কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের ডাকা আগামীকাল সোমবারের ‘সমন্বিত হল সম্মেলন’ স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ এ সম্মেলনকে স্থগিত করার আদেশ দিয়েছে বলে জানা গেছে। আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মো. সাদ্দাম হোসেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক কুবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত রয়েছেন।
কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন বলেন, ‘আপাতত হল সম্মেলন হচ্ছে না। যেহেতু তাঁরা একবার কয়েকটা হলে কমিটি দিয়েছে, আবার হল সম্মেলন ডেকেছে। এ বিষয়ে চিন্তা-ভাবনা করেই কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকদের সঙ্গে কথা বলে সম্মেলন আপাতত স্থগিত করা হয়েছে।’
কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘প্রস্তুতির জন্য ও প্রধান অতিথি নির্ধারণ করতে পারি নাই এখনো, তাই আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে আজ অথবা কালই তারিখ দিয়ে দেব, রমজানের আগেই সম্মেলন করতে।’
তবে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে সম্মেলন স্থগিত রাখার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘কেন্দ্র থেকে যদি কোনো নির্দেশনা দেয় সে ক্ষেত্রে সেটা অবশ্যই আমলে নেব। যেহেতু মেয়েদের হলে কমিটি হয়নি তাই সম্মেলন হতে কোনো বাধা নেই।’
কুবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী কুবির বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ। তারা হয়ত চেয়েছিল, যেগুলো হলের কমিটি হয়নি সেগুলোর সঙ্গে তাদের দেওয়া যেসব হল কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, সেসবের নতুন কমিটি দেওয়া। কিন্তু তারা যেহেতু একবার কয়েকটা হলে কমিটি দিয়েছিল, এখন তাদের কমিটিরই যখন মেয়াদ নেই, তখন তাদের মাধ্যমেই আবার কমিটি দেওয়া— এসব সার্বিক বিষয় বিবেচনা করেই আপাতত সম্মেলনের সিদ্ধান্ত নিই।’
তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ স্থানীয় এমপি-মন্ত্রীদের সঙ্গে সমন্বয় করে মেয়েদের হল কমিটি দেওয়ার আগেই কুবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি আসতে পারে। আবার মেয়েদের হল কমিটি দেওয়ার পর কুবির নতুন কমিটিও আসতে পারে। এগুলো সিদ্ধান্ত সামনে আসবে।’
উল্লেখ্য, কুবি শাখা ছাত্রলীগের বর্তমান কমিটিকে অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। তাঁরা এবং তাদের পরের কমিটির নেতৃত্ব শোভন-রাব্বানীও সাবেক হয়েছেন। তবুও ২০১৭ সালের ২৬ মে গঠিত কুবি শাখা ছাত্রলীগের কমিটি এখনো বহাল রয়েছে। কিন্তু এই কমিটির এক বছর মেয়াদি গঠন করা হয়েছিল।
সেই সঙ্গে দীর্ঘদিনেও কুবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি না হওয়ায়, নতুন কমিটিতে পদ প্রত্যাশীরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। তাঁরা বলছেন, পড়াশোনা শেষ করে চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে অথচ নতুন কমিটি না হওয়ায় ৫ বছর ধরে ছাত্রলীগের কর্মী থাকা অবস্থায় বিদায় নিতে হবে!

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের ডাকা আগামীকাল সোমবারের ‘সমন্বিত হল সম্মেলন’ স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ এ সম্মেলনকে স্থগিত করার আদেশ দিয়েছে বলে জানা গেছে। আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মো. সাদ্দাম হোসেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক কুবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত রয়েছেন।
কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন বলেন, ‘আপাতত হল সম্মেলন হচ্ছে না। যেহেতু তাঁরা একবার কয়েকটা হলে কমিটি দিয়েছে, আবার হল সম্মেলন ডেকেছে। এ বিষয়ে চিন্তা-ভাবনা করেই কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকদের সঙ্গে কথা বলে সম্মেলন আপাতত স্থগিত করা হয়েছে।’
কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘প্রস্তুতির জন্য ও প্রধান অতিথি নির্ধারণ করতে পারি নাই এখনো, তাই আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে আজ অথবা কালই তারিখ দিয়ে দেব, রমজানের আগেই সম্মেলন করতে।’
তবে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে সম্মেলন স্থগিত রাখার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘কেন্দ্র থেকে যদি কোনো নির্দেশনা দেয় সে ক্ষেত্রে সেটা অবশ্যই আমলে নেব। যেহেতু মেয়েদের হলে কমিটি হয়নি তাই সম্মেলন হতে কোনো বাধা নেই।’
কুবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী কুবির বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ। তারা হয়ত চেয়েছিল, যেগুলো হলের কমিটি হয়নি সেগুলোর সঙ্গে তাদের দেওয়া যেসব হল কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, সেসবের নতুন কমিটি দেওয়া। কিন্তু তারা যেহেতু একবার কয়েকটা হলে কমিটি দিয়েছিল, এখন তাদের কমিটিরই যখন মেয়াদ নেই, তখন তাদের মাধ্যমেই আবার কমিটি দেওয়া— এসব সার্বিক বিষয় বিবেচনা করেই আপাতত সম্মেলনের সিদ্ধান্ত নিই।’
তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ স্থানীয় এমপি-মন্ত্রীদের সঙ্গে সমন্বয় করে মেয়েদের হল কমিটি দেওয়ার আগেই কুবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি আসতে পারে। আবার মেয়েদের হল কমিটি দেওয়ার পর কুবির নতুন কমিটিও আসতে পারে। এগুলো সিদ্ধান্ত সামনে আসবে।’
উল্লেখ্য, কুবি শাখা ছাত্রলীগের বর্তমান কমিটিকে অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। তাঁরা এবং তাদের পরের কমিটির নেতৃত্ব শোভন-রাব্বানীও সাবেক হয়েছেন। তবুও ২০১৭ সালের ২৬ মে গঠিত কুবি শাখা ছাত্রলীগের কমিটি এখনো বহাল রয়েছে। কিন্তু এই কমিটির এক বছর মেয়াদি গঠন করা হয়েছিল।
সেই সঙ্গে দীর্ঘদিনেও কুবি শাখা ছাত্রলীগের নতুন কমিটি না হওয়ায়, নতুন কমিটিতে পদ প্রত্যাশীরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। তাঁরা বলছেন, পড়াশোনা শেষ করে চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে অথচ নতুন কমিটি না হওয়ায় ৫ বছর ধরে ছাত্রলীগের কর্মী থাকা অবস্থায় বিদায় নিতে হবে!

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
১ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
২ ঘণ্টা আগে