চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে বড় ভাই মো. ইলিয়াছকে (৫০) কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই বাহার মিয়া। আজ বুধবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা মধ্যমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ওই গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামিল রেজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে বড় ভাই মো. ইলিয়াছের সঙ্গে ছোট ভাই বাহার মিয়ার বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। বুধবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে দুই ভাই ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে বাহার মিয়া ধারালো দা দিয়ে এলোপাতাড়িভাবে ইলিয়াছকে কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে সেখানে নেওয়ার পথেই তিনি মারা যান।
নিহত ইলিয়াছের চাচাতো ভাই আবদুল মান্নান বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছে। বুধবার সন্ধ্যায় এ নিয়ে আবারও দুই ভাই ঝগড়ায় লিপ্ত হয়। ক্ষিপ্ত হয়ে বাহার ধারালো দা দিয়ে বড় ভাই ইলিয়াছকে কুপিয়ে হত্যা করে।’
আব্দুল মান্নান আরও বলেন, ‘বাহার একজন মাদকাসক্ত।’
স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, ‘অভিযুক্ত বাহার মাদকাসক্ত। বসতভিটার বিরোধকে কেন্দ্র করে মাদকাসক্ত বাহার প্রায়ই ইলিয়াছের ওপর হামলা করে। বুধবার সন্ধ্যায় বাহার আবারও ধারালো দা দিয়ে ইলিয়াছকে আঘাত করে।’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামিল রেজা বলেন, ‘ইলিয়াছ নামের এক ব্যক্তিকে সন্ধ্যা ৬টা ৫৫ ঘটিকায় আমাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। আমরা পরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন। তাঁর পিঠে একাধিক ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘আব্দুল মান্নান নামে একজন নিজেকে ইলিয়াছের চাচাতো ভাই পরিচয় দিয়ে মোবাইল ফোনে আমাকে ঘটনাটি জানিয়েছেন। তিনি বলেছেন, ইলিয়াছ নামে এক ব্যক্তিকে পূর্ব বিরোধের জের ধরে তাঁর ছোট ভাই বাহার কুপিয়ে হত্যা করেছে।’
আব্দুল মান্নান আরও জানান, ‘ইলিয়াছকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। আমরা এখনো ভিকটিমের লাশ বুঝে পাইনি।’

কুমিল্লার চৌদ্দগ্রামে বড় ভাই মো. ইলিয়াছকে (৫০) কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই বাহার মিয়া। আজ বুধবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা মধ্যমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ওই গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামিল রেজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে বড় ভাই মো. ইলিয়াছের সঙ্গে ছোট ভাই বাহার মিয়ার বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। বুধবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে দুই ভাই ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে বাহার মিয়া ধারালো দা দিয়ে এলোপাতাড়িভাবে ইলিয়াছকে কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে সেখানে নেওয়ার পথেই তিনি মারা যান।
নিহত ইলিয়াছের চাচাতো ভাই আবদুল মান্নান বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছে। বুধবার সন্ধ্যায় এ নিয়ে আবারও দুই ভাই ঝগড়ায় লিপ্ত হয়। ক্ষিপ্ত হয়ে বাহার ধারালো দা দিয়ে বড় ভাই ইলিয়াছকে কুপিয়ে হত্যা করে।’
আব্দুল মান্নান আরও বলেন, ‘বাহার একজন মাদকাসক্ত।’
স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, ‘অভিযুক্ত বাহার মাদকাসক্ত। বসতভিটার বিরোধকে কেন্দ্র করে মাদকাসক্ত বাহার প্রায়ই ইলিয়াছের ওপর হামলা করে। বুধবার সন্ধ্যায় বাহার আবারও ধারালো দা দিয়ে ইলিয়াছকে আঘাত করে।’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামিল রেজা বলেন, ‘ইলিয়াছ নামের এক ব্যক্তিকে সন্ধ্যা ৬টা ৫৫ ঘটিকায় আমাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। আমরা পরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন। তাঁর পিঠে একাধিক ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘আব্দুল মান্নান নামে একজন নিজেকে ইলিয়াছের চাচাতো ভাই পরিচয় দিয়ে মোবাইল ফোনে আমাকে ঘটনাটি জানিয়েছেন। তিনি বলেছেন, ইলিয়াছ নামে এক ব্যক্তিকে পূর্ব বিরোধের জের ধরে তাঁর ছোট ভাই বাহার কুপিয়ে হত্যা করেছে।’
আব্দুল মান্নান আরও জানান, ‘ইলিয়াছকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। আমরা এখনো ভিকটিমের লাশ বুঝে পাইনি।’

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৩১ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৩৬ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে