ৫৪ জনের তালিকা পাঠিয়েছে কেন্দ্রে। দুই গ্রুপের তালিকায় একাধিক প্রার্থীর নাম রয়েছে বলেও জানা গেছে। উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটিতে দুই গ্রুপে তিনজন করে মনোনয়নপ্রত্যাশীর নাম রাখা হয়েছে। ১ নম্বর সাতানী ইউনিয়ন, ২ নম্বর জগৎপুর, ৩ নম্বর বলরামপুর, ৪ নম্বর কড়িকান্দি, ৫ নম্বর কলাকান্দি, ৬ নম্বর কলাকান্দি, ৭ নম্বর নারান্দিয়া, ৮ নম্বর জিয়াকান্দি ও ৯ নম্বর মজিদপুর ইউনিয়নে ৬ জন করে প্রর্থী রয়েছেন।
এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের সুনির্দিষ্ট গঠনতান্ত্রিক বিধি মোতাবেক তৃণমূলের রেজুলেশনের প্রয়োজনীয়তা রয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৮ (৩) (ঙ) অনুযায়ী আগ্রহী প্রার্থীদের প্যানেল তৈরির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করবে এবং আলাপ-আলোচনার মাধ্যমে প্রার্থীদের একটি প্যানেল সুপারিশের জন্য কেন্দ্রে পাঠাবে।
উক্ত প্যানেল সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (মোট ৬ জন) যুক্ত স্বাক্ষরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর নির্দেশনা থাকলেও তিতাসে তৃণমূল পর্যায়ে কোনো বর্ধিত সভা না করে উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন গ্রুপের উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া তাঁদের পছন্দমতো প্রার্থীদের তালিকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে তৃণমূল থেকে।
অন্যদিকে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর অনুসারীরা গত রোববার ঢাকার নিটল নিলয় গ্রুপের মিলনায়তনে তিতাস আওয়ামী লীগের একাংশ জরুরি সভা করে। ওই সভায় উপজেলা আওয়ামী লীগের দুই-তৃতীয়াংশ সদস্য উপস্থিত হয়ে রেজুলেশন করে ৯টি ইউনিয়ন থেকে মনোনয়নপ্রত্যাশী ২৭ জনের তালিকা করেন।
এ বিষয়ে জানতে ফোন করলে দুই গ্রুপের কোনো নেতাই ফোন রিসিভ করেননি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১৯ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৫ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে