দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা

‘বাবা, আল্লাহর রহমতে আমি ভালো হয়ে যাব, তুমি কোনো টেনশন কইরো না।’ দগ্ধ শরীরে বেডে শুয়ে কাতরাতে কাতরাতে এ কথাই বলেছিল মাহতাব। বাবাকে সাহস দিচ্ছিল। মাকে সান্ত্বনা দিচ্ছিল। প্রিয়জনেরা যেন ভেঙে না পড়ে—নিজের কষ্টের চেয়ে সেই চিন্তাই বড় ছিল তার কাছে। বাবা-মাকে ভরসা দেওয়া ছেলেটিই সবাইকে হতাশ করল!
চার দিন পোড়া শরীরের যন্ত্রণা সহ্য করে চিরবিদায় নিল কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাহতাব রহমান ভূঁইয়ার। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হয়েছিল সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়ে মাহতাব।
মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। সন্ধ্যায় মরদেহ বাড়ি পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয় কুমিল্লার দেবিদ্বারের রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়িতে। আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
মাহতাবের বাবা মিনহাজ উদ্দিন ভূঁইয়া চোখ মুছতে মুছতে বলেন, ‘বার্ন ইউনিটে ছেলের কাছে যেতেই বলে, বাবা, আমি ঠিক হয়ে যাব। সে জানত সে কী অবস্থায় আছে, তবু আমাদের ভেঙে পড়তে দেয়নি। আমাদের সাহস দিত। ভাবিনি, ওর এই সাহসী কথাই হবে শেষ কথা!’
মিনহাজ বলেন, ‘আমার ছেলে ক্লাসে ফার্স্ট বয় ছিল। ওর বিরুদ্ধে কারও মুখে একটা বাজে কথা নেই। ১৪ বছরে ও কখনো কাউকে কষ্ট দেয়নি। আজ আমার কলিজার টুকরাটা সবাইকে ছেড়ে চলে গেল।’
একমাত্র সন্তান হারিয়ে কোনোভাবেই শোক সামলাতে পারছেন না বাবা-মা। মাহতাব ছিল মিনহাজ উদ্দিন ভূঁইয়া ওরফে মিনহাজুর রহমানের একমাত্র ছেলে। মেধাবী ও শান্ত স্বভাবের এই ছেলেটি পড়াশোনায় খুবই মনোযোগী ছিল। তার প্রিয় স্কুলজীবন, নতুন ব্যাগ, বই-পুস্তক—সবই এখন স্মৃতি।
মাহতাবের মামা রাকিবুল ইসলাম বলেন, ‘একটি দুর্ঘটনায় প্রাণ গেল নিষ্পাপ এক কিশোরের। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সবাই যেন হতবাক—এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।’
বৃহস্পতিবার এশার নামাজের পর চুলাশ উখারী বাজার শাহী ঈদগাহ মাঠে মাহতাবের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন সহপাঠী, শিক্ষক, প্রতিবেশীসহ শত শত মানুষ। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

‘বাবা, আল্লাহর রহমতে আমি ভালো হয়ে যাব, তুমি কোনো টেনশন কইরো না।’ দগ্ধ শরীরে বেডে শুয়ে কাতরাতে কাতরাতে এ কথাই বলেছিল মাহতাব। বাবাকে সাহস দিচ্ছিল। মাকে সান্ত্বনা দিচ্ছিল। প্রিয়জনেরা যেন ভেঙে না পড়ে—নিজের কষ্টের চেয়ে সেই চিন্তাই বড় ছিল তার কাছে। বাবা-মাকে ভরসা দেওয়া ছেলেটিই সবাইকে হতাশ করল!
চার দিন পোড়া শরীরের যন্ত্রণা সহ্য করে চিরবিদায় নিল কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাহতাব রহমান ভূঁইয়ার। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হয়েছিল সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়ে মাহতাব।
মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। সন্ধ্যায় মরদেহ বাড়ি পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয় কুমিল্লার দেবিদ্বারের রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়িতে। আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
মাহতাবের বাবা মিনহাজ উদ্দিন ভূঁইয়া চোখ মুছতে মুছতে বলেন, ‘বার্ন ইউনিটে ছেলের কাছে যেতেই বলে, বাবা, আমি ঠিক হয়ে যাব। সে জানত সে কী অবস্থায় আছে, তবু আমাদের ভেঙে পড়তে দেয়নি। আমাদের সাহস দিত। ভাবিনি, ওর এই সাহসী কথাই হবে শেষ কথা!’
মিনহাজ বলেন, ‘আমার ছেলে ক্লাসে ফার্স্ট বয় ছিল। ওর বিরুদ্ধে কারও মুখে একটা বাজে কথা নেই। ১৪ বছরে ও কখনো কাউকে কষ্ট দেয়নি। আজ আমার কলিজার টুকরাটা সবাইকে ছেড়ে চলে গেল।’
একমাত্র সন্তান হারিয়ে কোনোভাবেই শোক সামলাতে পারছেন না বাবা-মা। মাহতাব ছিল মিনহাজ উদ্দিন ভূঁইয়া ওরফে মিনহাজুর রহমানের একমাত্র ছেলে। মেধাবী ও শান্ত স্বভাবের এই ছেলেটি পড়াশোনায় খুবই মনোযোগী ছিল। তার প্রিয় স্কুলজীবন, নতুন ব্যাগ, বই-পুস্তক—সবই এখন স্মৃতি।
মাহতাবের মামা রাকিবুল ইসলাম বলেন, ‘একটি দুর্ঘটনায় প্রাণ গেল নিষ্পাপ এক কিশোরের। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সবাই যেন হতবাক—এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।’
বৃহস্পতিবার এশার নামাজের পর চুলাশ উখারী বাজার শাহী ঈদগাহ মাঠে মাহতাবের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন সহপাঠী, শিক্ষক, প্রতিবেশীসহ শত শত মানুষ। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ভবনে প্রাথমিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সংগৃহীত নথিপত্র প্রাথমিক যাচাই শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুদকের টিম কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা
২৫ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে