কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে তাঁর বিচার দাবি করেছেন এক গৃহবধূ। আজ বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার পৌরসভার একটি হোটেলে পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।
অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম লিটন সরকার। তিনি বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই গৃহবধূ দাবি করেন, ১ জুন রাত সাড়ে ১০টার দিকে লিটন সরকার তাঁর স্বামীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তাঁকে প্রাণে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। তাঁর চিৎকার শুনে স্বামী ঘরে এলে স্বেচ্ছাসেবক লীগ নেতা পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে গৃহবধূর স্বামীর স্বাক্ষরিত চারটি ব্যাংক চেক রয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনার পর থেকে তিনি গৃহবধূর স্বামীর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করার হুমকি দেন। স্থানীয় প্রভাবশালী একাধিক রাজনৈতিক ব্যক্তি তাঁকে প্রশ্রয় দিচ্ছেন। তাঁর নামে আদালতে হত্যাসহ এক ডজনের বেশি মামলা রয়েছে।
লিখিত বক্তব্যে ওই গৃহবধূ আরও বলেন, ‘আমার দুটি সন্তান ও স্বামী নিয়ে লিটন সরকার ও তাঁর বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। তারা একের পর এক হুমকি দিচ্ছে। তাই আমি আজ নিরুপায়। দয়া করে আপনারা আমার পাশে দাঁড়ান। আমি থানা-পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু অদৃশ্য কারণে আমার মামলা এখনো নথিভুক্ত হয়নি। আমি আমার স্বামী ও দুই সন্তানের প্রাণ ভিক্ষা চাই। তার হাত থেকে আমাদের বাঁচান।’
সংবাদ সম্মেলনে ওই গৃহবধূর বড় ভাই বলেন, ‘লিটন সরকারের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। যে তার বিরুদ্ধে মুখ খোলে, তাকেই তিনি মামলা দিয়ে হয়রানি করেন। আমার বোনের এই ঘটনার প্রতিবাদ করায় আমার নামেও মামলা দেওয়া হয়। আমরা এখন নিরাপত্তাহীনতায় রাস্তায় রাস্তায় ঘুরছি। আমি প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।’

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে তাঁর বিচার দাবি করেছেন এক গৃহবধূ। আজ বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার পৌরসভার একটি হোটেলে পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।
অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম লিটন সরকার। তিনি বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই গৃহবধূ দাবি করেন, ১ জুন রাত সাড়ে ১০টার দিকে লিটন সরকার তাঁর স্বামীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তাঁকে প্রাণে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। তাঁর চিৎকার শুনে স্বামী ঘরে এলে স্বেচ্ছাসেবক লীগ নেতা পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে গৃহবধূর স্বামীর স্বাক্ষরিত চারটি ব্যাংক চেক রয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনার পর থেকে তিনি গৃহবধূর স্বামীর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করার হুমকি দেন। স্থানীয় প্রভাবশালী একাধিক রাজনৈতিক ব্যক্তি তাঁকে প্রশ্রয় দিচ্ছেন। তাঁর নামে আদালতে হত্যাসহ এক ডজনের বেশি মামলা রয়েছে।
লিখিত বক্তব্যে ওই গৃহবধূ আরও বলেন, ‘আমার দুটি সন্তান ও স্বামী নিয়ে লিটন সরকার ও তাঁর বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। তারা একের পর এক হুমকি দিচ্ছে। তাই আমি আজ নিরুপায়। দয়া করে আপনারা আমার পাশে দাঁড়ান। আমি থানা-পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু অদৃশ্য কারণে আমার মামলা এখনো নথিভুক্ত হয়নি। আমি আমার স্বামী ও দুই সন্তানের প্রাণ ভিক্ষা চাই। তার হাত থেকে আমাদের বাঁচান।’
সংবাদ সম্মেলনে ওই গৃহবধূর বড় ভাই বলেন, ‘লিটন সরকারের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। যে তার বিরুদ্ধে মুখ খোলে, তাকেই তিনি মামলা দিয়ে হয়রানি করেন। আমার বোনের এই ঘটনার প্রতিবাদ করায় আমার নামেও মামলা দেওয়া হয়। আমরা এখন নিরাপত্তাহীনতায় রাস্তায় রাস্তায় ঘুরছি। আমি প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।’

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
১০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে