Ajker Patrika

হোমনায় বজ্রপাতে নিহত ২

প্রতিনিধি
হোমনায় বজ্রপাতে নিহত ২

কুমিল্লা (হোমনা): হোমনায় গভীর রাতে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছে। এ সময় বজ্রপাতে তাদের দুই সহযোগী আহত হয়েছে।

নিহতরা হলেন-উপজেলার জগন্নাতকান্দি গ্রামের মো. আফাজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৮) ও নেপাল চন্দ্র দাসের ছেলে টিটু চন্দ্র দাস (১৫)। আহতরা হলেন-অশ্বিনী দাসের ছেলে অমূল্য চন্দ্র দাস (৪৫) ও নিহত টিটু দাসের বাবা নেপাল চন্দ্র দাস (৬০)। এর মধ্যে গুরুতর আহত অমূল্য চন্দ্র দাসকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূইয়া বলেন, গতকাল সোমবার রাতে তাঁরা গ্রামের পাশের কাঠালিয়া নদীতে মাছ ধরতে যান। রাত সাড়ে এগারোটার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় ও তাঁদের দুই সহযোগী গুরুতর আহত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার বলেন, গভীর রাতে বজ্রপাতে গুরুতর আহত অমূল্য চন্দ্র দাস (৪৫) নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত